পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ vළුද්ද রোপিত হয়। অপরন্তু কহিয়াছেন যে এদেশের যে সকল দুষ্প্রাপ্য চার ও বীচ তদ্দেশে জন্মিতে পারে তাহা বিলাতে প্রেরণ করা যায় । ভারতবর্ষের কৃষি কৰ্ম্মের প্রতি কোম্পানি বাহাদুর ও তাহারদের বিলাতীয় কৰ্ত্তারদের যে রূপ উদ্যম উপরে উল্লেখ করিলাম তাহাতে আমরা আহলাদিত হইয়াছি ও সাহস পূৰ্ব্বক কহিতেছি যে তাহারা ভবিষ্যতে অল্প দিবসের মধ্যে বিলাতীয় দ্রব্য যাহা এদেশে দুষ্প্রাপ্য তাহা এখানে জন্মাইবেন এবং ভারতবর্ষের দ্রব্য যাহা তদেশে দুষ্প্রাপ্য তাহ তথায় জন্মাইবেন ইহাতে উভয় দেশের মহোপকার স্বীকার্য্য এই মহোপকার জনক কৰ্ম্মে ইংরাজ মহাশয়দিগের বিশেষ মনোযোগ ও সংস্রব আছে অতএব ইহার চারা যে লভ্য সম্ভব্য তাহার অংশী তন্মহাশয়েরাই হইবেন তাহাতে সন্দেহ কি ফলতঃ তাদৃশ হইলে প্রাণ ধারণের যাহা প্রয়োজনীয় খাদ্য দ্রব্য এবং ঔষধ যাহার অধিকার কেবল ইংরাজেরাই হইবেন তাহারদিগকে অবশ্যই গ্রহণ করিতে হইবেক কিন্তু যদ্যপি ভারতবর্ষের লোকেরা ঐ সকল দ্রব্যের অংশি হইয়া তদ্বিষয়ে লাভাকাঙ্ক্ষা করেন তবে এক্ষণাবধিই কৃষি বিষয়ে মনোযোগ করুন অপরন্তু স্পষ্ট কথনাবশ্যক যে এই কৃষি কৰ্ম্ম কলিকাতা নিবাসি মহাশয়েরদের প্রথমত মনোযোগ হওয়া দুরূহু বোধ হইতেছে কেন না তাহারদের কৰ্ম্ম দ্বারা বোধ হইতেছে যে তাহার কেবল চাকুরি ও ধনের ব্যাজই উত্তম বুঝিয়া তত্তং প্রতিই নির্ভরে অন্য বিষয়ে নিঃসম্পর্ক আছেন কিন্তু প্রদেশস্থ ভূম্যধিকারি যাহার। ভূমির উৎপন্ন দ্রব্যের প্রতি অনেক নির্ভর রাখেন র্তাহারা কৃষি বিষয়ক সভার সভ্য হউন তবে অনায়াসে ঐ ভসৰ্ণর মধ্যে নানা দেশ হইতে আনীত বীচ ও চারী প্রাপ্ত হইয় আপন২ ভূমিতে তাহাই উৎপন্ন করাইয়। ধন্য হইতে পারিবেন –পূর্ণচন্দ্রোদয় । ( ৭ ডিসেম্বর ১৮৩৯ । ২৩ অগ্রহায়ণ ১২৪৬ ) নীলকর সাহেবেরদের সমাজ –কলিকাতাস্থ বাণিজ্য সম্পৰ্কীয় কুঠি ও বাণিজ্যকারিরদের সমাজ ও ভূম্যধিকারি সমাজের ন্যায় কলিকাতায় নীলকর সাহেবেরদের এক সমাজ স্থাপন করণের কল্প হইয়াছে তাহার অভিপ্রায় এই যে অন্যান্য সমাজস্থ ব্যক্তিরদের ঠার তাহারা ঐক্য হইয় আপনারদের নিজ বিষয় রক্ষা করেন । এবং ঐ কল্পনাকারিরদিগকে এমত পরামর্শ দেওয়া গিয়াছে যে এতদ্রুপ সমাজ স্থাপিত হইলে ভূমি ও নীলগাছের নিমিত্ত নিকটবর্তি নীলকুঠিপতি সাহেবেরদের পরম্পর যে বিবাদ হইয়া রক্তপাতাদি হয় সেই বিবাদ নিম্পত্তি করণার্থ সালিসি কমিটি স্থাপন করা যায়। এতদ্রুপ কমিটি স্থাপিত হইলে যেমন উক্ত সমাজস্থ লোকেরদের উপকার তেমন সাধারণ দেশস্থ লোকেরদেরও উপকার । , ( ৮ আগষ্ট ১৮৩৫ । ২৪ শ্রাবণ ১২৪২ ) গোলাম ক্রয় বিক্রয়করণের দণ্ড --কলিকাতার মধ্যে প্রায় অনেক লোক আছেন গোলাম ক্রয় বিক্রয় করিয়া থাকেন অতএব তাহারা গত ১৩ জুলাই তারিখে বোম্বাইতে