পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ weea মাণিকতলা এই সকল স্থানের মধ্যে২ চারিট বৃহৎ পুষ্করিণী খনন করিয়া দিব এবং আমি নিশ্চয় জানি যে নগরস্থ অন্যান্য ধনাঢ্য মহাশয়েরাও তত্ত্ব ল্য ব্যয়ে পুষ্করিণী খনন করিতে প্রস্তুত আছেন । এই স্থযোগে এইক্ষণে বৈঠকে জ্ঞাপন করিতেছি যে এই অগ্নিতে যাহারদের ঘরদ্বার পুড়িয়া গিয়াছে তাহারদের যৎপরোনাস্তি ক্লেশ হইতেছে । এই বেচারারদের মধ্যে অনেকেরই সৰ্ব্বস্ব গিয়াছে ঘর প্রস্তুতকরণের কোন যোত্র নাই তাহারা অনাহারেই মরিতেছে যদ্যপি গবর্ণমেণ্ট এপর্য্যন্তও তাহারদের উপকারার্থ কিছু দেন নাই তথাপি আমি জানি তাহারদিগকে অবশুই কিছু২ দিবেন কিন্তু সৰ্ব্বসাধারণ লোকেরই এই বিষয়ে উপকার করা উচিত । আমি জানি এতদ্বিষয়ে যদি পরিমিতরূপে বিতরণ করা যায় তবে অনেকই প্রচুর দান করিতে সম্মত আছেন অতএব আমার পরামর্শ এই যে এতদৰ্থ এক কমিটি নিযুক্ত হন এবং র্তাহারদের নিকটে যাহারা দুরবস্থ হইয়া উপকার প্রার্থনা করে তাহারদের অবস্থার বিষয় সত্যাসত্য নির্ণয় করিয়া প্রকৃত দায়গ্রস্ত ব্যক্তিরদিগকে উপযুক্তমত দান করিতে ক্ষম হন এবং শহর ও শহরতলির তাবক্তথ্যবিষয় র্যাহারা জ্ঞাত আছেন এমত ব্যক্তিরা এবং পোলীসের স্থপরিন্টেগুেণ্ট সাহেবও ঐ কমিটিতে নিযুক্ত থাকেন । গবর্ণমেণ্টকে অতিশক্তিরূপে কমিটির সাহেবেরদের জ্ঞাপন করা উচিত যে উত্তর কালে খাপরেল ঘরব্যতিরেকে একখানিও খডুয়া ঘর কেহ না করিতে পারে যদি কেহ বোধ করেন যে খডুয়া ঘর অপেক্ষ খাপরেলে অধিক খরচ হয় সে ভ্ৰমমাত্র বিশেষতঃ এইক্ষণে থাপরেল ঘর করা আরো অল্প খরচে হইতে পারে যেহেতুক তাবৎ খড়ুয়া ঘর পুড়িয়া যাওয়াতে খড় একেবারে অগ্নিমূল্য হইয়াছে । গড়ে অনুমান করিলাম যে খড়ুয়াঘর অপেক্ষা থাপরেলে হুদমুদা দেড় বা দুই টাকা অধিক লাগিতে পারে। কেহ২ কহেন যে খডুয়াঘর অপেক্ষণ খাপরেলে অধিক তাপ লাগে তৎপ্রযুক্ত পীড়া জন্মে কিন্তু মান্দ্রাজ ও বোম্বাইতে দেশীয় তাবৎ লোকের ঘরই থাপরেল সেই স্থানে কখন অগ্নিদাহ কি কোন রোগ হইয়াছে এমত শুনা যায় নাই । - এই বৈঠকের বিবেচনার্থ অনেক২ বিষয় উপস্থিত আছে তাহাতে সকলের সম্মতি বা অসম্মতি হইতে পারে কিন্তু এই প্রস্তাবিত বিষয়ের বিবেচনাতে আমার সঙ্গে সকলেরই ঐক্য আছে যে দীন দরিদ্র ব্যক্তিরদের উপকারার্থ অতিশীঘ্ৰ কোন উপকার না করিলেই मध्न |WikitanvirBot (আলাপ)-प्ले দিস্ত্রিত্ত চারিটাবল সোসৈটির এতদেশীয় মেম্বর আমরা এইক্ষণে জ্ঞাপন করিতেছি যে এতদ্দেশীয় লোকেরদের মধ্যে যাহারা দরমার বেড়ার খডুয়া ঘরে বাস করে তাহারা তাহ খাপরেল ঘর অপেক্ষা অধিক ভাল বোধ করে না কিন্তু খডুয়া ঘর অল্প খরচে হয় অতএব