পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जमॉछ · · · · · లీఫెన এই সভার লোক সংখ্যা যেরূপ ছিল আমি গত বৃহস্পতিবারে দেখিলাম তদপেক্ষ দশ গুণ বুদ্ধি হইয়াছে ঐ রাত্রিতে প্রথমত কতিপয় সভে্যুর আগমনান্তর শ্ৰীযুত বাৰু কালীনাথ রায় ও শ্ৰীযুত বাবু রামলোচন ঘোষ এবং পূর্ণচন্দ্রোদয়সম্পাদক ও প্রভাকর সম্পাদকপ্রভৃতি অনেক ভদ্র লোক আসিলে পর সভার কার্য্যারম্ভ হইল অনস্তর সভাপতি শ্ৰীযুত গৌরীশঙ্কর তর্কবাগীশ বিবিধ বক্তৃতাপূর্বক পূৰ্ব্ব সপ্তাহে স্থিরীকৃত প্রস্তাব সকলকে জ্ঞাপন করিলেন সে প্রস্তাব এই যে দুঃখ হইতে মুখ জন্মে কি মুখহইতে দুঃখ উৎপন্ন হয় তাহাতে শ্ৰীযুত বাবু, রামলোচন ঘোষ কহিলেন এই প্রশ্নের উত্তরে শেষ অদৃষ্ট পৰ্য্যন্ত মানিয়া ধৰ্ম্ম বিষয়ে বিচার করিতে হইবেক কিন্তু সভার দশম নিয়মে লিথিত আছে বঙ্গভাষা প্রকাশিক সভাতে ধৰ্ম্মবিষয়ক বিচার হইবেক না অতএব আমার বোধ হয় এই প্রস্তাব ঘটিত বিচার না করিয়া নীতি এবং রাজকাৰ্য্যাদি সংক্রান্ত বিষয় যাহাতে আমারদিগের ইষ্টানিষ্টের সম্পর্ক আছে তাহা বিবেচনা করিলে দেশের অনেক উপকার হইবেক ইহাতে শ্ৰীযুত বাৰু কালীনাথ রায় ও শ্ৰীযুত বাবু মহেশচন্দ্র সিংহ পোষকতাবিষয় নানা দৃষ্টান্ত দর্শাইয় যেরূপ বকৃত করিলেন তাহা শ্রবণে সভাময় ধন্যবাদ ধ্বনি উপস্থিত হইল তৎপরে শ্ৰীযুত বাবু কালীনাথ রায় কহিলেন রাজসংক্রান্তাদি বিবিধ বিষয় যাহাতে দেশের অনিষ্ট হইতেছে তর্কদ্বারা স্থিরীকৃত হইলে এই সভাই তাহা নিবারণের চেষ্টা করেন অতএব এমত নিয়ম স্থির করা যায় যে রাজদ্বারে আবেদন বা অন্য উপায় যাহাতে দেশের অনিষ্ট নিবারণ হয় বঙ্গভাষা প্রকাশিকা মনোযোগপূর্বক তাহা করিবেন ইহাতে সকল সভ্য ঐ বাবুকে ধন্যবাদপূৰ্ব্বক স্ব২ সম্মতি জ্ঞাপন করিলেন অনস্তর সভা সম্পাদক শ্ৰীযুত দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন পূৰ্ব্বস্থিরীকৃত নিয়মাদি পাঠ করিয়া ঐ নিয়ম পুস্তকে লিখিলেন । পরে শ্ৰীযুক্ত বাবু রামলোচন ঘোষ কহিলেন ইঙ্গলওঁীয় লোকেরদের সভাতে সভ্যের চৌকীতে উপবিষ্ট এবং মধ্যস্থলে টেবিল রাখিয়া থাকেন আর সভ্যেরা গাত্ৰোখানপূৰ্ব্বক বক্তৃতা করেন তবে এসভাতে সেরূপকরণের বাধা কি ইহাতে শ্ৰীযুত পূর্ণচন্দ্রোদয়সম্পাদকের সহিত অনেক তর্ক বিতর্কের পর , সকল সভ্যেরাই স্থির করিলেন চৌকীতে উপবিষ্ট হইয়া গাত্ৰোখানপূর্বক বক্তৃতা করিতে হইবেক ইহাতে সভাপতি কহিলেন এই সভার আরম্ভ মাত্র হইয়াছে কিঞ্চিন্ধন সঞ্চিত নাই এবং সভাতে উপস্থিত ব্যক্তিরদিগের মধ্যে অনেকে নিৰ্দ্ধন তবে ইহার ব্যয় নির্বাহ কিরূপে হইবেক তাহাতে শ্ৰীযুত বাবু কালীনাথ রায় ও শ্ৰীযুত বাৰু প্যারিমোহন বস্থ ও শ্ৰীযুত বাবু মহেশচন্দ্র সিংহ অতি সদ্বক্তৃতাপূর্বক ব্যক্ত করিলেন ব্যয় সাধ্য কাৰ্য্যের ভার ধনি লোকেরাই গ্রহণ করিবেন ইহার পরে অনেক বিষয়ে বহু সভোর বক্তৃতার পর শ্ৰীযুত বাবু রামলোচন ঘোষ কহিলেন সংপ্রতি শাসনকৰ্ত্তারা নিষ্কর ভূমির কর স্থাপন আরম্ভ করিয়াছেন অতএব আগামি সভার বিবেচনার্থ এই প্রশ্ন স্থির করা যায় যে রাজকর্তৃক নিষ্কর ভূমির কর গ্রহণ উচিত কি না তাহাতে শ্ৰীযুত বাৰু কালীনাথ রায়ের ও সভাপতির পোষকতানুসারে সকল সভ্যই সম্মত হইলেন এবং সভার