পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ \లిaS) সোসৈটিকে লক্ষ টাকা প্রদান করিয়াছেন । ঐ টাকার স্বদের দ্বারা বহুতর দীনহীন ব্যক্তিরদের আহার নির্বাহ হয় এতদৰ্থ ঐ টাকা সোসৈটিকে উপযুক্ত বন্ধক স্বরূপ ভূমির দ্বারা দত্ত হইয়াছে । এই টাকা স্বতন্ত্র জমা থাকিবে এবং দ্বারকানাথ ফগুনামে বিখ্যাত হইবে

  • যেহেতুক এইরূপ যে মহানুভব মহাশয়ব্যক্তি টাকা প্রদান করেন র্তাহার নাম ঐ মহাদানের

সঙ্গে চিরস্মরণীয় হইবে । ( ১৬ মার্চ ১৮৩৯ । ৪ চৈত্র ১২৪৫ ) আমরা শ্রবণ করিতেছি যে দেশস্থ শ্ৰীযুত বাবু রসময় দত্ত অন্ধ ও কাঙ্গালির প্রতিপালন নিমিত্ত ডিকটি চেরিটিবেল স্থসাইটিতে যে মুদ্রণ আছে তাহার উত্তমরূপে বন্দোবস্ত করণে প্রবর্ত হইয়াছেন । তিনি পরামর্শ দিয়াছেন, যে চারিট কমিটি করিয়া ঐ সভার অধ্যক্ষেরা এদেশের চারি অংশ বিহিত করিয়া তদারক করেন ঐ সভা শুভ করণ জন্য মেম্বরেরা কিঞ্চিৎ মুদ্রণ দিয়া সাহায্য করিবেন ঐ কমিটির এতাদৃশ শক্তি থাকিবেক যে স্বীয়২ অংশে তলব ঐ দীন ব্যক্তিদিগের বাটিয়া দিবেন পূৰ্ব্বে যাদৃশ গরিবেরা দুঃখ প্রাপ্ত হইত তদপেক্ষ ইদানী কেবল নূ্যনত হইবেক তাহারদিগের বাসস্থানে সন্নিধানে ঐ তলব প্রাপ্ত হইবেন ঐ অধ্যক্ষেরা সকলেই বিভাগরূপে ক্লেশ স্বীকার করিবেন তজ্জন্ত আমরা তাহারদিগকে প্রশংসা করি কিন্তু ইহাতে ঐ কমিটির পরিশ্রম লাঘব হইবেক এমত নহে অপর এতদেশীয় লোকেরা এতৎ বিষয় আকুকুল্য করিতে উষ্ঠত হইবেন কিন্তু যৎকিঞ্চিৎ দিবেন তাহা তাহারা স্বকীয় হস্তে দিতে পারিবেন পরস্তু স্বহস্তে দানকরণে সুতরাং প্রবৃত্তি হইবেক আমরা এতৎ লিখনাবসরে শুনিলাম যে শ্ৰীযুত বাৰু মতিলাল শীল কুষ্ঠী ব্যক্তিদিগের বাস নিমিত্ত মুজাপুরে একটা স্থান দান করিয়াছেন এবং রোস্তমজি কায়াসজি ঐ নিমিত্ত খোলার ঘর নির্মাণ করণে উদ্যুক্ত হইয়াছেন ঐ সভা অর্থাভাবে ভারাক্রাস্ত হইয়াছেন তজ্জন্ত সাহস করি যে দীন দরিদ্রকে অন্নদান করিলে ধৰ্ম্ম হয় এতৎ বিবেচনা পূর্বক দেশস্থ লোকেরা অর্থদান করতঃ আহুকুল্য করিবেন । ঐ রোগী দীন ব্যক্তির অর্থাভাবে তাচ্ছল্যরূপে মৃতের ন্যায় রহিয়াছে এ অতি লজ্জাকর । [ জ্ঞানান্বেষণ ] ( ৭ সেপ্টেম্বর ১৮৩৩ । ২৩ ভাদ্র ১২৪০ ) .বৰ্দ্ধমানের শ্ৰীলক্রযুক্ত মহারাজ ও র্তাহার পরিবারের ব্যাপারবিষয়ক সম্বাদ আপনার বহুমূল্য দর্পণে মধ্যে২ প্রকাশ হইয়া থাকে। র্তাহারদের অতুল সম্পত্তি ও দয়ার্জচিত্ততার বিষয়ে বিলক্ষণ স্থখ্যাতি হইয়াছে এবং আমারো অবশু বক্তব্য যে র্তাহারা সৰ্ব্বত্র সকলেরই প্রশংস্ত বটেন । ঈশ্বরকতৃক ধনি প্রধান ব্যক্তিরা অনুগ্রহীত হইয়া উপযুক্ত কার্যকরত যে ভার প্রাপ্ত হইয়াছেন তাহা তাহারাই প্রাপণের যোগ্য বোধ হয় অতএব শ্ৰীযুক্ত মহারাজ ও শ্ৰীযুত দেওয়ান প্রাণচন্দ্র বাবু ও তাহার পুত্রেরা তদনুরূপই বটেন যেহেতুক এই