পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৮ মংবাদ গলে মেকালের কথা বন্দিগৃহে যায় কিম্বা বিভবহীন হইলে শপথপূর্বক জানাইয়া কিছু কাল বন্দিগৃহে থাকিয়া স্বচ্ছন্দে ভূম্যধিকারিকে নৈরাশ করে। প্রজার পূর্বের সদৃশ সবল হয় না পরিশ্রমও করিতে পারে না সময়ে জলেরও অত্যন্ত অভাব এমতে পূর্ববং শস্ত জন্মে না কর অধিক লাগে স্বতরাং প্রজারা সচিব্য মূল্যে শস্ত বিক্রয়ে সক্ষম হয় না পূৰ্ব্বে স্বদেশ উৎপাদিত শস্ত ভিন্ন দেশে এতাদৃক প্রেরিত হইত না দেশেই অধিকাংশ থাকিত অম্মদ দেশে এ তাবৎ ভিন্ন দেশীয়েরদের বসতি থাকে নাই অধিক লোক জন্তে অধিক শস্ত্যাবশ্বক করে কিন্তু শস্ত উৎপন্নের একে এই নূ্যনতা তাহাতে ভিন্ন দেশে দ্রব্যাদি প্রেরণের এই আধিক্যতা স্থতরাং দুমূল্যের অভাব কি পূৰ্ব্বহইতে লোকেরদের সুখেচ্ছা অধিক হইয়াছে তাহাতে ব্যয়াধিক্য করে কিন্তু আয় অল্প স্বতরাং দুঃখের অধিক কারণ হয় যদি কেহ কহেন যে পূৰ্ব্বাপেক্ষ মুখেচ্ছ অধিক কিমতে হইয়াছে উত্তর এক্ষণে কি আহারের কি পরিধেয় বিষয়ে অত্যন্ত পরিপাটী হইয়াছে পূৰ্ব্বে বস্ত্রের মূল্য এক মুদ্রা যথেষ্ট ছিল এক্ষণে দশ মুদ্রার বস্ত্রেও মনঃপ্রশস্ত হয় না পূৰ্ব্বে কেবল* শম্বালঙ্কার শ্রেয়োমধ্যে গণ্য ছিল এক্ষণে রজতের শঙ্খে ও মনোমালিন্ত সংপ্রতি বিবেচনা করিলে সকল বিষয়ই অধিক ব্যয়সাধ্য জানিবেন এক্ষণে বিষয়ি লোক অধিক কিন্তু কৰ্ম্ম স্বল্প স্বতরাং সকলের দিনপাত দুষ্কর অধিক লিপি বাহুল্য অপর যখন যে বিষয়ে বক্তৃতা হইবেক কৌমুদীতে প্রেরণ না হইবেক এমত নহে নিবেদন মিতি । কস্থ্যচিত বঙ্গহিত সভাধ্যক্ষচ্ছাত্রস্ত ( ২ নবেম্বর ১৮৩৩ । ১৮ কাৰ্ত্তিক ১২৪০ ) শ্ৰীযুত বাবু রামকমল সেনের অতি বিবেচ্য যে আবেদন পত্র [ টাউন-হলে ডিষ্ট্রিক্ট চ্যারিটেবল সোসাইটির অন্তভূক্ত নেটিব কমিটির ১৪শ বৈঠক উপলক্ষে পঠিত ] নীচে প্রকাশ করা গেল তাহাতে আমরা পাঠক মহাশয়েরদের বিশেষ মনোযোগহওনের প্রার্থনা করি। তন্মধ্যে বাবুজী যে প্রত্যেক কথা লিথিয়াছেন তাহার সত্যতার বিষয়ে আমরা স্বসম্মত বটি এবং ঐ অতিবিজ্ঞ বিচক্ষণ মহাশয়ের মহোষ্ঠোগেতে এতদ্বেশীয় লোকের যে উপকার হইবে এমত আমারদের বিলক্ষণ ভরসা আছে। যেহেতুক বিবাহ ও শ্রাদ্ধাদি ব্যাপারে এতদ্দেশীয় ধনি লোকেরা ষন্দ্রপ অপরিমিতরূপে ধন ব্যয় করেন তদপেক্ষ অধিক । অনিষ্ট আর কিসে হইতে পারে। উক্ত কৰ্ম্মাদির উপলক্ষে তাহারা যে প্রচুর ধন বিতরণ করেন তাহাতে কি ব্রাহ্মণ কি দরিদ্রগণ কাগরে উপকার নাই দরিদ্রগণের উপকার কিরূপে হইতে পারে তাহারা স্ব২ বাট ও ব্যবসায় ত্যাগ করিয়া আগমনকালে বহুকষ্ট পায় কখন২ কালের অশুভত্বপ্রযুক্ত অশেষ ক্লেশ ভোগ করিতে হয় এবং এক বা দুষ্ট রাত্ৰিপৰ্য্যস্ত বহুকষ্টে বসিয়াই কখন বা মেষ পশুর স্থায় একটু শুষ্টতে পায় শেষে তাহারা আপনারদের ঘরে বসিয়া যে উপার্জন করিতে পারিত তত্ত্ব ল্য যৎকিঞ্চিং পাইয়া কখন বা তদপেক্ষ নূ্যন অকিঞ্চিংকর কিঞ্চিস্মাত্র পাইয়া বিদায় হয়। এবং ব্রাহ্মণেরদের যে উপকার হয় তাহাই বা কিপ্রকারে