পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২০ *मgदTन =>{<टd Gञोबैक्लोरलाद के £2i বৰ্দ্ধমান বাসি দর্পণ পাঠকস্ত ইতি স্বাক্ষরিত এক পত্র প্রকাশ হয় তাহার তাৎপৰ্য্য শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুরের তুল্য দাতা এতদ্দেশে আর কেহ জন্মে নাই পরোপকার অনেক করিয়াছেন তথাচ তাহার রাজা উপাধি গবর্ণমেণ্ট কর্তৃক কেন হইল না। দ্বিতীয় ধৰ্ম্মসভাস্থ ব্যক্তি সকল কেবল পবিত্র স্থানে পবিত্রান্ন ভোজন মাত্র করেন দেবদেবীকে ফুল বিল্বপত্র দেন আর সাধারণোপকার ইহারা কিছুই করেন না ইত্যাদি যাহা লিথিয়াছেন ঐ কথা যদি কেবল বাঙ্গাল সমাচার পত্রে প্রকাশ হইত তবে উত্তর দিবার আবশ্বক থাকিত না কেননা এতদ্দেশে বৈকুণ্ঠবাসী মহারাজ ক্লষ্ণচন্দ্র রায় এবং বৰ্দ্ধমানাধিপতি নাটোরের রাজা মহারাজ নবকৃষ্ণ বাহাদুর দেওয়ান রামচরণ রায় দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ যশোহর নিবাসী মহারাজ শ্ৰীকণ্ঠ রায় বাহাদুর দেওয়ান কৃষ্ণরাম বস্তুজ বাবু মদনমোহন দত্তজ ও মহারাজ সুখময় রায় বাহাদুর বাবু গঙ্গানারায়ণ সরকার প্রভৃতির দাতৃত্ব শক্তি ও ಘೆ সকলেই জানেন গয়াধামের রামশিলা প্রেতশিলা ও চন্দ্রনাথ পৰ্ব্বতের সোপান এবং কলিকাতাবধি শ্ৰীশ্ৰীক্ষেত্ৰধাম পৰ্য্যস্ত রাস্তা ও সেতুতে কত লক্ষ টাকা ব্যয় ইহার ইতিহাস কি ঐ পত্র প্রেরকের কর্ণকুহরে প্রবিষ্ট হয় নাই । যদি বল বহুকাল গত হইয়াছে ইহা সত্য কিন্তু তাহার উচিত ছিল না যে কস্মিনকালে কেহ করেন নাই এমত লেখেন অতএব পূর্বের সঙ্গে তুল্য না হউক পরের কথা দুই তিন লক্ষ টাকা ব্যয় এক২ কৰ্ম্মোপলক্ষে করিয়াছেন এমত মনুষ্যও অনেক হইয়া গিয়াছেন এইক্ষণে লক্ষ বা ৫০ হাজার টাকা ব্যয় করিয়া শ্রাদ্ধাদি কৰ্ম্ম সম্পন্ন করিয়াছেন ইহা তত্ত্ব করিলে অনেক পাইবেন । অপর ইঙ্গরাঞ্জদিগের ধারা মতে যে সকল চাদ হইয়াছে তাহাতেও ঠাকুর বাবু ভিন্ন অনেক হিন্দু ধাৰ্ম্মিক টাকা দান করিয়াছেন পত্রপ্রেরক সেই সকল অনুসন্ধান করিয়া দেখিলেই জানিতে পারিবেন । অপর ডিষ্টিকূট চেরিটেবিল সোসাইটির নিমিত্ত এক লক্ষ টাকা দান করিয়া গিয়াছেন ইহা এক ব্যক্তিকে দিয়াছেন এমত নহে নগর মধ্যে অন্ধ অতুর সহায়তীন দীন দুঃখীদিগের উপকারার্থে যে সমাজ স্থাপিত আছে তাহাতে অনেকেই দান করিয়াছেন সেই ফণ্ডে এক লক্ষ টাকা দিয়াছেন কিন্তু আমি শুনিয়াছি ঠাকুর বাবু আপন অভিপ্রায় লিখিয়া গিয়াছেন মাত্র তাহার বিষয় নিৰ্ব্বাহকদিগের উপর ভার আছে তাহারা দিবেন কিন্তু কবে দিবেন সে টাকা হইতে কাণ খোড়ারদিগের উপকার কবে হইবে তাহার নিশ্চয় হয় নাই । বৈকুণ্ঠবাসি বাবু রামদুলাল সরকার দুষ্ট লক্ষ টাকা পুত্রদিগের নিকট স্বতন্ত্র রাখিয়া গিয়াছেন ঐধনের বৃদ্ধি হইতে দীন দরিদ্রগণ আহার পাইবেক তাহাতে নগর বা পল্লীগ্রামস্থের বিশেষ নাই আমি ক্ষুধাৰ্ত্ত বলিয়া বেলগেছিয়ার বাগানে উপস্থিত হইলে ক্ষুধা নিবৃত্তি করিয়া দেন ইহাতে কত লোকের উপকার হইতেছে তাহা কি ঐ মহাশয় জানেন ন। তিনি ঠাকুর বাবুর প্রশংসা শত মুখে করুন তাহাতে দ্বেষ করি না কিন্তু এতদ্দেশীয় আর এমত কেহ নাই ইহ লেখা উচিত ছিল না চঞ্জিকা ।