পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

गङाख ২৮৫ রায় বাহাদুর এস্থানে পূজাকরাতে আমারদিগের আনন্দের অঙ্গ হীন না হইয়া চারি পাদ পরিপূর্ণ হইয়াছে অতএব প্রার্থনা রাজা বাহাদুর ঝটিতি অরোগী হইয়া এই মহানগরে বাস করত দুর্গোৎসবাদি কৰ্ম্ম করিয়! এপ্রদেশীয়দিগের আনন্দজনক হউন ।. চন্দ্রিকা । ( ১৩ অক্টোবর ১৮৩২ । ২৯ আশ্বিন ১২৩৯ ) অবশু পাঠকবর্গের স্মরণে থাকিবে অনেক স্থলে যেমন এবৎসর মুসলমানের মহরম উঠাইয়াছেন তন্দ্রপ হিন্দুরদের প্রধান কৰ্ম্ম যে দুর্গোৎসব তাহারও এবংসরে অনেক নূ্যনতা শুনা যাইতেছে পূৰ্ব্বে এতন্নগরে ও অন্যান্ত স্থানে দুর্গোৎসবে নৃত্যগীত প্রভৃতি নানারূপ সুখজনক ব্যাপার হইয়াছে বাইনাচ ও ভাড়ের নাচ দেখিবার নিমিত্তে অনেক ইঙ্গরেজপৰ্য্যস্ত নিমন্ত্রণ করিয়া এমত জনতা করিতেন যে অন্যান্য লোকেরা সেই সকল বাড়ী প্রবিষ্ট হইতে কঠিন জ্ঞান করিতেন এবৎসরে সেই সকল বাড়ীতে ইতর লোকের স্ত্রীলোকেরাও স্বচ্ছন্দে প্রতিমার সম্মুখে দণ্ডায়মান হইয়া দেখিতে পায় এবং বাইজীরা গলী গলী বেড়াইয়াছেন তত্ৰাপি কেহ জিজ্ঞাসা করে নাই অনেকে এবৎসর পূজাই করেন নাই এবং যাহারদের বাড়ীতে পাচ সাত তয়ফা বাই থাকিত এবংসর কোন বাড়ীতে বৈঠকি গানের ভালেই মান রহিয়াছে কোন ২ স্থলে চণ্ডীর গান ও যাত্রার স্বারাই রাত্রি কাটাইয়াছেন দুর্গোৎসবে প্রায় বাড়ীতে এমত আমোদ নাই যে লোকেরা দেখিয়া সন্তুষ্ট হইতে পারে এবং যাহারা আল করিয়া কাল বিনাশ করিতেন র্তাহারাও প্রায় এতদ্বর্ষে বাতীর স্বপ্রয় করিয়াছেন অতএব দুর্গোৎসবে যে আমোদ প্রমোদ পূৰ্ব্বে ছিল এবং সরে তাহার অনেক হ্রাস হইয়াছে ইহাতে অনেকে কহেন যে এতদেশীয় লোকেরদের ধন শূন্তহওয়াতেই এরূপ ঘটিয়াছে ইহা হইতেও পারে কেননা ধন থাকিলে যেমন মনের ফুর্তি থাকে ও আমোদ প্রমোদ করিতে বাঞ্ছা হয় দরিদ্র হইলে তাহার কিছুমাত্র থাকে না সৰ্ব্বদা পরিবারের ও আপনার ভরণপোষণ এবং অন্ন বস্ত্রাদির ভাবনাতেই উদ্বিগ্ন থাকিতে হয় ধন ষে কেমন বস্তু আর তাহা না থাকিলে কিরূপ যাতনা পাইতে হয় তাহা এতদেশীয় প্রায় ভাগ্যবস্ত সস্তানের পূৰ্ব্বে বিবেচনা করেন নাই বৃথা কৰ্ম্মে অনেক ধনের ব্যাঘাত করিয়াছেন যে সকল বাবুর বাইজীর বাড়ীতেই হাড়ী কাড়িয়াছিলেন এবং নানাপ্রকারে রসনেন্দ্রিয়প্রভৃতির স্থখ দিয়াছেন এইক্ষণে স্ব২ ভবনে তাহারদিগের শকান্নে পরিতোষ জন্মিতেছে ধনাভাবে এইরূপ শোকসাগরে পতিত হওয়াতে কেহ এরূপও কহেন যে বর্তমান রাজ্যাধিকারি মহাশয়দিগের শাসনে বিস্তর ধন ব্যয় হইতেছে একারণ লোকেরদের তাদৃক চাকচক্য নাই ইহা সত্য বটে যে শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুরের শাসনে ধন ব্যয় বিস্তর হইতেছে কিন্তু আমরা সাহসপূর্বক ইহা কহিতে পারি যে জবনাধিকারাপেক্ষা এইক্ষণে প্রজার বিস্তর অন্যায়হইতে মুক্ত হইয়াছেন যদিও কোম্পানি বাহাদুর টাক্স ইষ্টাম্প পরমিট ইত্যাদির স্বারা অনেক ধন লইতেছেন বটে কিন্তু প্রজারদের হিতার্থে চেষ্টাও বিস্তর করিতেছেন দেখ জবনাধিকারে লোকের গমনাগমনের পথ এমত কদৰ্য্য ছিল ষে লোকেরা