পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ©ጫጫ দমন করিতে পারে। দস্থ্যর দায়মলহবস হইয়৷ লৌহযুক্ত কারাগারে বদ্ধাবস্থায় হাকিমের প্রাণ নষ্ট করে বিশেষতঃ তাহারা যে সময় অস্ত্রধারী হইয়া ডাকাইতি করে তৎসময়ে সহস্ৰগুণ অধিক পরাক্রম প্রকাশ করে জমীদারের আমলা মসীজীবী গ্রামের প্রজা কৃষিজীবী অস্ত্ৰধারণে অপারগ বৃথা রাত্রি জাগরণ করে কেবল আবাদ তরুদুদের খলল সপরিবারে অন্নাভাবে মরে তাহাতে সরকারের মালগুজারির হরকত এবং সমস্ত রাত্রি জাগরণ করিয়া শিশিরে জলে আর্দ্র ও পীড়িত হইয়া হত্য হইতেছে চৌকী পহরার কৰ্ম্মে থানার আমল ও চৌকীদার নিযুক্ত জমীদারের আমলা মণ্ডল ও প্রজা মালের কৰ্ম্মে নিযুক্ত পৃথক কৰ্ম্মে পৃথক্ ব্যক্তি উপযুক্ত দুই কৰ্ম্ম এক ব্যক্তিহইতে স্থশূংখলরুপে হইতে পারে না তাহাতে উভয় কৰ্ম্মের ব্যাঘাত হয় থানার আমলার অসিজীবী অর্থাং অস্থধারী তাহারা অস্ত্রবিদ্যায় পারগ চুরি ডাকাইতি নিবারণ করিবার কারণ চাকরি করে " দরমাহ পায় তাহারা ডাকাইতিহওনকালে নিকটে থাকিলে দূরে পলায়ন করে তংপরদিনে থানার আমলা তদারকের নিমিত্তে তথায় যাইয়া গৃহস্থ প্রতিবাসির প্রতি নানাপ্রকারে উৎপাত মারপিট বন্ধন করিয়া ধন হরণ করে থানার আমলার প্রজার সর্বনাশ করে দস্থ্য রাত্রে ডাকাইতি করে যাহা উপস্থিত পায় তাহ লইয়া যায় থানার আমলার দিবসে ডাকাইতি করে প্রজার ঘরে যাহ অবশিষ্ট থাকে তাহা হরণ করে অধিকন্তু স্থাবরাদি বন্ধক দিয়া থানার আমলাকে প্রচুর না দিলে সপরিবারে নিস্তার পায় না এবং গ্রামের সকল প্রজার স্থানে মাথট করিয়া লয় । তাহতে জমিদারের অমিল আপত্তি করিলে জমিদারের আমলার বদনামি কল্পনা করিয়া রিপোর্ট করে তাহতে হজুরে শত পঞ্চাশ টাকা জমিদারের আমলার জরিমানা হয় । দারোগ অতি দাগবাজ প্রকৃত ডাকাইত চোরকে গ্রেফতার না করিয়া অন্য ব্যক্তিকে গ্রেফতার করিয়া তালিমী সাক্ষিসমেত হজুর চালান করিয়া আপন জাকে সানি জাহের করিয়া সফরাজ হয় । চুরি ডাকাইতী তদারকের কারণ দারোগ গ্রামে গেলে ছলে বলে প্রজার সৰ্ব্বস্ব হরণ করে। দারোগার লোক প্রজার বাটীতে কোন জিনিস ফেলিয়া সেই প্রজার খান তলাশি করিয়া তাহাকে বমলে গ্রেফতার করিয়া আপন মতলব হাসিল করিয়া খালাস দেয় যে প্রজা অধিক টাকা দিয়া দারোগাকে রাজি না করিতে পারে তাহাকে হজুর চালান করিয়া প্রাণান্ত করে থানার আমলার নানা মত উৎপাতে জমীদারের আমলা ও প্রজার সৰ্ব্বনাশ হইতেছে এবং নাজিরের উৎপাতে জমিদারানের জেরবারী নাম প্রকারে হইতেছে তাহার এক দৃষ্টান্ত বৰ্ত্তমান বৎসরে বৈশাখ মাহাতে চৌকি পহরার তদারকের নিমিত্তে প্রত্যেক জমিদারের নামে ক্রমিক তিন পরওয়ান সাদের হয় ইহাতে কমবেশ ১২০০ জমিদারের নামে ৩৬০০ কেতা পরওয়ানার কাত প্রত্যেক পরওয়ানায় নাজীরের পেয়াদার মেয়াদ ৫ রোজ হিসাবে দিনপ্রতি তিন আনার হারে ৩০ ০০ টাকার অধিক এক মাসে নাজীরের লাভ ইহাতে নাজীরের ধনবৃদ্ধি জমীদারের জেরবারী না হইবার ৰিষয় কি। জিলার কাছারিহইতে শহর কলিকাতায় পরওয়ানা পহুছাইতে দুই দণ্ডের 9br