পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•• जङज . . . . . \లిక్షుల অতএব ইচ্ছা হইলে যে কোনো সাহেবের ঐ স্থানে উপস্থিত হইয়া ভোজনাদি করিবেন এবং ঐ রাত্রিতে কলিকাতানগরের মধ্যে উত্তম রোসনাইকরণের প্রস্তাব হুইয়াছে । ച് ( ২৯ আগষ্ট ১৮৩৫ । ১৪ ভাদ্র ১২৪২ ) একাদিক্ৰমে জবনরাজ্যের চিহ্নসকল এতদ্দেশহইতে লুপ্ত হইয়া যাইতেছে । ফৌজদারী নূতন আইন করণবিষয়ে গবর্ণমেণ্ট ব্যবস্থাপক কৌন্সেলে যে উপদেশ দেন তাহ গত সপ্তাহের দর্পণে প্রকাশিত হইয়াছে । ঐ আইন সমাপ্ত হইলে পর মোসলমানের শর ৭০ বৎসরঅবধি ইঙ্গলতীয় গবর্ণমেণ্টের অধীনে যে বলবৎ আছে তাহা একেবারে লুপ্ত হইয়। যাইবে ইহার পর মৌলবীকে আর জিজ্ঞাসা করিতে হইবে না যে অপরাধির কি দণ্ড করিতে হইবে কিন্তু অপরাধের বিবরণ ও বিষয় ভেদে কিপর্য্যন্ত দণ্ড দেওয়া যাইবে সে সমুদয় ঐ আইনের মধ্যে লিখিত থাকিবে । এই সপ্তাহে আমরা প্রকাশ করিলাম যে অল্পকালের মধ্যে নূতন মুদ্রা চলিত হইবে এবং তাহাতে এমত আর কোন কথাটি থাকিবে না যে ইহা দিল্লীর জবন বাদশাহের মুদ্রা । - ( ৯ এপ্রিল ১৮৩৬ । ২৯ চৈত্র ১২৪২ ) লেজিসলেটিব কৌন্সেলের অতিস্মরণীয় কাৰ্য্য অর্থাৎ রাহাদারি মাস্থল উত্থাপনের চিরস্মরণার্থ গত বৃহস্পতিবার সায়ংকালে এতদেশীয় কতিপয় বরিষ্ঠ যবিষ্ঠ কতৃক চোরবাগানে l জ্ঞানান্বেষণ ব্যাপারালয়ে এক ভোজ সম্পন্ন হয় । ( ২৯ অক্টোবর ১৮৩৬ । ১৪ কাৰ্ত্তিক ১২৪৩ ) আমরা আহলাদপূর্বক প্রকাশ করিতেছি এক্ষণে ইংরাজদিগের মধ্যে এমত নিয়ম হইয়াছে যে তাহারা হিন্দুদিগের পূজা সময়ে নাচ দেখিবার আহবানে তদভবনে গমন করিবেন না অনুমান করি এনিয়ম বুথ নহে যেহেতু এ বৎসরে প্রায় ইংরাজেরা কোন স্থানে যান নাই... .পূর্বে চিরকাল রীতি ছিল এতদেশীয় লোকেরা ইংরাজদিগকে বড় দিনের সময়ে এবং অন্যান্য কৰ্ম্মোপলক্ষে ডালি বা সওগত দিতেন লার্ড বেন্টাঙ্ক বাহাদুরের আইন হইয়া তাহ রহিত হইয়াছে যদি বল সে আইন কেবল সিবিল মিলেটরীর উপর মাত্র এস্থলে আমারদিগের সেইমাত্র প্রার্থনা কেনন। উকীল কৌন্সেলীকে বাটতে লইয়া যাওয়া কাহারে। দুঃসাধ্য ব্যাপার নহে আর সওদাগর সাহেবেরা বাটতে গেলেও কেহ আপনার শ্লাঘা জ্ঞান করেন না আর আইন হইলে একটা ধারা পড়িয়া যায় সেইমতে সকলে চলে তাহারও প্রমাণ ডালি দেওয়ার বিষয়ে দেখা যাইতেছে । [ চন্দ্রিক ]