পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ * * ৩৭১ বীরনরসিংহ মল্পিক ও শ্ৰীযুত বাবু রাধাকৃষ্ণ মিত্র ও শ্ৰীযুত বাৰু কাশীপ্রসাদ ঘোষ ও শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায়। পরে শ্ৰীযুত সর এড বার্ড রৈয়ন সাহেব এতদেশীয় মহাশয়েরদের এই প্রথমবার গ্রান্দজুরীর কাৰ্য্যে নিযুক্তহওনোপলক্ষে গ্রান্দজুরীর বিশেষ কাৰ্য্যসকল অতিস্পষ্টরূপে ব্যাখ্যা করিয়া পরিশেষে এই উক্তি করিলেন যে সুপ্রিম কোর্টের বিচারের কৰ্ম্ম নিৰ্ব্বাহাৰ্থ ইউরোপীয় প্রজাবর্গের সহযোগে এতদ্দেশীয় প্রজারদিগকে কাৰ্য্য করিতে দেখিয়া যাহারা অতিসন্তুষ্ট হইয়াছেন তন্মধ্যে আমি এক জন যেহেতুক এতদেশীয় লোকেরদের বিজ্ঞতা ও গুণ অন্যান্য কাৰ্য্য নির্বাহে বিশেষতঃ দেওয়ানী কার্য্যে বিলক্ষণ সপ্রমাণ হইয়াছে । ইহার পূৰ্ব্বে তাহারা গ্রান্দজুরীর কার্য্যে নিযুক্ত হইতে এবং খ্ৰীষ্টীয়ানেরদের মোকদম উপস্থিত হইলে ক্ষুদ্রজুরীর কার্ষ্যে নিযুক্ত হইতে অক্ষম ছিলেন তদ্বিষয়ে আমার খেদ পূৰ্ব্বে জ্ঞাপন করিয়াছি এইক্ষণে ঐ নিয়মের পরিবর্তন হওয়াতে যথেষ্ট আহলাদ যেহেতুক এতদেশীয় ও ইউরোপীয় সাহেবেরদের সহযোগহওয়াতে দেশের উন্নতি ও গবর্ণমেণ্টের কার্য্যনিৰ্ব্বাহাৰ্থ সন্ধুপায়সম্ভাবনা--- বৰ্ত্তমান গ্রান্দজুরীতে নিযুক্ত ব্যক্তিরদের নাম দেখিয়া আমারদের বোধ হইল যে অতি গৌরবান্বিত ব্যক্তিরাই মনোনীত হইয়াছেন এইক্ষণে ঐ কাৰ্য্যে নিযুক্ত সাত জনের মধ্যে কেবল চারি জনের নাম করিলেই আমারদের এই কথা বিলক্ষণ সপ্রমাণ হইতে পারে। তন্মধ্যে দৃষ্ট হইতেছে যে শ্ৰীযুক্ত বাবু দ্বারকানাথ ঠাকুর তিনি কলিকাতার মধ্যে যেমন পরাক্রান্ত তাদৃশ অপর দুর্লভ। এবং শ্ৰীযুত বাবু আশুতোষ দেব এইক্ষণে প্রায় সৰ্ব্বাপেক্ষ ধনিশ্রেষ্ঠ এবং শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায় তিনি কলিকাতার মধ্যে সৰ্ব্বাপেক্ষণ সন্ত্রাস্তদল অর্থাৎ ব্রাহ্মণেরদের দলের প্রধান ফলতঃ ব্রাহ্মণের মধ্যে কেবল তিনিই নিযুক্ত হইয়াছেন। পরিশেষে শ্ৰীযুত বাবু কাশীপ্রসাদ ঘোষজ ইঙ্গরেজী বিদ্যায় ইহঁার প্রতিযোগী কলিকাতায় প্রায় দেখি না । অতএব এতদ্দেশীয় যে মহাশয়েরা প্রথম গ্রান্দজুরীর কাৰ্য্যে নিযুক্ত হইলেন তাহারদের মধ্যে যে ঈদৃশ ব্যক্তি আছেন ইহা দর্পণে টুকিয় রাখিতে অস্মদাদির মহাসন্তোষ আছে । , ( ২০ জুন ১৮৩৫ । ৭ আষাঢ় ১২৪২ ) শুনা গেল যে এইক্ষণে কেবল তিন জন মাজিস্ত্ৰেট সন্ত্রমার্থ নিযুক্ত হইবেন তদৰ্থ শ্ৰীযুত কিড সাহেব ও শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেব ও শ্ৰীযুত বাবু দ্বারকানাথ মনোনীত হইয়াছেন। ইহঁারদিগকে এতদ্রুপে নিযুক্তকরণের অভিপ্রায় এই যে পার্লিমেণ্ট এতদেশীয় লোকেরদিগকে জুট্টস অফ দি পীসী কৰ্ম্মে নিযুক্তকরণের যে আইন স্থির করিয়াছেন ঐ আইনের বিধানসকল প্রতিপালন হয় । ইহার পরে উচিত বোধ হইলে মাজিস্ত্রেটেরদের সংখ্যা বৃদ্ধি করা যাইবে । , ,