পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Վ)Գ8 মংবাদপত্রে সেনকালেনর কথা ইত্যাদি হয় তবে তাহার দণ্ড তাহারদিগের প্রতি অপিত হইবেক এবং ঐ গমনাগমনের কোনস্থানে যদ্যপি কোন লোকের প্রতি আঘাত হয় তবে তাহাতে ঐ জলপথের চৌকীর পান্সির নিযুক্তকরা লোকসমস্ত এবং স্থলপথের গ্রামস্থ মণ্ডল ও পাইকপ্রভৃতি এমত কুকৰ্ম্মহওয়ার বিষয় অস্বীকৃত হইয়া এজহার দেয় এবং যদি তাহ প্রকাশ হয় তবে তাহাতেই দণ্ডী হইবেক আর আপন২ সীমা সরহদের রিপোর্ট প্রতিদিন দাখিল করে এ বিষয়ের নিবারণার্থ শহর কলিকাতার মাজিস্ত্রেট স্ত্রীযুক্ত বেলাকিয়র সাহেবের সহিত পরামর্শ করিয়া উত্তমরূপ নিয়মসকল তাহার মন্ত্রণাদ্বারা নিৰ্দ্ধারিত হইতে পারিবেক কারণ পূৰ্ব্বে এতদ্রুপ দৌরাত্ম্য ঐ সাহেবের উত্তমরূপ নিয়মসকল অবধারিত করাতে অনেকপ্রকার শাসিত হইয়াছিল আর পূৰ্ব্বে এই রাজধানীস্থ অনেক সম্রাস্ত ও বদ্ধিষ্ণু এবং বুদ্ধিমান লোকসকল ছিলেন তাহারা অনেকেই প্রায় গত হইয়াছেন তন্মধ্যে রাজা রামমোহন রায় এক ব্যক্তি উপযুক্ত ছিলেন তিনিও গত হইলেন এইক্ষণে এমত সকল বিষয়ের বিবেচনা এবং জিজ্ঞাস্তী প্রাচীনবর্গের মধ্যে শ্ৰীযুক্ত রাজা গোপীমোহন দেব বাহাদুর এবং শ্ৰীযুক্ত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায় বৰ্ত্তমান আছেন ইহঁারদিগের সহিত পরামর্শ করিলেও নিয়ম অবধারিতের বিষয় স্বন্দরব্রুপ ধাৰ্য্য হইতে পরিবেঁক কিমধিক মিতি শকাব্দ ১৭৫৫ । কস্যচিৎ কলিকাতানিবাসি পথিকস্ত । 象 ( ৭ জুন ১৮৩৪ ৷ ২৬ জ্যৈষ্ঠ ১২৪১ ) জিলা হুগলি । সরদার ডাকাইত গ্রেফতার । শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেযু । সকলে জ্ঞাত আছেন যে রাধ চঙ্গনামক এক জন প্রধান ডাকাইত থান বেণীপুরের মোতালক এক্তারপুর মুশরিয়া গ্রামে পূৰ্ব্বে বসবাস করিত তৎকালে তিন চারি ডাকাইতি অপরাধে গ্রেফতার আসিয়া শেষে জামিনিঅবস্থাতে সাবেক মাজিস্ত্রেট স্ত্রীযুত হেনরি উকলি সাহেবের আমলে সন ১৮১৬ সালে কাছারিহইতে পলাইয়াছিল একালপর্য্যস্ত যে সকল মাজিস্ত্রেটসাহেব এ জিলাতে শুভাগমন করিয়াছেন ঐ রাধার গ্রেফতারির বিধিমত স্বচেষ্টাকরাতেও সফল না হইয়া বরঞ্চ উত্তরোত্তর রাধা আপন পরাক্রম ক্রমে প্রকাশ করিয়া এ জিলা ও জিলা নদীয় ও বদ্ধমানে ভারি ২ ডাকাইতিসকল ও অনেকশনেক প্রাণি হিংসা করিয়া ইতস্ততে দস্থ্যবৃত্তি করিয়া বেড়াইতেছিল এই জিলাতে ক্রমে ২৫ মিছিল ডাকাইতিঅপরাধে রাধার সঙ্গি অন্যান্য ডাকাইত লোক যে সকল বমাল গ্রেফতার হইয়া সমুচিত সাজা পাইয়াছে ঐ সকল ডাকাইতির সরদারিতে এই রাধা সরদারের নাম স্পষ্ট সাব্যস্ত হইয়াছে এবং জিলা বৰ্দ্ধমানে অনেকশনেক ডাকাইতি মিছিলে রাধার নাম প্রকাশ হইয়া তাহাকে গ্রেফতার করিলে দুইশত টাকা পুরস্কার পাইবার হুকুম ইশতেহার আছে তদ্ভিন্ন শ্ৰীযুত স্থপরিন্টেণ্ডেণ্টসাহেবের পোলীসের হুকুম রাধার গ্রেফতারিবিষয়ে বারম্বার ছাদের হইয়াছে কোনমতেই দুষ্কর তস্কর গ্রেফতার হয় নাই সম্প্রতি ১৮৩৩ সালের দিসেম্বর