পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ - లు ( ১৬ জানুয়ারি ১৮৩৩ । ৫ মাঘ ১২৩৯ ) আমরা শুনিয়া অত্যাস্তাহলাদিত হইলাম যে ইণ্ডিয়ান জুরাবিষয়ক ব্যবস্থাতে শ্ৰীল শ্ৰীযুত বাদশাহ অনুমতি দিয়াছেন এই ব্যবস্থার দ্বারা এতদ্দেশীয় লোকের গ্রান্দ জুরীর কাৰ্য্য এবং জুষ্টিস অফ দি পিস কাৰ্য্য এবং যে মোকদ্দমতে খ্ৰীষ্টীয়ানের লিপ্ত এমত মোকদ্দমা নিৰ্ব্বাহ করিতে অনুমতি প্রাপ্ত হইলেন। ইহাতে পাঠক মহাশয়েরদের দৃষ্টি হইবে যে পালিমেণ্টের এই ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থার দ্বারা এবং শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুরকতৃক সংপ্ৰতি প্রকাশিত নানা আইনের দ্বারা এতদ্দেশীয় লোকেরদের হস্তে যত পরাক্রম অর্পিত হইয়াছে তত ইঙ্গল গুীয়েরদের রাজ্য হইয়া অবাধ হয় নাই । এইক্ষণে আমারদের এই প্রার্থনা আছে যে এই সকল পরাক্রম উচ্চ২ পদাভিষিক্ত ঐ সকল মহাশয়ের কেবল স্বার্থবিষয়ে না খাটাইয়া দেশ হিতার্থে খাটান । ( ২ মার্চ ১৮৩৩ । ২০ ফাস্তুন ১২৩৯ ) গবর্ণমেণ্টকতৃক এতদ্দেশীয় লোকেরদের কৰ্ম্মে নিয়োগ —পাঠক মহাশয়েরা অবশ্য অবগত হইয়া থাকিবেন যে এতদেশীয় লোকেরদের তিন রাজধানীতে মাজিস্ত্রেটীকৰ্ম্ম নির্বাহকরণ এবং গ্রান্দজুরীর কৰ্ম্মে নিযুক্তহওন এবং যে সকল মোকদ্দমায় খ্ৰীষ্টীয়ান লোক পক্ষ এমত মোকদ্দমার বিচারকরণের ক্ষমতাপণার্থ সংপ্রতি পার্লিমেণ্টে যে ব্যবস্থা হয় ঐ ব্যবস্থার প্রস্তাবান্দোলনসময়ে শ্ৰীযুত অনারবিল কোর্ট অফ ডৈরেক্তস সাহেবের যথাসাধ্য তদ্বিষয়ের প্রতিবন্ধকতা করিলেন কিন্তু ঐ ব্যবস্থাতে র্তাহারা এতাদৃশ প্রতিবাদী হইলেও বোর্ড কন্ত্রোলের সভাপতি শ্ৰীযুত চার্লস গ্রান্ট সাহেবের বিশেষ উদ্যোগপ্রযুক্ত ঐ ব্যবস্থা পার্লিমেণ্টে জয়ই ধ্বনিপুরঃসর সিদ্ধ হয়। অপর শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুরের সম্প্রতিকার যে নিয়মের দ্বারা আমীন মুনসিফপ্রভৃতি পরাক্রম ও গৌরবান্বিত পদে নিযুক্ত হইলেন সেই নিয়মে কোট অফ ডৈরেক্তস সাহেবের স্বীকৃত হইয়াও কিনিমিত্ত এই নবনিয়মিত ব্যবস্থার প্রতিবন্ধকতা করিলেন ইহা অামারদের বোধগম্য হয় না। যে২ মোকদ্দমা ইহার পূৰ্ব্বে মফঃসলে কেবল ইউরোপীয় জজসাহেবেরদের প্রতি অপর্ণ হইত সেই সকল মোকদ্দমার বিচার করিতে যদ্যপি এতদেশীয় লোকের ক্ষম তবে তাহারা অবশ্য গ্রাদজুরীর কৰ্ম্ম নিৰ্ব্বাহ করিতেও ক্ষম বটেন । অতএব আমারদের এই উপলব্ধি হয় যে নূতন ব্যবস্থাতে যে সকল আপত্তি উত্থাপিত হইয়াছিল তাহা এতদেশীয় লোকেরা কোন সন্ত্রম বা বিশ্বাসের কৰ্ম্মে যোগ্য না হওন বিষয়ে কোর্ট অফ ডৈরেক্তস সাহেবেরদের মধ্যে যে অল্পসংখ্যক মহাশয়েরা এতদ্বিষয়ে আপনারদের পূর্বকার অবিবেচনা ত্যাগ করিতে পারেন নাই ঈদৃশ ব্যক্তির দ্বারাই তাহা হইয়া থাকিবে । - ১৭৬৫ সালে ইঙ্গলওঁীয়েরদের এতদ্দেশীয় দেওয়ানী কাৰ্য্যগ্ৰহণাবধি এতদেশীয় লোকেরদের বিষয়ে তিমপ্রকার নিয়ম চলিয়া আসিতেছে। তন্মধ্যে বৰ্ত্তমান নিয়ম তৃতীয় ।