পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা లి হিন্দুকলেজ ( ৮ জানুয়ারি ১৮৩১ । ২৫ পৌষ ১২৩৭ ) বর্ষফল । ১৮৩০ সাল । সেপ্তেম্বর ৩ [১৮৩০] । হিন্দু কলেজের অধ্যক্ষেরা এই আজ্ঞা প্রচার করেন ষে কালেজের কোন ছাত্র ব্যক্তি যদি কোন ধৰ্ম্মসংক্রাস্ত কি রাজসংক্রাস্ত কোন সভাতে গমন করে তবে তাহাতে আমরা অত্যন্ত বিরক্ত হইব ইহা কহিয়৷ তাহারদের গমন রহিত করেন । بیسیم ( ১৯ ফেব্রুয়ারি ১৮৩১ । ৯ ফাল্গুন ১২৩৭ ) হিন্দু কালেজ ।--হিন্দু কলেজস্থ ছাত্রেরদিগকে যে বার্ষিক পুরস্কার বিতরণ গত শনিবারে টোন হালে হয় তাহার বিবরণ আমরা ইণ্ডিয়া গেজেটনামক সস্বাদপত্রহইতে লইলাম । তথায় অনেক ইউরোপীয় ও এতদেশীয় মহাশয়েরা বিশেষতঃ শ্ৰীযুত সর চার্লস মেটকাফ সাহেব ও শ্ৰীযুত ব্লন্ট সাহেব ও শ্ৰীযুত সর এড়ার্ড রৈণ সাহেব ও শ্ৰীযুত হের সাহেব ও শ্ৰীযুত প্লেীডন সাহেব ও শ্ৰীযুত পার্কর সাহেব ও শ্ৰীযুত ডাক্তর মিল সাহেব ও শ্ৰীযুত বাবু রসময় দত্ত ও শ্ৰীযুত বাবু শ্ৰীকৃষ্ণ সিংহ ও শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ও শ্ৰীযুত বাবু রামকমল সেন ও শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেব ও শ্ৰীযুত বাৰু নন্দলাল ঠাকুর এবং অন্যান্য এতদ্দেশীয় যে২ লোক বালকেরদের বিদ্যালোচনায় তুষ্ট হন তাহারা সমাগত হইয়াছিলেন। অপর শ্ৰীযুত ডাক্তর উইলসন সাহেব নানা সম্প্রদায়ের ছাত্রেরদিগকে আহবান করিলে খ্ৰীযুত সর চার্লস মেটকাফ সাহেব কৃতবিদ্য বালকেরদিগকে পুরস্কার দিলেন ইহার শেষ হইলে কতক যুৱ ছাত্রেরা নাটক কাব্যহইতে গৃহীত কতক প্রকরণ আবৃত্তি করিল। সেই সকল প্রকরণের নির্ঘণ্ট এই । আলেকসান্দর ও দস্থ্য । আলেকসান্দর 油 蜴 歌 কমলকৃষ্ণ দেব দস্থ্য 4 & 8 মাধবচন্দ্র সেন কৃপণ ও পলুতস 哆 哆 甲 পীতাম্বর মিত্র লাকিলস উঅানিং লাখিল 曾 影 始 তারিণীচরণ মুখোপাধ্যায় ডাইন * * * হরনাথ মুখোপাধ্যায়