পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○設* মeভাদপত্রে সেকালের কথা ( ১৫ জুন ১৮৩৯ । ২ আষাঢ় ১২৪৬ ) কলিকাতাস্থ ঠিক বেহার। —সম্প্রতি কলিকাতা নগরের মধ্যে কত ঠিকা বেহার আছে তাহার এক হিসাব হইয়াছে তাহাতে দুষ্ট হইল যে ১১ হাজার কএক শত বেহার আছে তাহারদের সংখ্যা চারি দিয়া হরণ করিলে নগরের মধ্যে কত ঠিক পালকি আছে তাহার সংখ্যাও অবগত হওয়া যায় অর্থাৎ তাহা দুই হাজার ৫ শতেরো অধিক । এই বেহারারা প্রায় সকলই উড়িয়া ইহার উপার্জন করুণার্থ কলিকাতায় আইসে এবং প্রচুর টাকা লইয়া দেশে ফিরে যায়। কএক বৎসর হইল হিসাব করা গিয়াছিল যে উক্ত বেহারার প্রতিবৎসরে যত টাকা কলিকাতাহইতে লইয়া যায় তাহ ৩ লক্ষের নূ্যন নহে অতএব যদি প্রত্যেক জন বেহারা মাসে ২ টাকা করিয়া রোজকার করে তবে এই হিসাব প্রকৃত বোধ হয় । ( ২২ জুন ১৮৩৯ , ৯ আষাঢ় ১২৪৬ ) , # শ্ৰীযুত বাৰু নবীনচন্দ্র মিত্ৰ —উক্ত বাৰু মেডিকেল কলেজের নিপুণতম স্বশিক্ষিত ছাত্র চতুষ্টয়ের মধ্যে একজন ইনি ১ শত মুদ্র বেতনে ও পথ খরচে মহিষাদলের রাজবাটীতে চিকিৎসা কাৰ্য্যে নিযুক্ত হইয়াছিলেন ইহা কিছু দিন গত হইল হরকরা পত্রে প্রকাশিত হইয়াছিল উক্ত যুবক ব্যক্তিকে তাহার অঙ্গীকার করিয়াছিলেন যথার্থ বটে কিন্তু অধিক ব্যয় ভয়ে নিবৃত্ত হইয়াছেন । [ ইংলিশম্যান ] ( ২১ মার্চ ১৮৪০ । ৯ চৈত্র ১২৪৬ ) নুতন ঔষধাগার —যাহার বিদ্যা ও চিকিৎসা নৈপুণ্য বিষয়ে আমরা পূৰ্ব্বে প্রকাশ করিয়াছিলাম অর্থাৎ চিকিৎসা শিক্ষালয়ের একজন পূৰ্ব্বকার ছাত্র শ্ৰীযুত বাবু দ্বারকানাথ গুপ্ত এবং ঐ কলেজের ইদানীন্তন ছাত্র বাবু গৌরীশঙ্কর মিত্র অনেক কালপর্য্যস্ত যে ঔষধালয় স্থাপন করিতে ইচ্ছুক ছিলেন তাহ এইক্ষণে সম্পন্ন করিয়াছেন এবং উক্ত মহাশয়েরা কাখেল কোম্পানির সাহেবেরদের সাহায্যে উইঞ্জর নামক জাহাজের দ্বারা ইঙ্গলগুদেশ হইতে নানাবিধ উত্তমৌষধ প্রাপ্ত হইয়াছেন এবং এতদেশীয় নিঃস্ব লোকেরা যে ইঙ্গলওঁীয় উত্তমৌষধ অনায়াসে প্রাপ্ত হন এই নিমিত্ত র্তাহার কলিকাতাস্থ অন্যান্য ঔষধালয়ে ঔষধের যে মূল্য নির্দিষ্ট আছে তদপেক্ষ অল্প মূল্য স্থির করিবেন। ( ২৮ মার্চ ১৮৪০ । ১৬ চৈত্র ১২৪৬ ) আমরা শ্রুত হইয়াছি চিকিৎসা বিদ্যাতে উত্তীর্ণ ছাত্র এক জন শ্ৰীযুত বাবু দ্বারকানাথ গুপ্ত এতদেশীয় এক ঔষধালয় স্থাপন করাতে এবং ঐ উদ্যোগেতে যে ধন ব্যয় হইয়াছে তদ্বারা অত্যন্ত লাভ সম্ভাবনা দেখিয়া অন্য দুই জন ছাত্র তদ্রুপ বাহুল্যমতে অপর এক স্বতন্ত্র ঔষধাগার স্থাপন করিতে নিশ্চয় করিয়াছেন । এই নূতন ব্যাপার শ্ৰীযুত বাবু রামকুমার দত্ত