পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ చివ లి নাই পরস্তু আমরা তাহার যেরূপ দানের কথা শ্রবণ করি তাহাতে বোধ হয় এমন উপকার জনক বিষয়ে অবশ্য অধিক সহায়তা করিবেন । উপরি লিখন সমাপ্ত হইলে পর আমরা শুনিলাম ঐ মহারাজ এতদ্বিষয়ে শতসহস্ৰ [৭,০০০] টাকা প্রদানার্থ আপন উকীলকে আজ্ঞা করিয়াছেন ।...জ্ঞানাম্বেষণ । ( ২২ আগষ্ট ১৮৩৫ ৭ ভাদ্র ১২৪২ ) জররোগের চিকিৎসালয় –টেনহালে সংপ্ৰতি জররোগের চিকিৎসালয়ে সবকমিটি সমাগত হইলে শ্ৰীযুত লার্ড বিশোপ সাহেব ও শ্ৰীযুত সর এন্ড বার্ড রয়ন সাহেব ও শ্ৰীযুত সর জে পি গ্ৰাণ্ট সাহেব এবং অন্ত কএক মহাশয় তথায় উপস্থিত ছিলেন । কমিটির অধ্যক্ষ শ্ৰীযুত সি স্মিথ সাহেব চাদার বিষয়ে এক রিপোর্ট পাঠ করিলে জানা গেল যে শেষ বৈঠকের , সময়াবধি কলিকাতা নগরে ৬০ ০০ টাকা স্বাক্ষর হইয়াছে এবং বদ্ধমানের শ্ৰীযুক্ত মঙ্গরাজ ৭০০০ টাকা এবং মুরশিদাবাদের শ্রীযুক্ত নওয়াব ৫০ ০০ টাকা স্বাক্ষর করিয়াছেন অতএব সৰ্ব্বস্নদ্ধ ২৭,৩৬২ টাকা স্বাক্ষর হইয়াছে । অনুমান হয় যে প্রস্তাবিত চিকিৎসালয়ের আবশ্যকতাবিষয়ে এতদ্দেশীয় প্রায় সৰ্ব্বসাধারণ লোকেরদের মধ্যে কিঞ্চিৎ ভ্রাস্তি থাকিতে পারে । অতএব কমিটির সাহেবের অনুমান করিয়াছেন যে শ্ৰীযুত ডাক্তর জাক্সন সাহেব ও শ্ৰীযুত ডাক্তর মাৰ্চণ্ড সাহেবের ভয়ানকরুপ রিপোর্ট প্রকাশ হইলে ঐ ভ্রাস্তি ভ্ৰাস্তিই হইতে পারিবে যেহেতুক তাহাতে প্রমাণ হইয়াছে যে নেটিব হাসপাতাল অর্থাৎ এতদ্দেশীয় লোকের চিকিৎসালয়ের স্থানসঙ্কীর্ণতা প্রযুক্ত প্রত্যহ শত২ রুগ্নব্যক্তি তথাহইতে পরাঞ্জ মুখ হইয়া যাইতেছে। অতএব হুকুম হইল যে এতদ্বিষয়ঞ্জাপক এক২ পত্র এতদ্দেশীয় ধনাঢ্য মহাশয়েরদের মধ্যে বিতরণ করা যায় এবং ভরসা করি যে তাহাতে ধনাঢ্য মহাশয়েরা জানিতে পরিবেন যে জররোগের নূতন চিকিৎসালয়েতে যাহারা উপকারপ্রাপণেচ্ছুক র্তাহারদের কোন ধৰ্ম্মের কি আচার বিচারের ব্যাঘাত হুইবে না । অতঃপরে তাহারা এই বিষয়ে মিথ্য ওজর ও কার্পণ্যরূপ আঘাতে ঐ মুকুলরূপ চিকিৎসালয় মুচড়িয়া না ফেলেন —ইঙ্গলিসমেন । ( ২৬ নবেম্বর ১৮৩১ । ১২ অগ্রহায়ণ ১২৩৮ ) কটকে দুঃখি লোকেরদের উপকার।—সংপ্ৰতিকার ঝড়ে কটক ও বালেশ্বরে যাহারদের অত্যন্তানিষ্ট হইয়াছে তাহারদের উপকারার্থ চাদার টাকা রাখিতে শ্ৰীযুত মাকিণ্টস কোম্পানি স্বীকৃত হইয়াছেন। আমরা অনুমান করি অদ্যপর্য্যস্ত নূ্যনাধিক ষোল শত টাকার চাদায় স্বাক্ষর হইয়াছে। স্বাক্ষরকারিরদের নাম নীচে লেখা যাইতেছে । শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর । 逸 豪 影 & a to শ্ৰীযুত বাৰু মথুরানাথ মল্পিক । 哆 粤 哆 У е о