পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ९*>9 তাহাতে ভরসা হয় যে আমারদের এতদ্দেশীয় পাঠক মহাশয়েরা অবশু সাহায্য করিবেন । এতদ্দেশের মধ্যে যে সকল রোগে লোক মারা পড়ে তন্মধ্যে জররোগেই অধিক । ২০ মে তারিখে নেটব হাসপাতালে এক বৈঠক হইয়া এই বিষয়ের বিবেচনা হইল । তৎসময়ে সদর বোর্ডের শ্ৰীযুত স্মিথ সাহেব এই বিষয়ে যে এক বিবরণপত্র প্রস্তুত করিয়াছিলেন তাহ পাঠ করিলেন । তাহাতে লেখেন যে কলিকাতাস্থ এতদেশীয় লোকের আধিক্যপ্রযুক্ত এবং রোগের উপশমোপায়ের অল্পতাপ্রযুক্ত এমত এক চিকিৎসালয় স্থাপন করা অত্যাবগুক । কলিকাতার নকশা অবলোকন করিয়া বিবেচনা করা গেল কলিকাতার নেটিক হাসপাতালের উত্তর দীৰ্ঘে দেড় ক্রোশ এবং প্রস্থে তিন পোয় এতদ্দেশীয় লোকেরদের জটালিকা ও খড়য়া ঘরেতে একেবারে ব্যাপ্ত এই অতিআয়তন স্থানের মধ্যে গরানহাটার ঔষধালয়ব্যতিরেকে রোগোপশমের অন্য কোন উপায় নাই এবং ঐ ঔষধালয়ও মধ্যবৰ্ত্তি স্থানে নহে যদ্যপিও তাহ মধ্যস্থানে থাকিত তথাপি সাধারণ পীড়াজনকসময়ে তাহার দ্বারা ঔষধ যোগান কঠিন । - এই বিষয়ের নিমিত্ত যে টাকার আবশ্যক আছে তাহাতে শ্ৰীযুত স্মিথ সাহেব কহিলেন যে নেটিব হাসপাতালে এইক্ষণে যেমন চলিতেছে এই খরচ দিয়াও মাসে ২২৯৯ উদ্বত্ত থাকে। এবং কুষ্ঠরোগের চিকিৎসালয় রহিত করিতে কল্প আছে তাহ হইলে আরো মাসে ৬১৬ টাকা সৰ্ব্বস্বদ্ধ মাসে ৮৫০ টাকা উদ্ধৃত্ত থাকিবে । এবং এই প্রস্তাবিত জ্বররোগের চিকিৎসালয়ের মাসিক তাবৎ খরচ ঐ টাকা হইলে চলিতে পারে কেবল ভূমি ক্রয়করণ এবং উপযুক্ত আটালিকা নিৰ্ম্মাণার্থ এইক্ষণে কিছু টাকার আবশ্বক । তৎপরে শ্ৰীযুত স্মিথ সাহেব লেখেন স্বদেশীয় সহস্র২ দুঃখি ব্যক্তিরদের স্বাস্থা ও উপকারনিমিত্ত এই মহাব্যাপার সিদ্ধার্থ এই মহানগরবাসি ধনি মহাশয়েরা কদাচ শৈথিল্য করিবেন না। যদি এই বিষয়ে কেহ সন্দেহ করেন তবে আমরা কহিতে পারি যে এই চিকিৎসালয়ে শ্ৰীযুত নওয়াব উজীর ও শ্ৰীযুত রাজা বৈদ্যনাথ ও শ্ৰীযুত শিবচন্দ্র রায় ও শ্ৰীযুত নরসিংহ চন্দ্র রায় ও অন্যান্ত মহাশয়েরা অতিবদান্ততাপূর্বক যে টাকা প্রদান করিয়াছেন তাহা তিনি নিতান্তই অবগত নহেন। এবং এই মহাব্যাপারেতে যে মহোপকারসম্ভাবনা এবং মনুষ্যের যে উত্তম২ স্বভাবের সম্পর্ক আছে ইহাতে কলিকাতা ও মফঃসল নগর ও গ্রামস্থ কি ইউরোপীয় কি এতদ্দেশীয় লোক সকলই ঐক্য হইয়া সাহায্য করিবেন কাহারে শৈথিল্য হইবে এমত বোধ হয় না । পরিশেষে এই বৈঠকে কোন বিশেষবিষয়ক প্রস্তাব হওনেতে উপকার জন্মিবে এই বোধে আমি নীচে লিখিত প্রসঙ্গ করিতেছি । , প্রথম । নেটব হাসপাতালের অধ্যক্ষেরদের এমত বিবেচন। যে কলিকাতা শহরে দেশীয় লোকের বাসস্থানের কোন মধ্যবৰ্ত্তিস্থানে জরের চিকিৎসালয় সংস্থাপন করা নিতান্ত উচিত ।