পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जग्रांड 8 డిసి হইতেছে আর মনুষ্যগণও উত্তরোত্তর উত্তম২ সভ্য ও জ্ঞানি ও পর হিতে রত হইতেছেন অতএব যে এই নূতন সভায় দলাদলি ও জাতি প্রায়শ্চিত্ত প্রভৃতি প্রসঙ্গ হইবে এমত বোধ অামারদিগের কদাচ হয় না বরং অনুমান করি যে কেবল সাধারণের উপকার জনিকা হইবে কিন্তু ভাবি বিষয়ে প্রভাকর নিশ্চয় করিয়া বলেন যে কেবল দলাদলির নিমিত্তই সভা হইবে ইহা অন্যায় অতএব তাহার কথা আমরা গ্রাহ করি না । এই সভায় এমত উপদেশ দেওয়া যাইবে ষে যাহাতে সৰ্ব্বসাধারণের উপকার হইবে কারণ অধ্যক্ষগণ অতি স্বসভ্য আর দৃষ্টও হইতেছে ক্রমশ উত্তম তাই পাইতেছে । [ জ্ঞানান্বেষণ ] স্বাস্থ্য ( ২৮ মে ১৮৩১ । ১৬ জ্যৈষ্ঠ ১২৩৮ ) শ্ৰীযুত দর্পণ সম্পাদক মহাশয় সমীপেষু —অতীত মাসাবধি এই কলিকাত মহানগরে এক প্রকার জররোগ কোথlহইতে আসিয়া প্রায় সৰ্ব্ব মানবদেহে ভোগ করিতেছে কিন্তু আহলাদের প্রকরণ যে কোন প্রণির তাদৃশ হানী হয় নাই আর কালাধিক্য স্থিতি করে না ৩।৪ দিবসমাত্র আর শরীরে অতিশয় দৌৰ্ব্বলতাকারক এই জরের ঔষধ বাঙ্গালী বৈদ্য মহাশয়েরা কি সেবন করাণ তাহা অনভিজ্ঞ কিন্তু কিযুদিবস হইল শোভাবাজারস্থ শ্ৰীশ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরের ঐ পীড়া হইয়াছিল শুনিলাম যে নৃপনিকেতনের স্থচিকিৎসক শ্ৰীযুত ডাক্তর হলিডে সাহেব যিনি কোম্পানিরও প্রেসিডেন্ট সরজন রেচনদ্বারা তিন দিন মধ্যে মহারাজকে স্বস্থ করিয়াছেন কেহ বা স্নানদ্বারা আরোগ্য করিতেছেন.। ( ২৭ জুন ১৮৩৫ । ১৪ আষাঢ় ১২৪২ ) শ্ৰীযুত দর্পণ প্রকাশক মহাশয়বরাবরেষু —কলিকাতা মহানগরে পীড়িত ব্যক্তিদিগের আরোগ্য নিমিত্তে এক চিকিৎসালয় স্থাপন হওন জন্য অনেক ২ প্রধান লোকেরা কমিটি ও পরামর্শ করিয়া শ্ৰীযুত সি ডবলিউ ইস্মিথ সাহেবকে প্রধান অধ্যক্ষ অর্থাৎ সভাপতি করিয়াছেন। গত ১৮ জুন বৃহস্পতিবার ঐ বিষয়ক উদ্যোগে টেনহালে এক মহাসভা হয়। তাহাতে শ্ৰীযুত সি ডবলিউ ইস্মিথ সাহেব সভাপতি হইয়া উপবেশন করেন। তৎকালীন ডাক্তর জক্সন সাহেব ও ডাক্তর মারটিন সাহেব ও ডাক্তর নিকলসন সাহেব এবং শ্ৰীযুত সর এডওয়ার্ড রৈয়ন ও সর লস গ্রান্ট ও শ্ৰীযুত লর্ড বিসব ও শ্ৰীযুত আর ডি মাইঙ্গলস সাহেব প্রভৃতি ইঙ্গলওঁীয় মহাশয়ের অনেকেই উপস্থিত হন তদ্ভিন্ন এদেশস্থ শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ও শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায় তথা বাবু রামকমল সেন ও বাবু রোস্তমজি ও বাবু রাধাকাস্ত দেবপ্রভৃতি অনেক মহাশয়েরা ঐ সভায় সমাগত হইয়া শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ও ইঙ্গলতীয় প্রধান২ মহাশয়েরা ঐ চিকিৎসালয় হইলে যে রূপ উপকারদায়ক হইবেক 4 &