পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$3 চনংবাদ পত্রে মোকালেৰ কথা মৰ্চাণ্ট অফ বেনিস ।

    • প্রথম আকৃট প্রথম সিন ।

সৈলক * * * কৈলাসচন্দ্র দত্ত টুৰাল • * * রামগোপাল ঘোষ সলনিয়ো * * * তারকনাথ ঘোষ সলারিণে to o o ভূবনমোহন মিত্র পিটরো- * * * তারিণীচরণ মুখোপাধ্যায় তীর্থযাত্রী ও মটর & o o হরিহর মুখোপাধ্যায় ইহারদের মধ্যে সৈলকের বেশধারী কৈলাসচন্দ্র দত্ত ও যাত্রি ও মটরের বিষয়ক পিটর পিণ্ডরের কাব্য আবৰ্ত্তক হরিহর মুখোপাধ্যায় যেরূপে আবৃত্তি করিলেন তাহাতে সকলেই আশ্চৰ্য্য জ্ঞান করিলেন সেকসপিয়র ও ওয়ালকাট সাহেবের রচনার ভাব বুঝিয়া যে হিন্দু যুব লোকেরা এমত উত্তমরূপে আবৃত্তি করিলেন ইহা অত্যাশ্চৰ্য্য। আবৃত্তি সমাপ্ত হইলে শ্রীরামতনু লাহুড়ি ও শ্রীরাধানাথ সিকদার ও শহরচন্দ্র ঘোষ স্বকপোলরচিত তিন প্রকরণ পাঠ করিলেন ঐ মহাশয়েরা যে ইঙ্গরেজী ভাষায় অতিবিজ্ঞ হইয়াছেন এমত বোধ হয় । ( ৩০ এপ্রিল ১৮৩১ । ১৮ বৈশাখ ১২৩৮ ) ...কোম্পানিবাহাদুরের এবং তৎসম্পৰ্কীয় মহাশয়দিগের আশুকুল্যে বালক সকল নানা BBBB BBBB B BBBBBB BBBB BBBB BBBBB BBS BBB BB BB BBBB BBS বিদ্যাদ্ধার রাজকীয় ও বাণিজ্য ইত্যাদি কৰ্ম্ম করিয়া ধন উপার্জন করণপূর্বক ধৰ্ম্ম কৰ্ম্ম করত স্বখে কালযাপন করিতে পারিবেক ভরসা ছিল ভাগ্যহেতু ধন উপার্জন করা দূরে গিয়া অধৰ্ম্মে প্রবৃত্ত এবং নাস্তিক হইয়া উঠিল তাহার পিতৃলোকের শ্রাদ্ধ তপণাদি করা দূরে থাকুক এবং জীবৎ পিতা মাতাকে আহারাদি দেওয়া থাকুক মান্তও করে না কোম্পানি বাহাদুর তাহাতে মনোযোগ করেন না বরঞ্চ বুঝা যায় তাহাতে বাতাস আছে অতএব হিন্দুদিগের ভাগ্য অতি মন্দ বুঝিতেছি কি জানি ইহার পর আর বা কি হয় কেননা এক্ষণে শুনিতেছি কোম্পানি বাহাদুরের ইজারার মেয়াদ অত্যয় কাল আছে ইহার পর ইহঁারা আর পাইবেন না আমরা এখনি প্রায় পূর্বাবস্থা প্রাপ্ত হইয়া ধরম রাখ২ ডাক ছাড়িতেছি পরে কি হয় তাহ কে জানে এক্ষণে মা গঙ্গা কৃপা না করিলে আর নিস্তার নাই--- আমরা শুনিলাম হিন্দুকলেজের বিষয়ে সংপ্রতি প্রভাকর পত্রে যাহা প্রকাশ হইয়াছিল তজন্য কলেজের সেক্রেটরি শ্ৰীযুত বাবু লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায় তত প্রকাশককে যে চিটী লিখিয়াছেন ভদ্বারা এই বোধ হয় যে কলেজের অধ্যক্ষ মহাশয়ের ক্রোধিত হইয়া থাকিবেন যেহেতু সেক্রেটরী তাহারদিগের অনুমতি ব্যতিরেকে এমত পত্র লিখিতে পারেন না এ নিমিত্ত আমরা ঐ অধ্যক্ষ মহাশয়দিগকে কহিতেছি তাহারা সম্বাদপত্র প্রকাশকদিগের প্রতি কি কারণ