পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जञांखों - 8 নামক পুত্র গত শনিবার অপরাহ্নে যোড়াবাগানে গরাদি রহিত দোতাল বাটীর ছাদোপরি ঘুড়ী উড়াইতে২ পতত অত্যস্তাঘাতী হইয়া গত সোমবারে দেহ ত্যাগ করিয়াছেন। [ কমার্শিয়াল অ্যাডভারটাইজার } ( ১০ ডিসেম্বর ১৮৩১ ৷ ২৬ অগ্রহায়ণ ১২৩৮ ) শারদীয় পূজা –.উক্ত বাৰু প্রসন্নকুমার ঠাকুর ) হিন্দু দেবদেবীর নিন্দক । যদ্যপিও তিনি তাহার জ্যেষ্ঠেরদের অনুরোধে অথবা তাহার মিত্রের সন্তোষার্থে তিনি শারদীয় পূজা করিলেন তথাপি তিনি দেবদেবীর পূজা ছেলেথেলার ন্যায় জ্ঞান করেন । অপর চন্দ্রিকাম্প্রকাশক লেখেন যে র্তাহার এবং তাহার সহোদরেরদিগের ব্রাহ্মণ্যাকুষ্ঠান অর্থাৎ নিত্যকৰ্ম্ম ত্রিসন্ধ্যাকরা ও স্থাপিত প্রতিমার সেবায় যত্ন ও নিয়মিত সময়ে দশন পুজন জপ যজ্ঞাদিতে কিপ্রকার রত ও পিত্রাদির শ্রাদ্ধে কিমত ব্যাকুলচিত্ত এবং তত্তৎকৰ্ম্মোপলক্ষে ব্রাহ্মণ পণ্ডিত্যদিকে দান করিতে কেমন সম্মত আর তাহাতে পিত্রাদির অক্ষয় স্বগের প্রতি কিপ্রকার বিশ্বাস এতাবৎ শ্রবণাবলোকন করিলে উক্ত সম্বাদপত্র প্রকাশকেরা বুঝি র্তাহাকে একেবারে হেয়ঞ্জান করেন যে ইহঁার তুল্য অবিবেচক আর নাই । এই সকল কথা অমূলক যেহেতুক বাবু প্রসন্নকুমার ঠাকুর ও চন্দ্রকুমার ঠাকুর ও কালীকুমার ঠাকুর ও নন্দকুমার ঠাকুর হিন্দুশাস্ত্রের বিধান কিছুই মানেন না কেবল বাৰু হরকুমার ঠাকুর হিন্দুরদের আচারে রত। র্তাহারদের বংশের মধ্যে বাবু প্রসন্নকুমার ঠাকুর প্রধান রিফাৰ্ম্মর এবং সৰ্ব্ববিষয়েতেই তিনি আপনার ভ্রাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ চন্দ্রিক কিনিমিত্ত ঐ বাবুৰ্বদিগের উপাসনা করেন ইহার কারণ কিছুই বুঝিতে পারি না । তাহারা যে সতীধৰ্ম্ম পুনঃসংস্থাপনার্থ এক পয়সায় সহী করিবেন ইহা তিনি কখন মনে না করুন। সতীবিরুদ্ধ ক্লোনিজেসিয়ানের পক্ষে যে দরখাস্ত বাবু রামমোহন রায় বিলাতে লইয়া গিয়াছেন ঐ দরখাস্তে বাবু প্রসন্নকুমার ঠাকুর স্বহস্তে সহী করিয়াছেন ইহা কি চন্দ্রিক প্রকাশক জ্ঞাত নহেন। তবে চন্দ্রিক প্রকাশকের র্তাহারদিগের অনুরোধকরণে অভিপ্রায় কি তিনি কি ইহঁারদিগের দ্বারা ধনোপার্জন করিতে চাহেন । কস্যচিৎ সত্যবাদিনঃ । , ( ২৯ সেপ্টেম্বর ১৮৩২ । ১৫ আশ্বিন ১২৩৯ ) ৮ চন্দ্রকুমার ঠাকুর —আমরা খেদপূর্বক প্রকাশ করিতেছি বাৰু চন্দ্রকুমার ঠাকুর গত ৫ আশ্বিন বুধবার জরবিকাররোগোপলক্ষে পরলোকগমন করিয়াছেন ইহার বয়ঃক্রম অনুমান ৪৫।৪৬ বৎসরের মধ্যে অধিক নহে ইনি বৈকুণ্ঠবাসি ৬ বাৰু গোপীমোহন ঠাকুরের দ্বিতীয় পুত্র অতিশিষ্ট অবিরোধী প্রিয়ভাষী মৰ্য্যাদক ছিলেন ইহার জ্যেষ্ঠ ৬বাৰু স্বৰ্য্যকুমার ঠাকুরের পরলোক হইলে ইনি সংসারের কতৃত্বপদে নিযুক্ত হইয়া অপূৰ্ব্বরূপে পিতৃপিতামহদির আচরিত ও ব্যবহৃত ধৰ্ম্মকৰ্ম্মানুষ্ঠানপূর্বক বিষয় রক্ষণাবেক্ষণকরত অনেক দিবস উত্তমরূপে