পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:896 ي . . . . . د . . . .s}}ه۶Tته . শ্ৰীযুত কালীনাথ রায় শ্ৰীযুত রামলোচন ঘোষ শ্ৰীযুত পেয়ারীমোহন বস্থ শ্ৰীযুত মহেশচন্দ্র সিংহ শ্ৰীযুত ঈশ্বরচন্দ্র গুপ্ত শ্ৰীযুত তারকনাথ মুখোপাধ্যায় ও শ্ৰীযুত ভোলানাথ বস্থ ইত্যাদি বহুব্যক্তি উপস্থিত ছিলেন। প্রথমতঃ সভাপতি প্রস্তাব করিলেন রাজার নিষ্কর ভূমির করগ্রহণ আরম্ভ করিলেন অতএব এতদেশীয় চারি পাচ সহস্ৰ লোকের নাম স্বাক্ষরপূর্বক রাজদ্বারে এই বিষয়ের এক দরখাস্ত করা উচিত কি না এই বিষয় বিবেচনার্থ অদ্য সভা হইয়াছে ইহাতে অনেক বাদামুবাদের পর স্থির হইল কলিকাতা ও তচ্চতুৰ্দিগস্থ এতদ্দেশীয় সৰ্ব্বসাধারণ লোকসকলকে জ্ঞাত করা যায় যে র্তাহারা এক দিবস কোন স্বতন্ত্র স্থানে সভা করিয়া এই বিষয় বিবেচনা করিবেন এবং সকলকে জ্ঞাপনজন্য এক অনুষ্ঠানপত্রও লিখিত হইল এই অনুষ্ঠানপত্র ছাপিয়া সৰ্ব্বত্র প্রেরণ করিবেন এবং তাহাতে হিন্দু মোসলমান সাধারণ সকলের নাম স্বাক্ষর হইলে সভার স্থান ও দিন স্থির করিয়া সমাচারপত্রে বিজ্ঞাপন দিবেন। অনুষ্ঠানপত্র । বঙ্গভাষা প্রকাশিক সভা সাধারণকে জ্ঞাত করিতেছেন রাজকতৃক নিষ্কর ভূমির করগ্রহণের যে মহান উদ্যোগ হইতেছে ইহাতে সমূহ লোকের অনিষ্টসম্ভাবনা অতএব তন্নিবারণার্থ কোন বিশেষ সদুপায় চেষ্টাকরণকারণ দেশস্থ শিষ্ট বিশিষ্ট মান্তাগ্রগণ্য মহাশয়দিগের কোন স্থানবিশেষে একত্র হইয়া বিশেষ পরামর্শ করা উচিত। এতদ্দেশ্যেপকারকবিষয়ে উৎসাহি মহাশয়ের এই স্বাক্ষর পুস্তকে স্ব২ নাম স্বাক্ষর করিলে পশ্চাৎ একত্রহওনের দিন ও স্থানের নিরূপণপূর্বক বিজ্ঞাপন করা যাইবেক — জ্ঞানান্বেষণ । ’ ( ১৪ অক্টোবর ১৮৩৭ । ২৯ আশ্বিন ১২৪৪ ) নূতন সমাজ –কথিত আছে যে দেওয়ান শ্ৰীযুত রামকমল সেন এক নূতন সমাজ স্থাপন করিতে নিশ্চয় করিয়াছেন তাহার অভিপ্রায় যে নিষ্কর ভূম্যধিকারিদিগের পক্ষে এবং রাজকীয় কৰ্ম্মে বঙ্গভাষা চলনহওন বিষয়ে এক আবেদন পত্র ইঙ্গলও দেশে প্রেরণ করেন । ( ১৮ নবেম্বর ১৮৩৭ ৪ অগ্রহায়ণ ১২৪৪ ) জমিদারেরদের সমাজ –রিফাৰ্ম্মর পত্রে লেখে যে আমরা পরমালাদপূর্বক জ্ঞাপন করিতেছি গত শুক্রবার অপরাহ্ন চারি ঘণ্টাসময়ে ভূম্যধিকারি ব্যক্তিরদের সমাজ স্থাপনের ঔচিত্যানেীচিত্য বিবেচনার্থ কলিকাতা ও তৎসন্নিহিতস্থানীয় প্রধান২ জমিদারেরদের হিন্দুকলেজে প্রথম বৈঠক হয়। সমাজের অভিপ্রায় এই যে চেম্বর অফ কমাস অর্থাৎ বাণিজ্য সমাজের দ্বারা যেমন বাণিজ্য বিষয় রক্ষা পাইতেছে তদ্রুপ এই সমাজের দ্বারা দেশীয় সম্পর্ক বিষয়সকল রক্ষা পায় ও উন্নত হয় । অপর এই বিষয়ে ঐ বৈঠকে অনেক