পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনংবাদ শত্রে সেরকালেৰ কথা مtچ8 এইমাত্র কহিতে পারি যে ঐ সাহেবের বক্তৃতার মধ্যে সৌভাগ্যক্রমে আমরা যাহা শুনিয়াছি তন্মধ্যে সৰ্ব্বাপেক্ষ এই বক্তৃতা উত্তম । তিনি উপস্থিত এতদ্দেশীয় মহাশয়দিগকে অতি ধৈৰ্য্য গাম্ভীৰ্য্যরূপে কহিলেন যে এইরূপে আপনকারদিগের সমাজে একত্র হওয়াতে মহোপকার হইবেক এবং তৎপরে এইরূপ ঐক্য বাক্য হওনেতে যে পরাক্রম জন্মিবে সেই পরাক্রমানুসারে বিবেচনা সিদ্ধ কাৰ্য্য করিতে পরামর্শ দিলেন। ঐ শ্ৰীযুক্ত বিজ্ঞবর সাহেবের সদ্বক্তৃতা শ্রবণ করিয়া আমারদের এমত লালসা হইল যে শ্রোতারদের অন্তঃকরণের মধ্যেও ঐযুত সাহেবের তুল্য উৎসাহ জন্মে। র্তাহার বক্তৃত স্মরণীয় বটে আম, তাহার বক্তৃতার স্কুলাংশ স্মরণ পূর্বক যথাসাধ্য আহরণ করিয়া কল্য মুদ্রাঙ্কিত করিব। অপর শ্ৰীযুত বাবু রামকমল সেন কহিলেন যে উক্ত সাহেবের বক্তৃত যাহারা বুঝিয়াছেন তাহাতে অবশ্য র্তাহারদের সন্তোষ ও জ্ঞান জন্মিয়াছে কিন্তু এই বৈঠকের তাবৎ ব্যাপার বঙ্গ ভাষাতে প্রকাশ করিতে আমারদের কল্প আছে এই প্রযুক্ত তদ্বিবরণ কথনের ਚੈ। আবশ্যকতা নাই । তৎপরে শ্ৰীযুত দেওয়ান এই প্রস্তাব করিলেন যে কৰ্ম্ম নির্বাহাৰ্থ নীচে লিখিতব্য মহাশয়েরা কমিটি স্বরূপ নিযুক্ত হন বিশেষতঃ শ্ৰীযুত ডিকিন্স সাহেব ও শ্ৰীযুত জর্জ প্রিন্সেপ সাহেব ও শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ও শ্ৰীযুত রাজ রাজনারায়ণ রায় বাহাদুর ও শ্ৰীযুত রাজা কালীকৃষ্ণ বাহাদুর ও শ্ৰীযুত বাবু আশুতোষ দেব ও শ্ৰীযুত বাবু রামরত্ব রায় ও শ্ৰীযুত বাবু রামকমল সেন ও শ্ৰীযুত মুনশী আমীর ও শ্ৰীযুত কুমার সত্যচরণ ঘোষাল ও শ্ৰীযুত রাজা রাধাকান্ত বাহাদুর । , এই প্রস্তাবে শ্ৰীযুত বাবু রায় কালীনাথ চৌধুরী পোষকতা করাতে সকলই সম্মত হইলেন । শ্ৰীযুত বাবু সত্যচরণ ঘোষাল তৃতীয় প্রস্তাব করেন তাহাতে শ্ৰীযুত প্রতিপোষকতা করেন তাহা এই যে সকল মহাশয়রা এই সভার অন্তঃপাতী হইতে ইচ্ছা করেন র্তাহারদের নাম লিখিবার নিমিত্ত এক গ্রন্থ প্রস্তুত করা যায় । অপর সায়াহ্ন সাড়ে পাচ ঘণ্টা সময়ে শ্ৰীযুত সভাপতির নিকটে বাধ্যতা স্বীকারপূর্বক সভা ভঙ্গ হইল । - ( ১৬ জুন ১৮৩৮ । ৩ আষাঢ় ১২৪৫ ) আমরা গত সপ্তাহে প্রকাশ করিয়াছি যে শ্ৰীযুক্ত বাবু রাধাকৃষ্ণ মিত্রপ্রভৃতি কতৃক সৰ্ব্বসাধারণের হিতোপদেশক এক নূতন সভা সংস্থাপিত হইবে ইহাতে প্রভাকর লেখেন ষে সম্ভাবিত নূতন সভার অধ্যক্ষ মহাশয়রা মহাজাত্যভিমানী ইহারা যে দলাদলি ব্যতিরেকে সৰ্ব্বসাধারণের উপকারার্থ সভা স্থাপন করিবেন ইহা জ্ঞানান্বেষণ সম্পাদক কদাচ মনেও স্থান দান দেন না ইত্যাদি ইহাতে আমরা বলি ষে উক্ত বাবুরা নূতন সভা সংস্থাপনার্থ যখন যত পাইতেছেন তখন এই সভা উত্তমতা ও সৰ্ব্বসাধারণের হিতকারিণী হইবে অার এইক্ষণে পূৰ্ব্ব পূৰ্ব্বাপেক্ষ ভারতবর্ষে উত্তরোত্তর সর্বসাধারণের মহোপকারার্থ উত্তম২ সভাপ্রভৃতি