পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ \లి? যেমন নমক তাহার মত বাট না দিলে অতিময়লা নমক পাওয়া যায়। প্রধান কৰ্ম্মকারকেরদের বন্দবস্তি আলোহিদা২ দিতে হয় মুনাফা তফাত থাকুক উন্ট ক্ষতি হয় । ইহা ভিন্ন আর২ অনেক আমলাকে যে যেমন যোগ্য তাহাকে তেমনি দিতে হয় । করকচ ও পাঙ্গণ নমকের পূর্ব ও হালি আমদানির রকম পশ্চাৎ অবকাশমতে পরিষ্কার লেখা যাইবেক । কোন ব্যক্তি সৈন্ধব নমক তৌল হইলে বড় আহলাদিত হন। শুনা যায় তিনি যৎকিঞ্চিৎ বার্ষিক পাইয় প্রধানকৰ্ম্মকারক ও অমুক বাবুর নিতান্ত অনুগত হইয়াছেন এখন তাহার প্রতি দিন২ অশ্রদ্ধা জন্মিতেছে ব্যাপারির প্রতি কড়া নজর রাখিলে তাহার কখন ভাল হইবেক না । বোর্ডের কোন ওয়াকিফহাল লোকদ্বারা শুনা আছে যে সন ১৮২৬ সালের জুন মাহায় বোর্ডের ও কৌন্সলের হুকুম আছে যে ময়লা ফরসা জুদা বিক্ৰী হইবেক সুতরাং তাহার দর আলাহিদ হইবেক তবে সে হুকুম রদ হইয়া গোলার আমলারদিগের নূতন হুকুম বাহির হয় কেন । অতএব যদ্যপি ফরস ময়লার নিরিক জুদা করিয়া দেন আর আড়াই শত মোনহইতে কম মেকদার করেন এবং আমলা লোকের জুলুমহইতে বাচান তবে গরীব ব্যাপারির কিছু কাল ব্যবসা করিতে পারে। ঘুসড়ির শীলন নমক সস্তা বটে কিন্তু আমল লোকের খরচায় সস্তা ঘুচিয়া উন্ট উৎপত্তি হয় - জুলাই মাহয় সাল বিবেচনায় দর কমিবেক কিন্তু এক গুদামে ভিন চারি সালের লবণ মিশাল থাকে যে যেমত বাট দিবেক তাহণকে তেমনি লবণ দিবেন এবং হালের লবণ ৮০ সিক্কার ওজন পাইলে কি সস্তা পড়িবেক লাটেকে ২৫y মোন কমত। —পূর্বে মহাজন এইক্ষণে দালাল । ( ১৪ জুলাই ১৮৩৮। ৩১ আষাঢ় ১২৪৫ ) বঙ্গদেশের বাণিজ্য –বঙ্গদেশের সমুদ্রপথে আমদানী রপ্তানীর বিবরণের এক২ ফর্দ প্রতিবৎসরে শ্ৰীযুত বেল সাহেব প্রকাশ করিয়া থাকেন তন্দ্বারা আমরা ঐ বাণিজ্যের বৃদ্ধি বা হ্রাসের বৃত্তান্ত জ্ঞাত হইতে পারি। উক্ত সাহেব ১৮৩৭৩৮ সালের বাণিজ্য বিষয় এইক্ষণে বাষিক এক বিবরণ প্রকাশ করিয়াছেন পাঠক মহাশয়েরদের মধ্যে প্রায় অনেকই বাণিজ্য ব্যাপারে লিপ্ত এই প্রযুক্ত ঐ সাহেবের দ্বারা যে সকল বিবরণ আমরা প্রাপ্ত হইলাম তাহ পশ্চাৎ প্রকাশ করিতেছি । 轟 গতবৎসরে পূর্ববংসরাপেক্ষ মাল ও নগদ টাকাতে আমদানী ৩৪ লক্ষ টাকা বৃদ্ধি হইয়াছিল কিন্তু এই বৃদ্ধি টাকার আমদানীতেই দৃষ্ট হইতেছে যেহেতুক গত বৎসরে নগদ কোটি টাকা এই দেশে আমদানী হয় বিশেষতঃ গত বৎসরে নগদে ও নিসে সৰ্ব্বস্বদ্ধ আমদানী বাণিজ্য ৪ কোটি ৬ লক্ষ টাকা হয় । কিন্তু গতবৎসরে পূর্ববৎসরাপেক্ষ ২০ লক্ষ টাকা কম রপ্ত হইয়াছে। এই নূ্যনতাহওনের কারণ এই যে ইহার পূর্ব বৎসরে আবশ্যকের অতিরিক্ত মাল এতদ্ধেশহইতে দ্বৈধভাবে প্রেরিত হইয়াছিল তদ্বারা ভিন্ন দেশের বাজার মালেতে পরিপূর্ণ হইল তাহাতে