পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ wego অতএব লাভ মাসে ৩,০০০ টাকার কিঞ্চিৎ নৃন। গড়ে ৪,০০০ টাকা লাভ হইত কিন্তু ঐ জাহাজে যে দৈবঘটনা হয় তাহাতে ১,৯০০ টাকা ও ৯ দিবস হরণ হইয়াছে । ( ২৫ মার্চ ১৮৩৭ । ১৩ চৈত্র ১২৪৩ ) ষ্টিম টগ সমাজ অর্থাৎ বাষ্পীয় জাহাজের দ্বারা সামান্য জাহাজাকর্ষণীয় সমাজ – বাষ্পাকর্ষক জাহাজীয় সমাজের প্রথম বার্ষিক বৈঠক গত সোমবার পূর্বাহ্নে কার ঠাকুর কোম্পানির দপ্তরখানায় হইয়া সমাজের হিসাবপত্ৰসকল অংশিরদিগকে দর্শন গেল তাহাতে দৃষ্ট হইল যে গত ছয় মাসের মধ্যে মূলধনের উপরে শতকরা ১৫০ টাকা করিয়া লভ্য হইয়াছে। কিন্তু সামাজিকের স্থির করিলেন যে ছয় মাসের নিমিত্ত শতকরা ৭ টাকার হিসাবে ডেবিড়েগু দেওয়া যাইবে এবং অবশিষ্ট লভ্য কলিকাতাবন্দরে সামান্য জাহাজের উপরকার নিমিত্ত নুতন বাষ্পীয় জাহাজ ক্রয়করণার্থ হস্ত থাকিবে । তাহাতে সমাজ প্রথমঅবধি যে কল্পনা করিয়াছিলেন তাহ সিদ্ধ করিতে পারিবেন অর্থাৎ জাহাজাকর্ষণের ভাড়া নূ্যন করিবেন। ঐ বৈঠকে আরো এই স্থির হইল গবৰ্ণমেণ্টের নিকটে এক দরখাস্ত করা যায় যে র্তাহারদের ঐরাবতীনামক বাষ্পীয় জাহাজ উপযুক্ত মূল্যে বিক্রয় করেন কি না। ( ২৩ মার্চ ১৮৩৯ । ১১ চৈত্র ১২৪৫ ) বাম্পের দ্বারা জাহাজাকর্ষণীয় সমাজ –গত সোমবারে বাম্পের দ্বারা জাহাজাকর্ষণীয় সমাজের অংশিরদের এক বৈঠক সেক্রেটরী শ্ৰীযুত কার ঠাকুর কোম্পানির দপ্তর খানায় হইল । তাহার অভিপ্রায় যে ঐ সমাজের গত ছয় মাসের কার্য্যের রিপোর্ট পাঠ হয় তাহাতে বার্ষিক শতকরা ২০ টাকার হিসাবে ডেবিঙেও দেওনার্থ স্থির হইল । ( ৩০ জানুয়ারি ১৮৩৬ । ১৮ মাঘ ১২৪২ ) জন পামর —আমরা অত্যস্ত খেদিত হইয়া জ্ঞাপন করিতেছি যে পূৰ্ব্বে কলিকাতার মহাজন সাহেবেরদের মধ্যে অগ্রগণ্য যে জন পামর সাহেব তিনি গত শুক্রবারে [ ২২ জানুয়ারি ] কলিকাতা নগরে ৭০ বৎসর বয়সে লোকান্তর গত হইয়াছেন । সাহেব ভারতবর্ষের মধ্যে পঞ্চাশ বৎসরেরো অধিক বাস করেন তন্মধ্যে অধিককাল পামর কোম্পানির কুঠীর অধ্যক্ষ ছিলেন। ইউরোপীয় অন্যান্য সাহেবেরদের অপেক্ষ এতদেশীয় লোকের সঙ্গে । তাহার বিশেষ আলাপ পরিচয়াদি ছিল। পূৰ্ব্বে এমত সময় গিয়াছে যে পামর সাহেব স্বাক্ষর করিলেই বাজারে যত টাকা চাহিতেন তাহাই পাইতেন কিন্তু নিরস্তর ক্ষতির উপর ক্ষতি হওয়াতে ১৮৩০ সালে তাহার কুঠী দেউলিয়া হইল এবং ঐ কুঠী দেউলিয়া হওনের পরে কলিকাতাস্থ অন্যান্ত কুঠীসকলও দেউলিয়া হইল। পামর সাহেবের ধনবত্ত সময়ে এমত দানশোঁওতা ছিল যে তদ্রুপ অপর দুর্লভ ফলতঃ তাদৃশ বদান্ততাতে র্তাহার ক্ষতিই হইয়াছে