পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

868 লংবাদপত্রে সেনকালের কথা বৰ্ত্তমানাবস্থায় অস্মদাদির দেশীয় মন্থয্যেরা যেরূপ অসভ্য ও উৎসাহ রহিত তাহাতে যদি তাহারদিগের নিষ্কর ভূমির উপস্বত্বকর্তৃক অশন বসনের উপায় হয় কদাচ তাহার দেশের মঙ্গলার্থে উৎসাহী উদ্যোগী হইবেন মা বরঞ্চ প্রায় অসভ্য সস্তানেরা ইন্দ্রিয়াদির অলীক স্বখে সৰ্ব্বদা মত্ত হইয়া পশ্বাদির ন্যায় কাল যাপন করিবে তৎপ্রমাণ দেখুন যে সকল প্রাচীন ধনী ও ভূম্যধিকারী এদেশেতে বিখ্যাত র্তাহারদিগের মধ্যে অতি অল্প ব্যক্তির সভ্যতা ও স্থধারা দেখাইতে পরিবেন যদি বলেন র্যাহারদিগের একালপৰ্য্যন্ত নিষ্কর ভূমি জীবন উপায়ের কারণ ছিল এইক্ষণে র্তাহারদিগের উপজীবিকা কি হইবেক আমি অনুভব করি যে উক্ত উপায়াভাবে ঐ সকল জনেরা ধন উপার্জনার্থে অধিক উৎসাহী ও পরিশ্রমী হইয়া নানাবিধ উপায়ের চেষ্টা করিবেন যে তৎ কর্তৃক দেশের পরস্পর শুভজনক হইবেক যদ্যপি আশঙ্কা করেন নিষ্কর ভূমি অভাবে তস্ত ভোগি ব্যক্তিরা দস্থ্য বৃত্তি ইত্যাদি মন্দ কৰ্ম্ম করিতে পারেন তৎপ্রতিবন্ধকার্থে স্থানে২ বিদ্যালয় ও পোলীসাদি রাজশাসন প্রবলরুপে চলিতেছে ? উত্তর২ বাহুল্যহওনের যথেষ্ট উদ্যোগাদি হইতেছে । যদিস্তাৎ আমি জানিতেছি যে অস্মদাদির দেশীয় প্রায় তাবৎ লোকই নিষ্কর ভূমির বিষয়ে ষে আমার মতের বিপরীত কহিবেন এবং আশ্চৰ্য্য বোধ করি না যে আমি তাহারদিগের সমীপে অত্যন্ত নিন্দিত হইব কিন্তু নিরপেক্ষ ব্যক্তিরা বিবেচনা করেন যে উপরি উক্ত বিশেষ প্রবল কারণের বিরহে অন্ত কি হেতু বাদে কোন ব্যক্তি নিষ্কররূপে ভূমির উপস্বত্ব ভোগ করিতে পারেন । শ্রীরামলোচন ঘোষস্থা । ( ৭ জানুয়ারি ১৮৩৭ । ২৫ পৌষ ১২৪৩ ) গত রবিবারে বঙ্গভাষা প্রকাশিক সভার অন্তঃপাতি সভাতে সভ্যেরা যাহা করিয়াছেন তাহার সবিশেষ বিবরণ আমরা পাইয়াছি ঐ সভার প্রতিজ্ঞাসকল অত্যুত্তম ও অবশ্য প্রকাশ্য এবং এতদ্দেশস্থ লোকেরদের বিশেষ বিবেচ্য হয় । অতএব আমরা তাহ প্রকাশ করিলাম । বাঙ্গালির মধ্যে কতিপয় ব্যক্তি যাহারা গবর্ণমেণ্টের কৰ্ম্মেতে লিপ্ত আছেন অথবা নিষ্করভূমির করগ্রহণে র্যাহারা ইষ্টসিদ্ধি জ্ঞান করেন তাহারাই বলেন গবর্ণমেণ্ট নিষ্করভূমির করগ্রহণকরত । উচিত কাৰ্য্য করিতেছেন নতুবা এতদেশীয় সৰ্ব্বসাধারণ লোকেরাই কহেন রাজারা, এ বিষয়ে অন্যায় করিতেছেন কিন্তু দেশস্থ লোকেরদের উচিত হয় না গবর্ণমেন্ট অন্যায় করিতেছেন জানিয়া মৌনাবলম্বনে থাকেন। অতএব বঙ্গভাষা প্রকাশিক সভা এই বিষয়ের কোন সছুপায়করণার্থ সকলকে নিমন্ত্ৰণ করিবেন এইক্ষণে আমরা প্রার্থনা করি দেশস্থ সমস্ত মহাশয়ের তাহাতে অঙ্গুৎসাহ প্রকাশ না করেন । - গত রবিবার বেলা দুই প্রহর এক ঘণ্টা কালে বঙ্গভাষা প্রকাশিক সমাজের এক অস্তঃপাতি সভা হইয়াছিল তাহাতে খ্ৰীযুত গৌরীশঙ্কর তর্কবাগীশ শ্ৰীযুত দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন