পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లించి সংবাদপত্রে সেকালের কথা ( ৫ অক্টোবর ১৮৩৩ । ২০ আশ্বিন ১২৪০ ) কলিকাতায় দিস্ত্রিজ্ঞ চারিটবল সোসৈটি —সৰ্ব্বজাতীয় দরিদ্র লোকেরদের উপকারার্থ কএক বৎসরাবধি কলিকাতায় দিস্ত্রিজ্ঞ চারিটাবল সোসৈটিনামক যে এক সমাজ নিযুক্ত হইয়াছে ইহা প্রায় সকলই জ্ঞাত অাছেন । ঐ সোসৈটিতে এক সাধারণ কমিটি এবং কলিকাতার প্রত্যেক পল্লীর নিমিত্ত সহকারি পল্লীয় একই কমিটি আছেন । - সাধারণ কমিটির মধ্যে এই২ সাহেবেরা নিযুক্ত কলিকাতার শ্ৰীযুত লার্ড বিশোপ সাহেব ও সুপ্রিম কৌন্সেলের অন্তঃপাতি শ্ৰীযুত সাহেবেরা ও স্কপ্রিম কোর্টের শ্ৰীযুত জঞ্জ সাহেবের ও নানাপল্লীয় কমিটির অন্তঃপাতি লোকেরা । এবং যে মহাশয়েরা বর্ষে২ ঐ সোসৈটিতে ১০০ টাকা করিয়া প্রদান করেন র্তাহার । যে লভোর উপরে সোসৈটির নির্ভর আছে তাহ এই ২ । ৮ প্রাপ্ত জেনরল भार्न সাহেবের ও ৮ প্রাপ্ত বারাটো সাহেবের ও ৮ প্রাপ্ত চার্লস উএষ্টন সাহেবের দত্ত মুদ্রার উপস্বত্ব এবং গবৰ্ণমেণ্টের দত্ত মাসিক আট শত টাকা এবং গির্জাঘরে গির্জা হওনোত্তর প্রাপ্ত মুদ্রা এবং হিতৈষি ব্যক্তিরদের প্রদত্ত ধন । তন্মধ্যে শ্ৰীলশ্ৰীযুত লার্ড উলিয়ম বেন্টঙ্ক সাহেব মাসিক ৫০০ টাকা ও শ্ৰীযুত সর চার্লস মেটকাপ সাহেব বার্ষিক ১০০০ টাকা প্রদান করেন । গত বৎসরে অর্থাৎ ১৮৩২ সালে ৩৯,৭৩৫ টাকা ঐ সোসৈটির দ্বারা বিলি হয় ঐ টাকা প্রায় তাবৎ অতিবৃদ্ধ ও জীর্ণ সৰ্ব্বজাতীয় দরিদ্র লোকেরদিগকে মাসিকরূপে বিতরণ হইল তন্মধ্যে শত২ হিন্দু ও মুসলমান উপকার প্রাপ্ত হন। শ্ৰীযুক্ত সর এড বার্ড রৈয়ন সাহেব সাধারণ কমিটির সভাপতি । গত আপ্রিল মাসে ঐ সাধারণ কমিটি এই নিৰ্দ্ধার্য্য করিলেন যে কলিকাতানিবাসি এতদেশীয় দরিদ্র লোকেরদিগকে মুশাহের দেওয়া বা উপকারকরণের পারিপাট্য হওনার্থ নানা পল্লীয় কমিটির অতিরিক্ত এক সব কমিটি নিযুক্ত হন । তাহাতে এক কমিটি নিযুক্ত হইল এবং শ্ৰীযুত কাপ্তান বর্চ সাহেব তাহার সভাপতি হইলেন । এবং পাচ জন ইউরোপীয় ও ৩২ জন এতদেশীয় মহাশয়েরা কমিটির অন্তঃপাতী হইলেন এবং শ্ৰীযুত থিবস সাহেব সেক্রেটরী ও ঐযুত মরিসাহেব খাজাঞ্চী হইলেন। এতদেশীয় মহাশয়েরদের মধ্যে কেহ২ অতিবদান্তত পূর্বক ঐ চাদাতে ধন দান করিয়াছেন এবং আমারদের ভরসা হয় যে র্তাহারদের এই অতিপ্রশংস্ত কাৰ্য্য দৃষ্টে অন্যান্য পরহিতৈষি এতদ্দেশীয় মহাশয়েরাও তদন্থগামী হইবেন। এই চাদার অভিপ্রায় এই যে অন্ধ ও নিরুপায় খঞ্জ ও অতিজীর্ণ বৃদ্ধ ব্যক্তিরদের উপকার হয় । লিখিতপ্রকার দরিদ্র ব্যক্তিরদের আবেদন গ্রহণ করিতে সেক্রেটরীসাহেব সততই প্রস্তুত আছেন এবং প্রতারকেরদের উপকার না হয় এতদৰ্থ প্রত্যেক দরখাস্ত লইয়া