পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जश्रtउ \రిషా কিন্তু ধৰ্ম্মসভা প্রকৃত ধৰ্ম্মার্থ কিঞ্চিদ্বিত্তব্যয় করিয়াছেন কি না বলিতে পারি না । যদি কহেন সতী ভিক্ষার চাদায় তাহারা অনেক ধন দিয়াছেন একথা যথার্থ বটে কিন্তু সে টাকা বেথি সাহেবের ও চন্দ্রিকাকারের উদরায় স্বাহ হইয়াছে। তাহার এক মুদ্রাও প্রকৃত ধৰ্ম্মার্থে ব্যয় হয় নাই । গত বংসর আমার অনেক মিত্রেরা বলিয়াছিলেন দ্বারকানাথ ঠাকুরের হোস আর থাকে না অল্পদিনের মধেই দেউলিয়া হইবে । কিন্তু আমি তাহ বিশ্বাস করি নাই এইক্ষণে ঐ বন্ধুগণ দেখুন তাহার ছয় সাত মাস পরেই বাবু হোসকে স্বচ্ছন্দরূপ রাখিয়া দিস্ত্রিব্রু চেরিটেবেল সোসৈটিকে লক্ষ টাকা দিয়া বাষ্পীয় জাহাজে পশ্চিমে গমন করিলেন আমি শুনিতেছি বাবু পীড়িত হইয়া বায়ু সেবনাৰ্থ যাত্রা করিয়াছেন এবং লক্ষ্মণেীতে কিঞ্চিৎকাল থাকিয়া গ্রীষ্মকালে হিমালয়ে অবস্থান করিবেন । বৰ্দ্ধমান বাসি দর্পণ পাঠকস্ত । ( ৩ মার্চ ১৮৩৮ । ২১ ফাস্তুন ১২৪৪ ) পশ্চিম দেশীয় দুর্ভিক্ষের প্রতিকার –সংপ্ৰতি পশ্চিম দেশে যে দুর্ভিক্ষ হইয়াছে তাহার উপশমকরণের বিবেচনার্থ গত বুধবার অপরাহ্নে টেনহালে এক সভা হয় । বিশেষতঃ অপরাহ্ন পাচ ঘণ্টা সময়ে ১৫০ জনেরো অধিক কলিকাতাস্থ প্রধান২ সাহেব লোক ও এতদেশীয় বহুতর সম্বাস্ত ধনি মহাশয়ের সভাগত হইয়াছিলেন তাহাতে শ্ৰীযুত লার্ড বিশাপ সাহেব সভাপতি হন । . . . শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর.কহিলেন যে আমার একজন মিত্র শ্ৰীযুত বাৰু নীলমণি দেব ঐ কষ্টের সম্বাদ পাইয়া দীনহীন লোকেরদের আহারার্থ ৫০০ টাকা গবর্ণমেণ্টের নিকটে অর্পণ করিয়াছেন এবং শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুরও আজ্ঞা করিয়া যান যে ঐ ক্লেশোপশমার্থ কলিকাতার মধ্যে যদি কোন উদ্যোগ হয় তবে আমার খরচেও ৫০০ টাকা দেওয়া যাইবে।” শ্ৰীযুত সর এড় বার্ড রয়ন সাহেব শ্ৰীযুত রষ্টমজি কওয়াসজির দ্বারা যে চাদ হইয়াছিল তাহার এক ফর্দ দেখাইলেন । ঐ ফর্দে এই সকল ভারি টাকার সহী ছিল । গয়কবরের উকীল শ্ৰীযুত বেণিরাম উদিতরাম হিম্মত বাহাদুর . ২০০০ শ্ৰীযুত রষ্টমজি কওয়াসজি & g a 3 * * * > o. c, a শ্ৰীযুত রষ্টমজি কওয়াসজির পুত্ৰ 咏 如 s & · # to o কাণ্টনের দাদাভাই ও মাণিকজি রষ্টমজি * * * ... © a o শ্ৰীযুত ওয়ালজি রষ্টমজি ও কলনজি * * * - - - & о о মির্জাপুরস্থ শ্ৰীযুত বাবু বংশীধর মনোহর দাস . ャ・・ 。登 ? শ্ৰীযুত বাবু রমানাথ ঠাকুর ● 毫 ● * * * У o e ( ১৭ মার্চ ১৮৩৮ । ৫ চৈত্র ১২৪৪ ) পরমপূজনীয় শ্ৰীযুত চন্দ্রিক প্রকাশক মহাশয় শ্ৰীচরণেষু —২৪ ফেব্রুআরির দর্পণে