পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ৩২৫ ( ২১ ডিসেম্বর ১৮৩৯ । ৭ পৌষ ১২৪৬ ) এতদ্দেশীয় লোকেরদের বদান্তত —আমরা অত্যস্ত আহলাদ পূর্বক জ্ঞাপন করিতেছি যে সেতারার নূতন রাজা বোম্বাইর নিকটবর্তি পৰ্ব্বতের মধ্যস্থ মহাবলেশ্বর নামক অতি , সুখদ স্থানে এক পুষ্করিণী খনন করণেতে দশ সহস্র মুদ্রা ব্যয় করিবেন । সেই স্থানে ইউরোপীয় সাহেব লোকের স্বাস্থ্যার্থ গমন করিয়া থাকেন । রঙ্গপুরের ভূম্যধিকারিণী প্রাণকুমারী ব্রাহ্মণী নাম্নী এতদেশীয় এক জন স্ত্রী দিনাজপুর ও তিতালিয়ার মধ্যস্থ রাস্তার নানা স্থানে স কে নিৰ্ম্মাণার্থ অতি বদান্তত পূৰ্ব্বক দশ হাজার টাকা প্রদান করিয়াছেন । ( ৮ ফেব্রুয়ারি ১৮৪০ । ২৭ মাঘ ১২৪৬ ) এদেশের হিতকারি লোককে বড় পদবী দেওন —মন্তস্থ্যে বিদ্যা শিক্ষা পাইলে তাহার মন সত পথেই পায় ইহা বিদ্বান ব্যক্তি মাত্রেই বিদিত আছেন অতএব বিদ্বান জীবের কর্তব্য যে যাহাতে স্বদেশীয় লোকেরা বিদ্যাবান হয় তাহাই করেন একথা অস্মদেশীয় লোকেরা বুঝিয়াও তদ্ধারাকুসারে কৰ্ম্ম করিতে যে ব্যয় হয় তাহ বিঘটনে প্রবর্ত হইতে সঙ্কোচ আছেন কিন্তু ইঙ্গরাজ মহাসুভব যাহারা আমারদিগের দেশীয় লোকের বিদ্যার পূর্ণতার অভাব ভাল জানিয়াছেন তাহারা স্ব জাতীয় বল ও বিত্ত আমারদিগের নিমিত্ত অনেক ব্যয় করিতেছেন তন্দ্বারা দেশে বিদ্যা ব্যবসায় কতেক সচল হইয়াছে কিন্তু র্যাহারদের দেশে বিদ্যা চলিবেক তাহারা শিথিল হইলে কত দূরপর্য্যস্ত ইঙ্গরাজেরা করিয়া উঠিবেন। আমারদের দেশের যে সকল লোকের ধনের ক্ষমতা দ্বারা বিদ্যার বাহুল্য হইতে পারে তাহারদিগের ঐ বিষয়ে মনোযোগ নাই এবং কত দিবসেও যে হইবেক তাহ আমারদিগের অকুমানে আইসে না যেহেতু যে সকল মহাশয়েরদিগের ধন আছে তাহার কেবল আপন নাম ও ঐশ্বৰ্য্য বৃদ্ধির নিমিত্তেই সদত চেষ্টাতুর তাহারা বিদ্যার্থ টাকা দান করিলে সেরূপ স্বখ্যাতি শুনেন না অতএব ইঙ্গরাজ জাতি র্যাহারদের হস্তে এমত যন্ত্র অাছে যে এদেশের লোককে অতি মহৎ২ পদ প্রদান করিতে পারেন র্তাহারদের প্রতি আমারদিগের প্রার্থনীয় যে কুকৰ্ম্মে ধন ব্যয়কারিরদিগকে অতিউচ্চপদ প্রদান আর না করিয়া যে২ ধনি ব্যক্তিরা নিজ২ দেশে বিদ্যাদানার্থ ধন ব্যয় করিতেছেন তাহারদিগকে রাজা বা অন্যান্ত সন্ত্রমজনক উপাধি প্রদান করেন তবে অল্পদিবসেই দেখা যাইবেক যে এদেশের যে লোকেরা বড়নামাকাজী তাহারা ঐ বিষয়ে সাহায্য করণে হঠাৎ উদ্যত হইবেন এবং অনেকানেক জমীদারেরা এই মানসে প্রবর্ত হইলে প্রদেশে লোকের অবিদ্যার বন্ধন ঘুচিবেক । [ পূর্ণচন্দ্রোদয় ] ( ২২ ফেব্রুয়ারি ১৮৪০ । ১১ ফাঙ্কন ১২৪৬ ) বাবু মতিলাল শীল লক্ষমুদ্রা বাধিক ব্যয়ে ডাক্তর ওসাক্ষসী সাহেবের অধীনে