পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২২ মgবাদ পত্রে মেনকালের কথা ( ২০ এপ্রিল ১৮৩৯ , ৮ বৈশাখ ১২৪৬ ) vপ্রাপ্ত নীলমণি দের বদান্তত —সম্প্রতি যে নীলমণি দে লোকান্তর গত হইয়াছেন তিনি মৃত্যুর পূৰ্ব্বে এতদ্দেশীয় সরকারী কৰ্শ্বকারকেরদের পরিজনের ভরণ পোষণার্থ পেনসিয়নের চাদাতে ১০১২ টাকা প্রদান করিয়াছেন । ঐ মহাশয় নিজে আঙ্কোন্টাণ্ট জেনরল আপীসে কেরাণিগিরি কৰ্ম্ম করিতেন । ( ১৮ মে ১৮৩৯ । ৫ জ্যৈষ্ঠ ১২৪৬ ) অতি কীৰ্ত্তিমস্ত বাবু নীলমণি দেবের মৃত্যু হওয়াতে এতদেশীয় ও ইংলওঁীয়দিগের অত্যস্ত সংতাপ হইয়াছে কারণ তাহার উইল বিষয়ে আমরা এক প্রামাণ্য পরি প্রাপ্ত হইয়া প্রকাশ করি কিন্তু বোধ করি যে সকলেই মনোযোগ পূর্বক তাহ পাঠ করিবেন এবং প্রার্থনা করি যে তাহারাও তদনুরূপ হউন । # উক্ত বাবু সিক্কা ১৬০ সাড়ে ষোল হাজার টাকার মূল্যের বাট ঘর দীন হীন উদ্দেশে পরিত্যাগ করিয়া নিয়ম করিয়াছেন যে ঐ বাটী দ্বয়ের যে উপস্বত্ব তাহাকে থিটেরাল সোসাইটির অধ্যক্ষ [ vestry of the Cathedral ] দ্বারা দীন হীন দিগকে প্রদত্ত হইবে । আরো নিয়ম করেন ষে ঐ বিষয় উক্ত সোসাইটির অধ্যক্ষগণের করস্থে থাকুক কিম্বা বিষয় বিক্রয় করিয়া তাহারা কোম্পানির কাগজ করিয়া আপনারদিগের হস্তে রাখিবেন । এবং তাহার উপস্বত্ব পশ্চাদ্বন্তি লিখিত প্রকারে ব্যয় হইবে । তাহার মধ্যে এই এক যে অনাথা, দীন দিগকে প্রদানার্থ তৎ সভাধ্যক্ষ হন্তে কোং এক সহস্র মুদ্রা দেওয়া যাইবে অপর দীন হীন সহায় হীন বালক বালিকাদিগের বিদ্যাভ্যাস কর্ণার্থ কোং এক সহস্র মুদ্রা প্রদত্ত হইবে। আর এতদেশীয় ছয় তীর্থ স্থানে নবদ্বীপ গয়া প্রয়াগ কাশী শ্ৰীবৃন্দাবন শ্ৰীক্ষেত্র এই সকল স্থানে ছয় হাজার টাকা দিবেন এতদ্ভিন্ন পঞ্চ সহস্র মুদ্র স্বীয় ভাৰ্য্যার ব্যয় উদেশে রাথিয়াছেন যে তাহার জীবনের মঙ্গলার্থ শ্ৰীবৃন্দাবনবাসি দিগকে প্রদান করিবেন — জ্ঞানান্বেষণ । ( ২৬ জানুয়ারি ১৮৩৯ । ১৪ মাঘ ১২৪৫ ) বিবিধ সম্বাদ —সম্প্রতি বাবু দ্বারকানাথ ঠাকুর শ্ৰীযুত পাদরি ডফ সাহেবের বিদ্যালয়ের সাহায্যার্থ ২০০ টাকা স্বাক্ষর করিয়াছেন । ( ৯ ফেব্রুয়ারি ১৮৩৯ । ২৮ মাঘ ১২৪৫ ) নূতন রাস্থা –শ্রত হওয়া গিয়াছে যে হুগলিহইতে ধন্যাখালি পৰ্য্যস্ত নূতন এক রাস্ত প্রস্তুত হইতেছে ইহাতে জিলাস্থ লোকেরদের মহোপকার হইবে। ঐ রাস্ত ছয় ক্রোশ দীর্ঘ হইবে তাহতে প্রায় ১৫০ বন্দুয়ানেরা [ কয়েদীর ] প্রত্যহ রাস্তাতে কৰ্ম্ম করিতেছে আমরা