পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBBD KBBT GBDBBD DBOL وع السياgo\ চিকিৎসাসম্পৰ্কীয় গবর্ণমেণ্টের বিদ্যালয়ে যে এতদ্দেশীয় ছাত্রের সুশিক্ষিত হইয়া পরীক্ষায় উত্তম সর্টিফিকট প্রাপ্ত হইয়াছেন তাহারা আসিষ্টাণ্ট চিকিৎসকের কৰ্ম্মে নিযুক্ত হইয়া ৫০ অবধি ১০০ টাকাপৰ্য্যস্ত করিয়া বেতন প্রাপ্ত হইবেন এবং বেতনের বৃদ্ধিও তাহারদের সদগুণানুসারে হইবেক । ( ৯ ডিসেম্বর ১৮৩৭ । ২৫ আগ্রহায়ণ ১২৪৪ ) অচিহ্নিত কৰ্ম্মকারিদিগকে প্রধান২ রাজকীয় পদে নিযুক্তকরণের ক্রমে বৃদ্ধি হইতেছে। বাবু দুর্গাচরণ রায় যিনি পশ্চিম বৰ্দ্ধমানে সদয়ঃসন্ধুর ছিলেন তিনি গবর্ণমেণ্টের আজ্ঞাক্ৰমে ২৫ অক্তোবরে সিবিল শেষণ জজের চলিত কৰ্ম্ম নিৰ্ব্বাহ করিতে যেপৰ্য্যন্ত না অন্য হুকুম আইসে সেপৰ্য্যস্ত ভার পাইয়াছেন । অস্মদেশীয় লোকের প্রতি গবৰ্ণমেণ্ট যে এতদ্রুপ ব্যবহার করিতেছেন তাহাতে আমরা আহলাদিত আছি । ইহাতে গবৰ্ণমেণ্ট তাহারদের স্নেহ পাইবেন কারণ র্তাহারদিগের গুণের আদর শিক্ষাইবার এবং গুণ অবজ্ঞেয় বস্তু নহে ইহা দৰ্শাইবার এই যথার্থ উপায় ইহার স্বাভাবিক ফল এই তাহারা স্বীয় ক্ষমতা বুঝিতে পরিবেন এবং যথার্থ বুঝিলে পর অনেক অদ্ভুত কৰ্ম্ম করিবেন যাহাতে র্তাহারদিগের অবস্থা শোধন হইতে পরিবেক —জ্ঞানাম্বেষণ । ( ৩ মার্চ ১৮৩৮ ৷৷ ২১ ফাল্গুন ১২৪৪ ) কটকের ডেপুটি কালেকটর।—গত শনিবারের কলিকাতা গেজেটের দ্বারা অবগত হওয়া গেল যে আর ২৪ জন ডেপুটি কালেকটর কটক জিলায় নিযুক্ত হইয়াছেন । ইহার পূৰ্ব্বে ঐ কৰ্ম্মে ১৮ জন নিযুক্ত হইয়াছিলেন। শুনা গেল সংপ্ৰতি যে সকল ব্যক্তি তৎকৰ্ম্ম প্রাপ্ত হইয়াছেন তাহারদের মধ্যে অনেকেই কলিকাতাস্থ পাঠশালায় স্বশিক্ষিত যুবজন এবং তাহারদের মধ্যে শ্রেষ্ঠ বাবু রসময় দত্তের পুত্ৰ শ্ৰীযুত বাবু কৈলাশচন্দ্র দত্ত । ( ২৭ জুন ১৮৩৫ । ১৪ আষাঢ় ১২৪২ ) মুদ্রাযন্ত্রবিষয়ক প্রস্তাবিত ব্যবস্থাতে কলিকাতানিবাসি লোকেরদের নিবেদনপত্রের বিষয়ে গবর্নর জেনরল বাহাদুরের উত্তর –টেনহালে সমাগত কলিকাতানিবাসি ব্যক্তিরদের প্রতি আবেদন । হে মহাশয়েরা অামারদের কার্য্যবিষয়ে আপনারদের সন্তোষের চিহ্নরূপ যে পত্র প্রদান করিয়াছেন এবং তাহাতে আপনারা যে সকল মিষ্ট কথা লিখিয়াছেন তন্নিমিত্ত আমি ও আমার সহযোগি কৌন্সেলি সাহেবেরদের বাধ্যতা স্বীকার করি কিন্তু আমি যদ্যপি আপনারদের স্নেহ ও সন্ত্রম অতিবড় জ্ঞান করি তথাপি আপনারদের ঐ আবেদনপত্র যে কেবল প্রশংসা করিয়া লিখিয়াছেন এমত জ্ঞান কার না যে মহা ব্যাপার বিষয়ে ভারতবর্ষের ফলতঃ তাবৎ পৃথিবীর মঙ্গলামঙ্গল লিপ্ত আছে এমত গুরুতর অর্থাৎ স্বেচ্ছাক্রমে মুদ্রাকরণ ক্ষমতাবিষয়ে আপনারা ঐ পত্রে সর্বসাধারণ লোকের মানস জ্ঞাপন করিয়াছেন ।