পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদপত্রে মেনকালের কথা سیاسvév করিয়াছেন তাহ ব্যক্ত নাই কিন্তু আমারদের অতিস্পষ্ট উচিত কাৰ্য্য এই যে এতদ্দেশীয় রাজশাসন যতকাল আমারদের অধীন থাকে ততকাল যথাসাধ্য লোকের মঙ্গলার্থ ঐ ব্যাপার ' নির্বাহ করিতে হইবে। অবাধে মুদ্রাকরণের অনুমতি দেওয়া বিদ্যা বৃদ্ধিকরণের এক মহোপায় অতএব তাহার অনুমতি দেওয়া আমারদের নিতান্ত উচিত কৰ্ম্মের মধ্যে । কি নিমিত্ত পরমেশ্বর ইঙ্গলওঁীয়েরদের রাজ্য এতদ্দেশে সংস্থাপন করিয়াছেন কি কেবল তাহার দেশের রাজস্ব আদায় করিয়া রাজ্যরক্ষার্থ যেসকল কৰ্ম্মকারকের অবিশু্যক তাহারদিগকে বেতন দিয়া যাহা বাকি পড়ে তদৰ্থ কর্জকরণ কখন নহে ইহাহইতে এই গুরুতর অভিপ্রায়েতে ঈশ্বর আমারদিগকে এতদ্দেশে সংস্থাপন করিয়াছেন যে ইউরোপের নানা প্রকার বিদ্যা ও বুদ্ধি ও সভ্যতা এতদেশের মধ্যে আমরা ব্যক্ত করি এবং তদ্বারা দেশীয় লোকের অবস্থার ভদ্রতা করি এবং এই অভিপ্রায় সিদ্ধকরণার্থ অবাধে মুদ্রাকরণ ক্ষমতা দেওয়াই এক প্রধানোপায় । যাহার এই বিষয়ে আপত্তি করেন তাহারদিগকে ইহাও দশাইতে হইবে যে অবাধে মুদ্রাকরণের দ্বারা গবর্ণমেণ্টের এবং সরকারী কৰ্ম্মকারকেরদের অপকৰ্ম্মের প্রতিবন্ধকতা করা উচিত নহে এবং মুদ্রাকরণ ব্যাপার মুক্ত রাখিয়া কেবল আইনের শাসনাধীন রাখণাপেক্ষ বিনা আইনে স্বেচ্ছাক্রমে মুদ্রাকরণের প্রতিবন্ধকতা করা ভাল কিন্তু এই যুক্তিতে কেহই সম্মত হইবেন না । ইহার পূর্বে লোকেরা বোধ করিত যে মুদ্রণযন্ত্রে যাহা ইচ্ছা তাহাই ছাপাইতে অনুমতি থাকিলে ভারতবর্ষের মধ্যে কেহই তিষ্ঠিতে পারিবে না কিন্তু সেই অমুভব দূরীকৃত হইয়াছে এইক্ষণে কেহ২ বিবেচনা করেন যে ইউরোপীয়েরদিগকে সেই সকল অহুমতি দিলে তাদৃশ ক্ষতি নাই বরং মঙ্গল সম্ভাবনা তথাপি তাহারা বোধ করেন যে এতদেশীয়েরদিগকে তত্ত্ব ল্য অনুমতিতে অনিষ্ট সম্ভাবনা আছে কিন্তু আমি তাহাতে ভীত নহি বরং আমি ইহা নিশ্চয় বোধ করি যে এতদ্দেশীয় লোকেরদের প্রতি অবিশ্বাসী হইয়া আইন করিলে অথবা স্বত্বাধিকার বিষয়ে এতদ্দেশীয় লোকেরদের পক্ষে এক আইন এবং ইউরোপীয় লোকেরদের পক্ষে প্রকারান্তর আইন করিলে অবিবেচনা ও অযথার্থ কৰ্ম্ম করা হয় । মুদ্রাযন্ত্র নিত্যই আইনের অধীন থাকিবে তাহাতে যদ্যপি নূতন আইনের আবশ্বক হয় তবে করা যাইবে । এইক্ষণে ব্যবস্থাপক কৌন্সেল এতদ্দেশে স্থাপিত হইয়াছে যদি রাজ্যের কোন বিঘ্ন হয় তবে তৎক্ষণাৎ তাহার উপায় করিতে পারিবেন। অতএব মুদ্রাকরণবিষয়ে স্বচ্ছন্দত থাকাতে পূর্বে যে: সকল আপত্তি ছিল তাহ এইক্ষণে দূরীকৃত হইল। • সাধারণ যুক্তিক্রমে সম্পূর্ণরূপে ছাপাকরণবিষয়ে স্বাচ্ছন্দ্যের অনুমতি থাকাতে যে স কারণ দৃষ্ট হইল তদ্ব্যতিরেকে ভারতবর্ষে ছাপার কার্য্য যন্দ্রপ অবস্থায় ছিল তদৃষ্টে এই প্রস্তাবিত আইন একপ্রকারে সিদ্ধ না করিলে নয় এমত হইয়াছিল । বহুকালাবধি মুদ্রাকরণবিষয়ে স্বচ্ছন্দতার অনুমতি ছিল ফলত সংপ্রতিকার গবর্ণর জেনরল লার্ড উলিয়ম বেন্টঙ্কের আমলসময় ব্যাপিয়া এইরূপ ছিল এবং যদিও ছাপাকৰ্ম্মের প্রতিবন্ধক আইন