পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जञोख NOණ්vව්‍ර অতিসূক্ষ্মরূপে বিবেচনা করা যাইতেছে এবং অতিযোগ্য ব্যক্তিব্যতিরেকে অন্য কণহারো উপকার করা যায় না । উপকারপ্রাপণার্থ যত দরখাস্ত পড়ে তাহার বিবেচনাকরণার্থ কমিটি বুধবারাস্তরিত বুধবারে কলিকাতার টেনহালে সাড়ে পাঁচ ঘণ্টার সময়ে সমাগত হন। ঐ কমিটি দ্বারা এইক্ষণে এক শতেরও অধিক হিন্দু ও মুসলমানেরদের মুশাহের নিযুক্ত হইয়াছে। ঐ সবকমিটির নিয়মের নীচে লিখিতব্য চুম্বক প্রকাশ করা যাইতেছে । যোয়ান মর্দব্যক্তিরা উপকার প্রাপ্ত হইবে না কিন্তু বিশেষ২ গতিকে তাহারদের দরখাস্ত সাধারণ কমিটিতে অপণ হইবে । কোন ভিক্ষাব্যবসায়ী উপকৃত হইবে না এবং যদ্যপি কোন বৃত্তিভোগিব্যক্তি কমিটির স্থানে টাকা লইয়া অন্যত্র ভিক্ষণ করে তবে তাহার নাম ফর্দহইতে উঠান যাইবে যেহেতুক কমিটিহইতে যে মুশাহের প্রদত্ত হয় তাহাই প্রচুর এমত বোধ করিতে হইবে । এতদেশীয় কুষ্ঠরোগিরদের নিমিত্ত চিকিৎসালয়ে এতদ্দেশীয় কোন কুষ্ঠিব্যক্তি গমন করিতে অস্বীকৃত হইলে কোন উপকার পাইবে না । এই কমিটির কার্ধ্যের এলাকার যে২ সীমা নির্দিষ্ট হইয়াছে তাহার বহিস্থিত ব্যক্তিরা উপকৃত হইবে না এবং যে ব্যক্তি মুশাহেরা পাইবে সে যদি ঐ সীমার বাহিরে বাস করে তবে ঐ এলাকার সীমার মধ্যে না আসাপৰ্য্যস্ত তাহার মুশাহের বন্দ হইবে । এই কমিটির অন্তঃপাতি ভিন্ন২ ব্যক্তি স্বাতন্ত্র্য কণহারো উপকার করিতে পারিবেন না কিন্তু দরখাস্ত পাওনের পর কমিটির বৈঠকে প্রত্যেক দরখাস্ত উপস্থিত করিতে হইবে তাহাতে ঐ অর্থিরদিগকে যাহা দেয় তাহা নির্ণয় করা যাইবে । মুশাহেরা দেওনের এই রীতি স্থির হইল । যখন কোন ধনহীন ভিক্ষার্থী উপস্থিত হইবে তখন শ্ৰীযুত সেক্রেটরীসাহেবের মুহুরির তাহার বিশেষ২ চিহ্ন এবং তাছার আয়ুর বিবরণাদি সংক্ষেপে লিখিয়া তৎপল্লীর তত্ত্বাবধারকের নিকটে পাঠাইবেন এবং তিনি ঐ ভিক্ষার্থির নিবাস নিশ্চয় করিয়া ঐ ফর্দের উপরে আপন নমি সহী করিয়৷ ঐ পল্লীর অধ্যক্ষের নিকটে প্রেরণ করিবেন এবং তিনি তদ্বিষয় অমুসন্ধান করিয়া রিপোর্ট পাঠাইবেন এবং ঐ রিপোর্ট কমিটির বৈঠকের দুই দিন পূৰ্ব্বে সেক্রেটরীসাহেবের নিকটে প্রেরিত হইবে এবং ঐ বৈঠকে ঐ ভিক্ষুক ব্যক্তির উপস্থিত হইতে হইবে । - সোসৈটির অস্তঃপাতি যে২ মহাশয়ের নানা পল্লীর অনুসন্ধান করেন তাহারদের नांभ ७झें२ ।। শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর । শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর । শ্ৰীযুত বাবু বিশ্বনাথ মতিলাল । শ্ৰীযুত বাবু রাধাপ্রসাদ রায়। শ্ৰীযুত বাবু রসময় দত্ত। শ্ৰীযুত বাবু রাধানাথ মিত্র। শ্ৰীযুত বাবু রামচন্দ্র গাঙ্গুলি শ্ৰীযুত বাবু রামলোচন ঘোষ। শ্ৰীযুত বাৰু