পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जमॉछ । ఇye ( ২৮ জানুয়ারি ১৮৩২ । ১৬ মাঘ ১২৩৮ ) আখড়া সংগ্রামবিষয়ক —কস্যচিৎ চন্দ্ৰিকাপাঠক মহাশয় আমারদিগকে লিথিয়াছেন যে শ্ৰীযুত প্রসন্নকুমার ঠাকুর উত্তর রামচরিত্র ইঙ্গরেজী ভাষায় যে যাত্রা করিয়াছিলেন সে সম্বাদ চঞ্জিকায় প্রকাশ করিয়াছেন কিন্তু শ্ৰীযুত বাবু আশুতোষ দেবের বাটতে গত ৩ মাঘ রবিবার বুলবুল লড়াই হইয়াছিল তাহ প্রকাশ করেন নাই ইহার কারণ কি সে যাহা হউক গত ৯ মাঘ শনিবার রাত্রিতে শ্ৰীযুত বাবু রামমোহন মল্লিকের মেছুয়াবাজারের বাটতে বাগবাজারনিবাসি শ্ৰীযুত মোহনচাদ বস্তু এবং যোড়াসাকোস্থ শ্ৰীযুত কাশীনাথ মুখোপাধ্যায়দিগের উভয় দলে আখড়া সংগীতের যে সংগ্রাম হইয়াছিল তাহা চন্দ্রিকায় প্রকাশ করিবেন কি না যদি প্রকাশ করেন তবে জয় পরাজয় লিখিয়া দিবেন। আমরা ঠাকুর বাবুর কৃত যাত্রার সম্বাদ যে প্রকাশ করিয়াছিলাম তাহার কারণ ঐ বিষয় এদেশে নুতন হইয়াছে বুলবুল লড়াই মনিয়া লড়াই আখড়াগান এভন্নগরে বহু কালাবধি হইতেছে অতএব তাহার বৃত্তান্তশ্রবণে কাহার তুষ্টি আছে ঐ বিষয় যে ব্যক্তি চক্ষে দেখেন ও স্বকৰ্ণেতে শ্রবণ করেন তাহারি মুখানুভব হয় । যাহা হউক চন্ত্ৰিকাপাঠক মহাশয়ের অনুরোধে আখড়ার বিষয়ে আমরা যাহা জ্ঞাত হইয়াছি তাহা লিখি শ্ৰীযুত বাবু রামমোহন মল্পিক আপন বাটীতে তাহারদিগের পূর্বপুরুষ স্থাপিত ত্রিলোকজননী পতিতপাবনী শ্ৰীশ্ৰীy সিংহবাহিনীর ধাতুময়ী প্রতিমা পূজার পালার অবসান দিনে মহাঘটা করিয়াছিলেন অর্থাৎ স্বশ্রেণীয় ব্রাহ্মণদিগকে ভোজন করাইয়া বহুবিধ ধনদান করিয়াছেন শুনিলাম নিমন্ত্রিত প্রত্যেক ব্রাহ্মণ ছয় টাক। আর রবাহুতদিগকে ২ টাকা করিয়া দান করিয়াছেন ইত্যাদি ঐ সকল ব্যাপারে বহু ধন ব্যয় করিয়াছেন ইত্যুপলক্ষে উক্তস্থানস্থ স্বরসিক গায়কদিগকে আহবান করিবাতে র্তাহারা উভয়দলে সসজ্জ হইয়া আসিয়াছিলেন আপন২ ক্ষমতাকুসারে বিবিধ যন্ত্রের বাস্থ্যকরত অপূৰ্ব্ব স্বস্বরে গান করিয়াছেন ইহাতে সংগ্রাম হইয়াছিল কিন্তু ইহা প্রকৃত আখড়াগান নহে এবং কবিওয়ালার মতও বলা যায় না এজন্য অনেকেই কহেন নিম আখড়া অথবা কেহ কহেন হাপ আখড়ার লড়াই হইয়াছিল । যাহা হউক তাহারদিগের গানে সকলেই তুষ্ট হইয়াছেন ইহাতে বাগবাজারবাসিরদিগের গানের ও স্বস্বরের প্রশংসা অনেকে করিয়াছেন ষোড়াসাকোনিবাসিদিগের স্বরের কারিগরি এবং উচ্চস্বরের প্রশংসাও হইয়াছে ইহাতে জয়পরাজয় কি কহিব মোহনচাদ বস্থ প্রথমে গলায় ঢোল বান্ধিয়া নিশান তুলিয় রাজপথে গানকরত স্বগৃহে গমন করেন পরে যোড়াসাকোনিবাসির আর এক গীত অতিউচ্চৈঃস্বরে গান করিয়া ঢোল বান্ধিয়া বড় এক ধ্বজ তুলিয়া বড় রাস্তায়২ বেড়াইয়া স্বস্থানে গমনে আহলাদিত হইয়াছেন আখড়াবিষয়ের এইমাত্র আমরা জ্ঞাত ছিলাম তাহা লিখিলাম -চন্দ্রিক ।