পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মgবাদপত্রে সেকালের কথা وقا ع8 কথোপকথন হইয়া এই প্রকরণের নানা বিষয় উত্থাপিত হইল এবং নিষ্করভূমি বাজেয়াপ্তের যে ব্যাপার হইতেছে তদ্বিষয়েও বিশেষ বিবেচনাপূৰ্ব্বক এই স্থির হইল যে ভূমিসম্পৰ্কীয় ব্যক্তিরদের উচিত যে র্তাহারা সমুদায়ে ঐক্যবাক্য হইয়া যথাসাধ্য উপায়ের দ্বারা উচিতমতে আপনারদের বিষয় রক্ষা করেন। পরে এই সমাজের এক পাণ্ডুলেখ্য ও বিধিসকল নিৰ্ব্বন্ধকরণার্থ ক্ষণেকের নিমিত্ত এক কমিটি স্থাপন করেন অর্থাৎ শ্ৰীযুক্ত রাজা রাধাকান্ত দেব বাহাদুর এবং শ্ৰীযুত বাবু রামকমল সেন এবং শ্ৰীযুত বাৰু ভবানীচরণ মিত্র ও শ্ৰীযুত বাবু, প্রসন্নকুমার ঠাকুর । এই কমিটি মহাশয়েরদিগকে কেবল এই উপদেশ জ্ঞাপন করা গেল যে সমাজের বিধান প্রস্তুতকরণসময়ে ইহা স্মরণ করিবেন যে এই সমাজ জাতি কি দেশ কি বর্ণ কিছু বিভেদ না করিয়া সর্বপ্রকার লোকের নিমিত্ত স্থাপন হইল অতএব তাহার বহিভূত কেহই থাকিবেন না। এই সমাজের এমত সাধারণ নিয়ম হইবে যে তদ্বারা সৰ্ব্বপ্রকার ব্যক্তিই তাহাতে প্রবিষ্ট হইতে পারেন। এবং দেশের মধ্যে যে কোন ব্যক্তি ভূমি সম্পৰ্কীয় হন তিনি স্বচ্ছন্দে ঐ সমাজের অন্তঃপাতী হইতে পারেন । এই কমিটির কার্য্য সমাপন হইলে পর ঐ সকল বিধির বিবেচনার্থ ও সমাজ স্থাপনার্থ সাধারণ এক বৈঠক হইবে । ( ২৪ মার্চ ১৮৩৮ । •ર ઃ ૨88 ) পূর্বোক্ত প্রস্তাবানুসারে জমিদারেরদের এক সভা স্থাপনার্থ গত সোমবারে অপরাহ্ন চারি ঘণ্টাসময়ে শিষ্টবিশিষ্ট মাদ্য জমিদারেরদের এক বৈঠক হয়। ঐ সভাতে উপস্থিত মান্তবরেরা বিশেষতঃ শ্ৰীযুত বাবু কানাইলাল ঠাকুর শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর শ্ৰীযুত বাবু লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায় শ্ৰীযুত রাজা কালীকৃষ্ণ বাহাদুর শ্ৰীযুত বাবু উমানন্দ ঠাকুর শ্ৰীযুত বাবু উদয়ৰ্চাদ বসাক শ্ৰীযুত বাবু কাশীপ্রসাদ ঘোষ শ্ৰীযুত বাবু প্রমথনাথ দেব শ্ৰীযুত বাবু রঘুরাম গোস্বামী শ্ৰীযুত রাজা রাজনারায়ণ বাহাদুর শ্ৰীযুত বাবু অভয়াচরণ বন্দ্যোপাধ্যায় শ্ৰীযুত বাবু মথুরানাথ মল্পিক শ্ৰীযুত রাজা বরদাকণ্ঠ রায় শ্ৰীযুত রাজা রাধাকান্ত বাহাদুর শ্ৰীযুত বাবু শ্যামলাল ঠাকুর শ্ৰীযুত বাৰু প্রেমচাদ চৌধুরী শ্ৰীযুত বাবু রাজকৃষ্ণ রায় চৌধুরী শ্ৰীযুত বাবু সত্যচরণ ঘোষাল ও তদভ্ৰাতৃবর্গ শ্ৰীযুত বাবু রামকমল সেন শ্ৰীযুত মুনশী আমীর শ্ৰীযুত বাবু ভগবতীচরণ মিত্র শ্ৰীযুত বাবু রামরত্ব রায় শ্ৰীযুত বাবু গোপাললাল ঠাকুর শ্ৰীযুত বাবু কালীনাথ রায় চৌধুরী । .# ov তদ্ব্যতিরেকে শ্ৰীযুত ডিকিন্স সাহেব শ্ৰীযুত প্রিন্সেপ সাহেব শ্ৰীযুত ডেবিড হের এবং অন্যান্ত কতিপয় মহাশয় উপস্থিত ছিলেন। পরে শ্ৰীযুত রাজা রাধাকান্ত বাহাদুর সভাধিপত্যে নিযুক্ত হইয়া কহিলেন যে এই সভাধিপত্য সম্রম নবদ্বীপাধিপতি মহারাজকে দেওয়া উচিত হয় যেহেতুক তিনি বঙ্গদেশের