পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

web-8 মংবাদ গুগত্রে লোকালের কথা করিলেন তাহতে শ্ৰীযুত কোলবোরক সাহেব এই উত্তর করিলেন যে বঙ্গদেশে হিন্দুব্যক্তির সোপার্জিত ধন যাদৃচ্ছিকমত দান করিতে পারেন কিন্তু পুত্ৰ থাকিলে ইচ্ছামত পৈতৃকৰিষয় দান করিতে পারেন না । তৎপরে ঐ সাহেবের নিকটে অপর এক পত্রে লেখেন যে আমার চুক হইয়াছিল পৈতৃকবিষয় অসমানাংশে বিভাগকরণ অর্থাৎ এক পুত্রকে অধিক অপর২ পুত্রকে অল্প দেওয়া এমত দানপত্র পূৰ্ব্বে সদর দেওয়ানী আদালতের ডিক্রাক্রমে সিদ্ধ হইয়াছিল এবং শুনা যায় যে স্কোপার্জিত ও পৈতৃকবিষয় ভোগকারি ব্যক্তির স্বেচ্ছাক্রমে বিভাগকরণস্থচক অনেক উইল স্কপ্রিম কোর্টে গ্রাহ হইয়াছে। তাহার কিঞ্চিৎ পরে ঐ পত্রে লেখেন যে বঙ্গদেশস্থ কোন হিন্দু আপনার পৈতৃক অথবা স্বে পার্জিত বিষয় উইল অথবা দানপত্রের দ্বারা স্বেচ্ছাক্রমে বিভাগ করিতে পারেন এবং যদ্যপি তাহার সম্পত্তির এতদ্রুপ স্বীয় পুত্র অথবা অপর কোন ব্যক্তিকে দান করা শাস্ত্রসিদ্ধ নয় তথাপি তাহ আদালতে গ্রাহ । অতএব পূৰ্ব্বোক্ত উক্তিদ্বারা অনুমান হয় যে স্বেচ্ছাক্রমে পৈতৃকবিষয় কোন ব্যক্তির বিভাগকরা যদ্যপি বঙ্গদেশপ্রচলিত শাস্ত্রসিদ্ধ নয় তথাপি চিরতর ব্যবহারক্রমে তাহা সিদ্ধ হইয়া আসিতেছে এবং এতদ্রুপ সম্পত্তির হস্তান্তর করা সদর দেওয়ানী আদালত ও স্বপ্রিম কোর্টে মঞ্জুর হইয়াছে। হিন্দুশাস্ত্রে বিজ্ঞতম শ্ৰীযুত কোলবোরক সাহেব ও শ্ৰীযুত সর ফ্রান্সিস মেকনাটন সাহেব উভয়েই এই ব্যবহারের সপক্ষ কেবল সদর দেওয়ানী আদালতের এক ডিক্ৰী তাহার বিরুদ্ধ দৃষ্ট হইতেছে এবং ঐ ডিক্রীর বিষয়ে যে পণ্ডিতেরা ব্যবস্থা দিয়াছিলেন র্তাহারদের মধ্যে যিনি বিদ্যমান তিনি কহিলেন যে আমার ঐ ব্যবস্থা প্রকৃত নয় । পরিশেষে ইহাও জানিবেন যে পৈতৃক সম্পত্তি ভোগবান ব্যক্তির কর্জ পরিশোধের নিমিত্ত নিত্য বিক্রয় হইতেছে কিন্তু যদি তাহার যাবজ্জীবনমাত্র ঐ বিষয়ে সম্পর্ক থাকিত তবে এতদ্রুপ হইতে পারিত না । অতএব যদি ভোগবান ব্যক্তি পৈতৃকবিষয় বন্ধক রাখিতে পারেন এবং তৎপরে আপনার কর্জের পরিশোধের কারণ তাহ বিক্রয় করিতে অল্পমতি দিতে পারেন তবে তিনি ষে স্বেচ্ছাক্রমে আপনার পুত্রেরদের মধ্যে বিভাগ করিয়া দিতে পারেন না এ বড় অসম্ভব । - ( ১৩ আগষ্ট ১৮৩১ । ২৯ শ্রাবণ ১২৩৮) শ্ৰীশ্ৰীযুতের শেষ ঘোষণা –সুপ্রিম কৌন্সেলে সম্প্রতিকার এক ঘোষণার দ্বারা এই হুকুম হয় যে উত্তর কালে সৈন্তেরদের গমনাগমনে যখন কোন শস্যাদির হানি হয় তথন সেনাপতি সাহেব তৎক্ষণাং যাহারদের ক্ষতি হইয়াছে তাহ পূর্ণ করিয়া দিয়া পরে সরকারী হিসাবে তাহা তুলিয়া দিবেন। ^, - ( ৫ ডিসেম্বর ১৮৩২ । ২১ অগ্রহায়ণ ১২৩৯ ) জিলা চব্বিশপরগণা —শ্ৰীযুত আনরবিল বৈসপ্রসীডেন্ট হজুর কৌন্সেলে গত ২০ নবেম্বরে এক আইন প্রকাশ করিয়া তাহাতে এই আজ্ঞা করেন যে কলিকাতার শহরতলী","অর্থাৎ