পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫২ মংবাদ শত্রে লেকালের কথা মহাজনেরদেরও অত্যন্ত ক্ষতি হইল গতবৎসরে সর্বস্থদ্ধ নগদে ও মালে ষত টাকা এই দেশহইতে প্রেরিত হয় তৎসংখ্যা সাড়ে ৬ কোটি টাকা । আমদানী ও রপ্তানীতে কোন২ জিনিসের উপর বাণিজ্যের হ্রাস বৃদ্ধি হইয়াছে তাহ পাঠক মহাশয়ের জ্ঞাত হইতে ইচ্ছা করেন অতএব তাহা নীচে জ্ঞাপন করা যাইতেছে । ইঙ্গলগুহইতে গতবৎসরে তুলার কাপড় প্রায় ১৬ লক্ষ টাকা কম আমদানী হয় বনাত প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা এবং কোন২ ধাতু ৩ লক্ষ টাকা সরাপ সাড়ে ৩ লক্ষ টাকা । অন্যপক্ষে তামা দস্ত সীসা লোহাতে সাড়ে ১৩ লক্ষ টাকা অধিক আমদানী হইয়াছে সুপারি প্রায় ৪ লক্ষ টাকা স্থত ৩ লক্ষ টাকা চা ১ লক্ষ ৭২ হাজার টাকা এবং সেগুন কাষ্ঠ লক্ষ টাকা । রপ্তানী দ্রব্যের মধ্যে এই সকল জিনিস কম হইয়াছে রেশম ২৯ লক্ষ টাকা কাপাস ১৯ লক্ষ টাকা রেশমী কাপড় ১১ লক্ষ টাকা তণ্ডুল পৌনে ৪ লক্ষ টাকা সোরা সওয়া ২ লক্ষ টাক কাপাস স্থত ও রেশম মিশ্রিত কাপড় ২ লক্ষ টাকা । চামড়া ও জুথ ৪ লক্ষ ৮০ হাজার টাকা তিল ও তিলতৈল ২ লক্ষ টাকা । g রপ্তানীর বৃদ্ধি প্রায় দুই দ্রব্যেতে হইয়াছি আফীণ ৩২ লক্ষ টাকা চিনি ১৬ লক্ষ টাকা এবং বাউডিয়ার কলেতে যে স্থত প্রস্তুত হয় তাহ পূৰ্ব্ব বৎসরাপেক্ষা গত বৎসরে ১ লক্ষ ৮০ হাজার টাকার রপ্ত হয় । আমরা শুনিয়া পরমাপ্যায়িত হইলাম যে প্রতি বৎসরেই চিনির রপ্তানী অধিক হইতেছে । ১৮৩৬৩৭ সালে যত টাকার চিনি এই দেশ হইতে রপ্ত হয় তৎসংখ্যা ৫১ লক্ষ কিন্তু গত বৎসরে তাহা ৬৭ লক্ষ টাকাপৰ্য্যস্ত বৃদ্ধি হয় এই চিনির মধ্যে অধিকাংশ অর্থাৎ প্রায় ৫০ লক্ষ টাকার ইঙ্গলগু :দেশে রপ্ত হয়। অতএব ভরসা করি যে ইঙ্গলণ্ডদেশে যত চিনির খরচ হয় তাহার অধিকাংশ এই দেশহইতে প্রেরিত হইতে পারে তাহা হইলে এতদ্দেশের মহোপকারক হইবে । আমরা শ্ৰীযুত বেল সাহেবের রিপোর্টের দ্বারা অবগত হইলাম আমদানী রপ্তানী জিনিসের দ্বারা সমুদ্র পথে গবর্ণমেণ্ট যে মাস্থল প্রাপ্ত হইতেছেন তাহা এমত ভারি যে এই দেশের রাঙ্গাদারি মাস্থল রহিত করাতে গবৰ্ণমেণ্টের কিঞ্চিম্মাত্র ক্ষতি হয় নাই । ( ১০ আগষ্ট ১৮৩৯ ৷৷ ২৬ শ্রাবণ ১২৪৬ ) কৃষিকর্মের বৃদ্ধি —মহানগর কলিকাতার মধ্যে ইঙ্গরাজেরদিগের পরম প্রয়ত্বে যে কৃষি বিষয়ক সমাজ স্থাপিত হইয়াছে তাহার বিবিরণ ভারতবর্ষস্থ সমুদয় জাতীয় মহাশয়দিগের বিশেষ বিদিত হয় নাই কিন্তু আমরা তদ্বিষয় সৰ্ব্বদাই অবগত হইয়া থাকি। ঐ সভা কর্তৃক কৃষি কৰ্ম্ম বিষয়ে যেমত মঙ্গল হইতেছে তাহাতে কৃতজ্ঞতা সূচক অস্তরাভিপ্রায় কেবল লিখন দ্বারা সম্পূর্ণ প্রকাশসাধ্য কিন্তু এমত বিষয়ে অনভিজ্ঞতাজন্য যে লোকের তদুপকার লভিতে উদ্যোগী হইতেছেন না এই মহা খেদের বিষয় অতএব এ খেদ নিবারণোপায় এই বোধ