পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে মেকালের কথা سb আমারদিগের দেশের উপকার হইবে এমত ভরসা প্রথমতঃ হইয়াছিল যেহেতুক শাস্ত্রের প্রাচুর্য্য হইবেক এক্ষণে সাধারণের উপকারের বিপরীত বোধ হইতেছে যেপৰ্য্যন্ত প্রাচীন অধ্যাপক মহাশয়েরা ঐ কলেজে নিযুক্ত আছেন তাবৎকাল ছাত্রের একাকার করিতে পরিবেক না তৎপরে তfবতেই স্বেচ্ছাচারী হইবেক তাহারি সোপান ইঙ্গরেজী পারসী অধ্যয়ন । অতএব বুঝা যায় যদ্যপি গবর্ণমেণ্ট কলেজের বিষয়ে মনোযোগে বিরত হন তাহাতে সৰ্ব্বসাধারণের আহলাদই জন্মিবেক —চন্দ্রিক । ( ১৫ মার্চ ১৮৩৪ ৩ চৈত্র ১২৪০ ) কলিকাতার সংস্কৃত কলেজ -এতদ্বিষয়ে আমরা যে সম্বাদ সংগ্ৰহ করিতে ক্ষম তন্দ্বারা অবগত হইলাম যে ঐ কলেজে ১৯৬ জন ছাত্র সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করিতেছেন তন্মধ্যে ৮৬ জন বেতনভোগী তদৰ্থ ব্যয় মাসে সৰ্ব্বস্থদ্ধ ৫৫০ টাকা । এইক্ষণে দশ জন অধ্যাপক নিযুক্ত আছেন তাহারদের বেতন মাসে সৰ্ব্বস্তুদ্ধ ৮২০ এবং যে এক জন ইউরোপীয় সেক্রেটরী সাহেব ঐ ছাত্রেরদের নৈপুণ্যাদির পরীক্ষা ও অন্যান্য কাৰ্য্যাৰ্থ নিযুক্ত আছেন র্তাহার মাসিক বেতন ৩০০ টাকা । এবং দুই জন পুস্তকাধ্যক্ষ আছেন তাহারা ৩০ টাকা করিয়া বেতন পান এবং সরকার ও মালি দৌবারিক প্রভৃতির বেতন নূ্যন সংখ্যায় ৭০ টাকা । মাসে সৰ্ব্বস্থদ্ধ খরচ ১৮০০ টাকার নু্যন নহে। ইহার উপরে সংস্কৃত বিদ্যামন্দির অট্টালিকার ভাড়া ধরিতে হয় সেও মাসে ২০০ টাকার নূ্যন নহে অতএব অনূ্যন দুই সহস্র টাকা ঐ বিদ্যালয়ে মাসে২ ব্যয় হইতেছে অথচ ঐ বিদ্যালয়ে আমারদের বুদ্ধিসাধ্য কহিতে পারি যে তন্দ্বারা যদ্যপি কোন অনিষ্ট ঘটে নাই তথাপি যে কোন মঙ্গল হইয়াছে এমত কহিতে পারি না । আরো বিবেচনা করিতে হয় এই মাসিক ব্যয়ের অতিরিক্ত ঐ বিদ্যালয়ের মধ্যে উত্তম এক পুস্তকালয় আছে এবং যে ধন সৰ্ব্বসাধারণ লোকের বিদ্যাধ্যয়নার্থ নিযুক্ত হইয়াছিল সেই ধনহইতে এডুকেসন কমিটি নানা গ্রন্থ ক্রয় করিয়া তথায় রাখিতেছেন —জ্ঞানান্বেষণ । ( ২২ মার্চ ১৮৩৪ । ১০ চৈত্র ১২৪০ ) সংস্কৃত কালেজহইতে বহির্গত কতিপয় ছাত্রের দরখাস্ত –প্রযুত এডুকেসন কমিটির সেক্রেটরী সাহেব বরাবরেষু। গবর্ণমেণ্টের সংস্কৃত কলেজের স্মৃতি শাস্ত্রের ছাত্র আমরা আপনকার অতিসন্ত্রাস্ত কমিটির নিকটে অতিবিনয়পূৰ্ব্বক নিবেদন করিতেছি যে আমরা ১১।১২ বৎসরাবধি গবর্ণমেণ্টের সংস্কৃত কলেজে বিদ্যাধ্যয়ন করিয়া হিন্দুর নানা শাস্ত্রে বিশেষতঃ ধৰ্ম্মশাস্ত্রে উপযুক্ত বিদ্বান হইয়াছি ধৰ্ম্মশাস্ত্ৰাধ্যয়নেতেই আমারদের অধিক কাল গত হইয়াছে এবং ধৰ্ম্মশাস্ত্র সম্পৰ্কীয় কমিটির নিকটে আমরা পরীক্ষিত হইয়া সর্টিফিকটও পাইয়াছি ।