পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

TBBBYSJY SBBBDBB BB aaL سوا«دي (ي ( ৯ জানুয়ারি ১৮৩৩ । ২৭ পৌষ ১২৩৯ ) মাকিণ্টস কোম্পানির কুঠী বন্দ —আমরা অত্যন্ত খেদিত হইয়া প্রকাশ করিতেছি যে কলিকাতা রাজধানীর অন্য এক মহাকুঠী সংপ্রতি বন্দ হইয়াছে । শ্ৰীযুত মাকিণ্টস কোম্পানি শনিবার পূর্বাঙ্গে [ ৫ই জানুয়ারি ] টাকা দেওয়া বন্ধ করিলেন.। ( ৯ ফেব্রুয়ারি ১৮৩৩ । ২৯ মাঘ ১২৩৯ ) বাণিজ্যবিষয়ক –এতদেশ উন্নতহওনের প্রধান কারণ বাণিজ্যকৰ্ম্ম ইহা অবশুই সৰ্ব্বজনকেই স্বীকার করিতে হইবেক যেহেতুক প্রত্যক্ষ প্রমাণ কেননা এতদ্দেশীয় লোক পূৰ্ব্বে অর্থাৎ জবনাধিকারকালে বাণিজ্যব্যবসায় অত্যন্ন করিতেন তাহার কারণ জাহাজের গমনাগমন ছিল না ইঙ্গরেজ রাজার অধিকারহগুনাবধি অথবা কহ টুপিওয়াল এদেশে আসিয়াছেনঅবধি সওদাগরির বৃদ্ধি হইতে লাগিল তাহাতে সন্দেহ নাই কেননা ইহারদিগের আগমনেই জাহাজ দেখা গেল যে স্থানে জাহাজ যাইতে পারে সেইখানেই বাণিজ্যের প্রাচুর্য্য হয় অতএব সওদাগরির উন্নতি ইঙ্গরেজাবাদাবধিই স্বীকার করিতে হয়। ঐ ইঙ্গরেজদিগের মধ্যে যাহারা বাণিজ্যকুঠা করিয়াছিলেন এক্ষণে র্তাহারা প্রায় অনেকেই অবসন্ন হইয়াছেন ইহাতে বোধ হয় তজ্জাতির দ্বারা সওদাগরি কৰ্ম্মের কুঠার বাহুল্য আর সংপ্রতি সম্ভবে না অতএব বাঙ্গালা বেহার উড়িষ্যাদির ভূম্যধিকারী অর্থাৎ জমীদার মহাশয়েরা আপন২ জমীদারীর মধ্যে যে২ প্রব্যোৎপক্সের কুঠী ছিল সেই সকল দ্রব্যের কুঠী করিয়া বাণিজ্যকৰ্ম্ম করুন তাহাতে র্তাহারদিগের মহোপকার হইয়া দেশ উন্নত থাকিবেক যেহেতুক যে সকল কাপ্তান লোক এদেশে নানা দ্রব্য ক্রয়ার্থে আসিয়া থাকেন তাহার। যদি জানিতে পারেন যে পূৰ্ব্বমত দ্রব্য উৎপন্ন হইতেছে তবে তাহারা অবশুই আগমন করিবেন। যদি জমীদার মহাশয়েরা এমত ৰিবেচনা করেন যে ইঙ্গরেজ লোক সওদাগরি করিয়া দেউলিয়া হইয়া গেলেন আমরা তাহাতে কিপ্রকারে মুনাফা করিব । উত্তর এতদেশীয় জমীদার লোক ঐপ্রকার বাণিজ্যকুঠা করিলে তাহারদিগের ক্ষতিহওনের সম্ভাবনা কখনই নাই লভ্যই প্রত্যাশা করা যায় তবে কৰ্ম্মের গতিকে কখন নূ্যন কখন অধিক লভোর বিষয়েই বিবেচনা হইবেক তৎ প্রমাণ ষে সকল জমীদারেরা আপন২ অধিকারের মধ্যে নীলের কুঠা করিয়াছেন র্তাহারাই জ্ঞাত আছেন লভ্যভিন্ন কদাচ ক্ষতি হয় নাই যে বৎসর তাহারদিগের নীল অল্প জন্মে অথবা অল্প মূল্যে বিক্রয় হইয়াছে সেই সনের হিসাব দৃষ্টি করিবেন ইঙ্গরেজ লোকের কুঠতে যে ব্যয় হয় তাহার চতুর্থাংশের একাংশ ব্যয়ে সেইমত তৎপরিমিত দ্রব্য এতদেশীয় লোককর্তৃক প্রস্তুত হইতে পারে বিশেষ জমীদার লোকের...। যদি তাহারা ঔদাস্ত বা আলস্তবশতঃ বাণিজ্যবিষয়ে মনোযোগ না করেন তবে তাহারদিগের কর আদায়হওনেরও ব্যাঘাত হইবেক ইহাতে সন্দেহ নাই । যদি বল পূৰ্ব্বে কি রাজকর আদায় হইত না । উত্তর বর্তমান সময়ে যে প্রকার ভূমিসকল হাসিল হইয়াছে পূর্বে এমত ছিল না অনেক ভূমি