পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ - ●8ጫ ও অন্যান্য দুই এক দ্রব্য ডিসকৌণ্ট ব্যতিরেকে নগদ টাকাতেই বিক্রয় হইতে লাগিল । সকলেই বোধ করিতেন যে এমত স্বনিয়মেতে সকলের সম্মতি হইবে । কিন্তু শুনিয়া বিস্মিত হওয়া গেল যে কোন২ কুঠী পূৰ্ব্বকার নাম মাত্র বিক্রয়েতে পুনৰ্ব্বার কার্ষ্যে প্ৰবৰ্ত্তহইতে চাহেন কেবল এইমাত্র বৈলক্ষণ্য ইচ্ছা করেন যে তিন মাস মুদত ও ডিসকেন্ট শতকরা ৮ টাকার অধিক না হয় । ( ২৭ আগষ্ট ১৮৩৬ । ১৩ ভাদ্র ১২৪৩ ) গতবৎসরের কলিকাতার বাণিজ্য ।—কলিকাতার বন্দরে যত দ্রব্য আমদানী হয় তদ্বিষয়ক এক গ্রস্থ কষ্টম হোঁসের শ্ৰীযুত বেল সাহেব প্রতি বৎসর প্রকাশ করিয়া থাকেন। সংপ্রতি আমরা গত বৎসরের বাণিজ্য কাৰ্য্যবিষয়ক তাহার রচিত হিসাবের গ্রন্থ প্রাপ্ত হইয়া তাহার যৎকিঞ্চিৎ স্কুল বিবরণ পাঠক মহাশয়েরদের গোচরার্থ দৰ্পণস্থ করিলাম.। কলিকাতার বাণিজ্য পূৰ্ব্ব বৎসরাপেক্ষা গত বৎসরে অনেক বৃদ্ধি হইয়াছে । আমদানী ও রফতানীতে নূ্যনাধিক এক কোটি আশী লক্ষ টাকার অধিক বাণিজ্য হইয়াছে। পাঠক মহাশয়েরদের মধ্যে কেহ২ বিবেচনা করিয়াছিলেন যে কোম্পানি বাহাদুরের বাণিজ্য ত্যাগ করাতে ও বড়২ বাণিজ্যের কুঠা দেউলিয়া হওয়াতে বাণিজ্যের অত্যন্ত ব্যাঘাত হইবেক ও প্রজারদের অত্যন্ত ক্লেশ হইবে কিন্তু অতাল্প কালের মধ্যে ঐ অনিষ্ট বিষয় তাবৎ শুধরিয়াছে । এইক্ষণে কলিকাতার বাণিজ্য যেমন বাহুল্যরূপে চলিতেছে এমন কখন দুষ্ট হয় নাই । এবং পূৰ্ব্বে কেবল ৬৭ কুঠী বড়ই ছিল কিন্তু সংপ্রতি নানাধিক ৫০/৬০ কুঠী হইয়াছে সুতরাং তাহাতে এতদেশীয় অনেক লোক কৰ্ম্ম পাইতেছেন । আমদানী দ্রব্যের মধ্যে ইঙ্গলগুহইতে ২২ লক্ষ টাকার অধিক দ্রব্য ও বোম্বাইহইতে নূ্যনাধিক ৯/১০ লক্ষ টাকার অধিক লবণ আমদানী হয় কিন্তু দৃষ্ট হইতেছে যে পশমী বস্ত্রের আমদানীতে ৫ লক্ষ টাকা কম হইয়াছে । এবং ইঙ্গলণ্ডদেশজাত কাপাসীয় বস্ত্রের আমদানী কএক বৎসরাবধি ক্রমেই নু্যনই হইতেছে কিন্তু তদনুক্রমে স্থতার আমদানীরও বৃদ্ধি হইতেছে। গত বৎসরে প্রায় ৩৫ লক্ষ টাকার কার্পাসীয় স্থতার আমদানী হয়। এতদ্দেশে স্থতার আমদানী হইলেই তন্ত্রবায়ের তাহাতে কৰ্ম্ম পায় । কিন্তু কাপড়ের আমদানী হইলে তন্ত্রবায় ও সুতাকাটনীয়ারা উভয় কৰ্ম্ম শূন্ত হয়। আরো দেখা যাইতেছে যে এক্ষণে অনেকেই ইঙ্গলওঁীয় তাত ব্যবহার করিতে অনুরাগী। তন্ত্রবায়ের কহে যে আমারদের দেশীয় তাতে যত কৰ্ম্ম হয় ইঙ্গলওঁীয় তাতে তদপেক্ষা দ্বিগুণ ত্রিগুণ হয় । আমরা খেদপূর্বক লিখিতেছি যে গত দুই বৎসরের মধ্যে উগ্র সরাপ - দ্বিগুণাপেক্ষাও অধিক আমদানী হইতেছে। গত বৎসরে সমুদ্রপথে যত টাকার উগ্র সরাপ আমদানী হয় তাহার সংখ্যা ৫,৫৭,৮৪৫ । ইহাতে শঙ্কা হয় যে ঐ সরাপের অধিকাংশ এতদেশীয় লোকেরদের মধ্যে ব্যবহার হইতেছে ।