পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిస్ట్రిe * মনংবাদ পত্রে মোকানের কথা তাহার প্রতিবন্ধকতা কর্তব্য কি না । এবং আইনের পরিবৰ্ত্তে গবৰ্ণমেণ্টের অবাধ্য পরাক্রম সংস্থাপন করিতে হইবে কি না অথবা ছাপাকরণবিষয়ে এমত অনুমতি দেওয়া উচিত যে তাহার উপরে কোন আইনের শাসন না থাকে । দেখুন মান্দ্রাজে ছাপার কৰ্ম্ম বিষয়ে কোন আইন নাই এবং সেই স্থানে যে কোন ব্যক্তি যা ইচ্ছা তা ছাপাইলে তদ্বিষয়ে তাহাকে কোন দায়ীকরণের উপায় নাই । বোম্বাইতে যে ব্যবস্থা চলিতেছে তাহ আমারদের এইক্ষণকার প্রস্তাবিত ব্যবস্থার তুল্য অতএব মুদ্রাকরণবিষয়ে স্বচ্ছন্দতার সম্পূর্ণ অনুমতি না দিয়া যদি কোন আইন নিৰ্দ্ধাৰ্য্য হইত তবে যে স্থানে কোন প্রতিবন্ধক নাই সেই স্থানে প্রতিবন্ধক স্থাপন করাই হইত অতএব সেইস্থানে এতদ্রুপ নিয়ম করা অঙ্কুচিত ও অনাবশ্বক হইত। মান্দ্রাজে ছাপাকরণের অনুমতি ছিল বটে কিন্তু তাহাতে কেহ দায়ী ছিল না অতএব সেইস্থানে কোন ব্যবস্থা করণের অত্যাবশ্যক বটে কিন্তু এই বিষয়ে কেবল এক রাজধানীর নিমিত্ত আইন করা অঙ্কুচিত বোধ হইল অতএব আমারদের বিবেচনাতে এই সিদ্ধ হইল যে আমরা তাবৎ ভারতবর্ষের নিমিত্ত যে ব্যবস্থার প্রস্তাব করিতেছি সেই ব্যবস্থা সিদ্ধ করাই উত্তম তন্দ্বারা ছাপা কৰ্ম্মের বিষয়ে সম্পূর্ণরূপ অনুমতি দেওয়া যাইবে এবং ঐ ব্যবস্থার তাবৎ নিয়মের এইমাত্র অভিপ্রায় থাকিবে যে যিনি যাহা ছাপাইবেন তিনি তাহার দায়ী হইবেন । এইক্ষণে এই বিষয় যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকা, অকুচিত এবং যদ্যপি মুদ্রাযন্ত্রবিষয়ের প্রতিবন্ধক কোন আইন আমরা নিৰ্দ্ধাৰ্য্য করিতাম তবে সকলই কহিত যে উত্তম ব্যবস্থা করণবিষয়ে কৰ্ত্তারা পরাজুখ হইয়া বর্তমান সময়ের বিপরীত আইন করিতেছেন । J ছাপা কৰ্ম্মের দ্বারা যে সকল অত্যাচার ও পরক্ষতি হওনের সম্ভাবনা তাহণ নিবারণার্থ আইন করা যে সুকঠিন ইহা আপনার স্পষ্টই ব্যাখ্যা করিয়াছেন । আমারও বোধ হয় যে এই বিষয়ে আইন স্থির করা অসাধ্য ব্যাপার। যদ্যপি মুদ্রাকরণ বিষয়ের স্বচ্ছন্দতার দ্বারা যে উপকার জন্মে তাহা যদি আমরা ভোগ করিতে ইচ্ছা করি তবে তাহার সহগামি যৎকিঞ্চিৎ অনিষ্টও স্বীকার করিতে হইবে। যদ্যপি ছাপাকরণ বিষয়ক স্বচ্ছন্দতার অনুমতি এবং মুদ্রাকরণেতে যে অনিষ্ট ব্যাপার হয় তাহ আমরা কাৰ্য্যদৃষ্টে পৃথক বুঝিতে পারি তথাপি আইনের দ্বারা তদগত ভদ্রাভদ্রের বিশেষ সীমা নিদিষ্টকরণের উদ্যোগ করিলে ছাপার কার্য্যের স্বচ্ছন্দতার ব্যাঘাত জন্মে । ছাপাকরণের দ্বারা যে অনিষ্ট জন্মে তাহা ইঙ্গলগু দেশে আইনের দ্বারাও অদ্যপৰ্য্যস্ত নিবারিত হইতে পারে নাই অথচ ইঙ্গলগু দেশে যদি আইন কিছু কঠিন করা যায় তবে ছাপা কাৰ্য্যের স্বচ্ছন্দতা একেবারে নিবৃত্ত হয় অতএব ছাপা কাৰ্য্যের মধ্যে যে মহাপরাক্রম আছে ঐ পরাক্রম র্যাহারদের হস্তে থাকে কেবল তাহারদের সদ্বিবেচনার উপরেই আমারদের নির্ভর করিতে হইবে যে ছাপার ব্যাপারের দ্বারা কোন অনিষ্ট না ঘটে । যাহারা মুদ্রণযন্ত্রের দ্বার আপনারদের মনদাভিপ্রায় সিদ্ধ করিতে উদ্যোগ করেন তাহারাই ঐ ছাপ কৰ্ম্মের পরম শক্ৰ । যখন গবর্ণমেণ্টের নিয়মসকল স্বচ্ছন্দরূপে বিবেচিত হয় এবং সারল্য ও যথার্থরূপে