পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ Rసెన করিয়া তওলীএতনামার নানা বরখেলাব বাইনাচ গীতবাদ্যপ্রভৃতি অত্যাচার করিতে লাগিলেন । উহারদের ঐরুপ অত্যাচার রাজদ্বারে গোচর হওয়াতে গবর্নর কৌন্সেলের আজ্ঞানুসারে সন ১২২৫ সালের ২৫ আশ্বিনে দুই জন পদচ্যুত হইলেন। পরে শ্ৰীযুক্ত সৈয়দ নওয়াব আলী আকবর খ। বাহাদুর আমীন হইয়। গবর্নর কৌন্সেলের আজ্ঞানুসারে রেবিনিউ বোর্ডহইতে এমামবাটীতে প্রেরিত হইলেন । এমত কালে রজব আলী খ৷ ফেীত করেন ও বাকেরআলী খাঁ পাগল হন । কিন্তু আলী আকবর খা বাহাদুর আমীন হইয়া ঐ এমামবাটীর কৰ্ম্মসকল স্বশস্থলরূপে নিৰ্ব্বাহ করাতে শ্ৰীযুক্ত গবর্নর কৌন্সেল তুষ্ট হইয়া দুই মতবল্লীর কৰ্ম্মে উর্হাকে নিযুক্ত করিলেন। শ্ৰীযুক্ত মতবল্লী সাহেব অদ্যাবধি যথারীতি ঐ বাটীর কৰ্ম্ম সকল নিৰ্বাহ করিয়া স্বচ্ছন্দে পরমানন্দে কালযাপন করিতেছেন ।... সম্পাদক মহাশয় উক্ত মহাশয় লিথিয়াছেন ঐ ৬ বাটীতে পূৰ্ব্বে চিকিৎসালয় ছিল ন! সাহেবান লোকেল এজেণ্ট অন্যান্য বিষয়ের খরচের অল্পতা করিয়া চিকিৎসালয় স্থাপিত করিয়াছেন কিন্তু এতন্নগরে অনেক বিজ্ঞতম লোক জ্ঞাত আছেন যে পূৰ্ব্বাবধিই স্থাপিত অাছে এবং আমলাগানাদি দীনহীন দরিদ্র পোষণার্থ যে চারি অ’ শ তাহারি দীনহীন দরিদ্র পোষণার্থ অংশের কিয়দংশে ঐ দীনহীন দরিদ্র ব্যক্তিদিগের ব্যাধি বিমোচন হেতুক নিৰ্ব্বাহ হইয়া থাকে । অনুমান করি উক্ত মহাশয় তাহা জ্ঞাত না হইবেন জ্ঞাত হইলে অবশ্যই লিথিতেন যাহা হউক। উক্ত মহাশয়ের জ্ঞাপন কারণ লিখিলাম আর উক্ত স্থানে অধুনাও একটা ইঙ্গরেজী স্কুল আছে তাহাও কিছুমাত্র লিখেন নাই । সম্পাদক মহাশয় উক্ত মহাশয় আর লিখিয়াছেন যে আমরা আপন গরজের কথা লিখিয়াছি তাহাতে নিবেদন মহাশয় যাহাতে সাধারণের উপকার সম্ভাবনা আছে এমত যে গরজের কথা তাহণ কি বিশিষ্টজনগণের অগণনীয় কৰ্ম্ম । আর লিখিয়াছেন যে হাজিবাহাদুরের উইলের মতানুসারে ঐ সঞ্চিত ধন নয় অংশেই কেবল পৰ্য্যাপ্ত হয় গবর্নর কৌন্সেলে এমত এক দরখাস্ত হইয়াছে । অতএব বিদ্যালয় স্থাপিত হইবার প্রসক্তি কি আছে তাহাতে নিবেদন যে এবিষয় আমরা জ্ঞাত আছি কিন্তু সরকার সাহেবান লোকের এমত অভিমত হইয়াছে যে সংবদ্ধিতরূপে স্থাপিত করা যাউক...। কেষাঞ্চিৎ প্রতাপপুরনিবাসী ছাত্রাণাং ! তারিখ ১৭ ভাদ্র । - ( ২ জুলাই ১৮৩৬ । ২৩ আষাঢ় ১২৪৩ ) হুগলির এমামবাটী।~~ ... ঐ এমামবাটী মহম্মদ মহসীন স্থাপন করিয়া তাহার ব্যয়ের নিমিত্ত স্বীয় তাবৎ সম্পত্তি দিয়া যান। ঐ সম্পত্তি যশোহর জিলাতে সৈয়দপুর পরগনা ঐ অধিকারের রাজস্ব দিয়াও লক্ষ টাকা থাকে এতদ্ভিন্ন ও নিকটবর্তি জিলাতে কতক ক্ষুদ্র২ জমিদারী প্রদান করেন। পরে তিনি স্বীয় দান পত্রে এমত নির্দিষ্ট করিয়া যান যে জমিদারীর বার্ষিক উৎপন্ন টাকার নয় আনার মধ্যে সাত অানা ধৰ্ম্মকৰ্ম্মার্থ এবং যে কএক ব্যক্তিরদিগকে মুশাহের দিতেন তাহারদিগকে দানার্থ এবং ঐ এমামবাটার ব্যয়ার্থ খরচ হয় এবং অবশিষ্ট