পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"తినవ CBBD CYY BDDBBDD TLLL সপক্ষই হইবেন । অতএব এতদ্দেশে পন্থছিয়া যদ্যপি এই আইন সিদ্ধ করেন তবে যে সকল লোকের উপরে তিনি রাজশাসন করিবেন ইহার দ্বারা এককালীনই তাহারদের সঙ্গে ঐক্য হইবে । সি টি মেটকাপ । ২০ জুন ১৮৩৫ । ( ৮ আগষ্ট ১৮৩৫ । ২৪ শ্রাবণ ১২৪২ ) মুদ্রাযন্ত্রবিষয়ক আইন –আমরা অত্যন্তাহলাদপূর্বক পাঠক মহাশয়েরদিগকে জ্ঞাপন করিতেছি যে গত সোমবার ৩ আগস্ত তারিখে মুদ্রাযন্ত্রবিষয়ক নূতন আইন কৌন্সেলে জারী হইল এবং তদবধি মুদ্রাষন্ত্রের কার্য্যবিষয়ে আর কোন প্রতিবন্ধকতা নাই । এই সারল্যব্যাপার শ্ৰীলশ্ৰীযুত সর চার্লস মেটকাপ সাহেবের অনুগ্ৰহেতেই সম্পন্ন হইয়াছে এবং আমারদের ভরসা হয় যে এতদ্দেশীয় ও ইউরোপীয় মহাশয়েরা এই অতিশুভাবহ ব্যাপার সম্পাদনোপলক্ষে তাহাকে অতিপ্রশংসাসূচক এক পত্র প্রদান করিবেন। ঐ আইন ১৫ সেপ্তেম্বর তারিথঅবধি জারী হইবে । এই বিষয়ে কেহ২ আপনারদের ভয়ও জ্ঞাপন করিয়াছেন যে কি জানি শ্ৰীলশ্ৰীযুত লার্ড হেসবার সাহেব সমাগত হইয়া ঐ নূতন আইনের প্রতিবন্ধকতা বা করেন। কিন্তু তদ্বিষয়ে আমারদের কিছু আশঙ্কা বোধ হয় না । ( ২২ আগষ্ট ১৮৩৫ । ৭ ভাদ্র ১২৪২ ) মুদ্রাষন্ত্র মুক্তহওনের উপকার স্মরণার্থ বৈঠক —শ্ৰীযুত সর চার্লস মেটকাপ সাহেব ও তাহার কৌন্সেলী সাহেবের দ্বারা ভারতবর্ষের মুদ্রাযন্ত্র মুক্তহওন উপকার যেরূপে চিরস্মরণীয় থাকে তাহা বিবেচনার্থ কলিকাতানিবাসি লোকেরদের গত বৃহস্পতিবারে টেীনহালে এক বৈঠক হয় । ঐ বৈঠকে অনেক কথার আন্দোলন হইয়া পরিশেষে প্রধান বিবেচিতবিষয়ে প্রায় সমাগত সকল ব্যক্তির মতের ঐক্য হইল। শ্ৰীযুত পার্কর সাহেব এই প্রস্তাব করিলেন যে সাধারণ ব্যক্তির নামে এক চাদ হয় এবং ঐ চাদীয় সংগৃহীত অর্থের দ্বারা পুস্তকের এক অট্টালিকা নিৰ্ম্মাণ করা যায় এবং ঐ পুস্তাকালয়ের মেটকাপ পুস্তকালয় এই নাম থাকে। এই প্রস্তাবে বৈঠকে সমাগত সজ্জনসমূহের সন্তোষ জন্মিল ইহাতে আমারদেরও আহলাদ অাছে যেহেতুক মুদ্রাযন্ত্র মুক্তকরণদ্বারা বিদ্যাবৃদ্ধির যে মহোপায় হইল ইহা চিরস্মরণার্থ বিদ্যার নানাপ্রকার পুস্তকালয় সংস্থাপন করা যেমন উচিত তেমন অন্য কোন কাৰ্য্য বোধ হয় না যেহেতুক মুদ্রাযন্ত্রের প্রতিবন্ধকতা করা এবং অাকরস্থানে বিদ্যার শ্রোত বন্ধ করা একই কথা । * ঐ বৈঠকে আরো এই স্থির করা গেল শ্ৰীলশ্ৰীযুক্ত সর চালর্স মেটকাপ সাহেবের নিকটে মুদ্রাযন্ত্র মুক্তকরণ বিষয়ে যে আবেদন অর্পণ করা গিয়াছিল তাহার উত্তর প্রস্তরে খোদিত করিয়া টেনহালের মধ্যে স্থাপিত করা যায়। ইহাতেও আমারদের পরম সস্তোষ আছে । এবং আগামি ১৫ সেপ্তেম্বর তারিখে ঐ মুদ্রাযন্ত্র মুক্তিবিষয়ক ব্যবস্থা জারী হইবে