পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిషిశి মংবাদ গাত্রে মেকালেল কথা দ্বিতীয় । নেটিব হাসপাতাল যে অভিপ্রায়েতে স্থাপিত হইয়াছে অর্থাৎ যথাসাধ্য চিকিৎসার স্বারা দরিদ্র লোকের উপকারকরণ ইহা উপস্থিত ব্যাপারবিষয়ক অভিপ্রায়ের সঙ্গে বিলক্ষণ ঐক্য আছে । তৃতীয় । এইক্ষণে এই চিকিৎসালয়ের নিমিত্ত যে টাকা পাওয়া যাইতেছে তাহাতে চলিত ব্যাপারের খরচসকল যোগাইয়া কল্পিত চিকিৎসালয়ের নিমিত্ত ভূমি ক্রয় ও অট্টালিকা নিৰ্ম্মাণোপযুক্ত টাকা হয় না । চতুর্থ। অতএব এই অবস্থাতে সৰ্ব্বসাধারণ লোকের স্থানে অর্থ প্রার্থনা করা উচিত । পঞ্চম । এই কল্লেতে অভিপ্রায় জ্ঞাপক এক পত্র প্রস্তুত হইয়া ইঙ্গলওঁীয় ও এতদ্দেশীয় সম্বাদপত্রে প্রকাশ হয় । এবং তাহ কলিকাতা শহরে ও মফঃসলে প্রত্যেক নগর ও গ্রামে ইউরোপীয় ও এতদ্দেশীয় লোকেরদিগকে বিতরণ হয় । ষষ্ঠ । উপরিউক্ত প্রস্তাবিত বিষয় সফল করণার্থে নীচে লিখিত মহাশয়েরী সবকমিটিস্বরূপ নিযুক্ত হইলেন । র্তাহারা সকলের নিকটে এইরূপ যাচঞা করিলে কি ফল হয় তাহা হাসপাতালের অধ্যক্ষেরদিগকে জ্ঞাপন করিবেন এবং ঐ অধ্যক্ষেরা পরে বিহিত বিবেচনাপূৰ্ব্বক আজ্ঞা দিবেন বিশেষতঃ । সর এড বার্ড রয়ন সাহেব কলিকাতার লার্ড বিশপ সাহেব সরু জে পি গ্রান্ট সাহেব সভাপতি সি ডবলিউ স্মিথ সাহেব বাবু রামকমল সেন বাবু রাজচন্দ্র দাস বাবু রাধাকান্ত দেব শ্ৰীযুত জে আর মার্টিন সাহেব ডাক্তর এ আর জেকসন । সপ্তম । অছ্যকার কার্য্যসকল গবৰ্ণমেণ্টকে বিজ্ঞাপন করা যায় । শুনিয়া পরমাপ্যায়িত হইলাম যে গত বৃহস্পতিবারে টেনহালে এক বৈঠক হয় তাহাতে অনেক ইউরোপীয় ও এতদেশীয় মহাশয়ের উপস্থিত ছিলেন । এবং তাহাতে ঐ নূতন চিকিৎসালয়ের নিমিত্ত এতদেশীয় মহাশয়েরা একেবারে ১৫০০০ টাকা স্বাক্ষর করিলেন । ( ২৫ জুলাই ১৮৩৫ । ১০ শ্রাবণ ১২৪২ ) বৰ্দ্ধমানের শ্ৰীযুক্ত মহারাজের বদান্ততা —বাঙ্গাল হরকরা পত্রের দ্বারা অবগত হওয়া গেল যে সংপ্ৰতি কলিকাতা নগরের মধ্যে জররোগের যে নূতন চিকিৎসালয় স্থাপনার্থ স্থির হইয়াছে তাহাতে বৰ্দ্ধমানের শ্ৰীযুক্ত মহারাজা দশ সহস্র মুদ্র প্রদান করিয়াছেন । & ! "י, - ( ১৫ আগষ্ট ১৮৩৫ । ৩১ শ্রাবণ ১২৪২ ) আমরা হরকরা সম্পাদকের লিখন প্রমাণে পূর্বে প্রকাশ করিয়াছিলাম বৰ্দ্ধমানের শ্ৰীযুত যুবরাজ জরপীড়ার চিকিৎসালয়ের সাহায্যাৰ্থ দশসহস্র মুদ্রা বিতরণ করিয়াছেন কিন্তু এইক্ষণে খেদিত হইয়া প্রকাশ করিতেছি তিনি এবিষয়ের চাদাতে কিছুই স্বাক্ষরিত করেন