পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&brb" মংবাদপত্রে সেনকালেৰ কথা পালনকরণ বহু ধন ব্যয় করিয়া থাকেন শীতকালে এক দিবস যুদ্ধ হয় সংপ্ৰতি গত ১৪ মাঘ রবিবার শ্ৰীযুত বাৰু আশুতোষ দেবের বাটীতে ঐ যুদ্ধ হয় তাহাতে মহাসমারোহ হইয়াছিল যেহেতুক দেব বাবুর পক্ষিদলের বিপক্ষ হরিফ শ্ৰীযুত বাবু, হরনাথ মল্লিকের এক দল পক্ষী এতদুভয় পক্ষির পক্ষাধিপ মহাশয়েরা ঐ যুদ্ধদৰ্শনে আত্মীয় স্বজন সজ্জনগণকে আহবান করিয়াছিলেন । অপর অনেক লোক আছেন তাহারদিগকে তদ্বিষয়ে আহবান করিতেও হয় নাই যেহেতুক তাহারা সোয়ার্কানরূপে খ্যাত অর্থাৎ তদ্বিষয়ঘটিত মুখে মহাসুখি হন স্থতরাং এই ত্ৰিবিধ প্রকার লোক সমারোহের সীমা কি । যাহারা ঐ যুদ্ধসেনার শিক্ষক অর্থাৎ খলীপ রণভূমিতে উপস্থিত হইলে খ্ৰীযুত মহারাজ বৈদ্যনাথ রায় বাহাদুর জয় পরাজয় বিবেচনানিমিত্ত শালিস হইলেন । পরে উভয় দলের পক্ষির ঘোরতর সমর করিল দর্শকেরা মল্লিক বাবুর সেনাশিক্ষক খলীপাদিগকে বার২ ধন্যবাদ করিলেন কিন্তু সৰ্ব্বশেষে অর্থাৎ দুই প্রহর দুই ঘণ্টার পর মল্লিক বাবুর পক্ষ পক্ষি পরাজিত হইলে সভা ভঙ্গ হইল –ঃ চঞ্জিকা । ( ৩ ডিসেম্বর ১৮৩৬ । ১৯ অগ্রহায়ণ ১২৪৩ ) নবীন কুস্তিগীর —শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়সমীপেষু। বিহিত বিনয়পুরঃসর নিবেদন মিদং । সংপ্রতি শহর কলিকাতার সন্নিহিত ৩ ভাগীরথীর পশ্চিম তীরবৰ্ত্তি বালিনামক গ্রামে অভিনব জনেক কুস্তিগীর মহেশচন্দ্র চট্টোপাধ্যায়নামক যাহার ভোজনের বৃত্তান্ত ইহার পূৰ্ব্বে শ্রাবণ মাসীয় চন্দ্রিক ও পূর্ণচন্দ্রোদয় পত্র প্রভৃতিতে উত্তমরূপে প্রকটিত হইয়াছিল । তিনি যেরূপ ঐ কুস্তিগীরি বিদ্যায় নিপুণ হইয়াছেন তদ্বিস্তার বর্ণন বাহুল্য যে হউক কিন্তু এতদ্রুপ বলবান ও গুণজ্ঞ ব্যক্তিকে সৰ্ব্বসাধারণকে বিশেষ এসকল বিদ্যাতে স্থপণ্ডিত জনগণকে জ্ঞাত করা অবশু কৰ্ত্তব্য । অম্মদাদির বোধ হয় যে এতং প্রদেশস্থ অতিবিখ্যাত রাধাগোয়ালা ও তাহার পুত্রদ্বয় এবং আর২ বিলক্ষণ বলবান ও র্যাহার। এমত কুস্তিগীরি কাৰ্য্যে প্রকৃত দক্ষ এমত ব্যক্তিরদিগকেও তিনি সম্পূর্ণরূপে পরাভব করিয়া দুই তিন বৎসর পর্য্যস্ত শিক্ষা দিতে পারেন এবং কুস্তি করিলে যে২ কাৰ্য্য নিষেধ এবং ষে সকল কৰ্ম্ম বিধেয় তাহা তিনি প্রক্লষ্টরূপে অবগত আছেন এইক্ষণে ষে কেহ উক্ত বিদ্য শিক্ষা করিতে অথবা এতদ্বিষয়ের কোন বিশেষ উপদেশ লইতে প্রার্থনা রাখেন তবে তিনি ঐ নবীন কুস্তিগীর চট্টোপাধ্যায় মহাশয়ের নিকট গমন করিলে অথবা লিপি প্রেরণ করিলে অবশ্ব তাবদ্ধ ভাস্তাবগত হইতে পারিবেন। এবং এতন্মহানগরস্থ তবেদৈশ্বৰ্য্যশালী মহাশয়েরদিগের প্রতি অন্মদাদির বিনয়পূর্বক নিবেদন এই যে যে কোন মহাশয় স্বীয়২ বহিদ্বর্ণরে সমুহ বলিষ্ঠ ও কুস্তিগীর ব্যক্তিরদিগকে দ্বারপালত্ব কাৰ্য্যে নিযুক্ত রাথিয়াছেন যদ্যপি তাহারদিগের দ্বারা ঐ পূৰ্ব্বোক্ত নবীন কুস্তিগীর চট্টোপাধ্যায় মহাশয়ের পরীক্ষা লইতে মনস্থ করেন তবে অনুগ্রহপূর্বক ঐ বালি গ্রামের দক্ষিণপল্লীস্থ ক্রযুক্ত