পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जबtख्ञ ৪২১ ( ১৮ মে ১৮৩৩ । ৬ জ্যৈষ্ঠ ১২৪০ ) গৃহদাহ – ৬ গোপীমোহন ঠাকুরের যে অট্টালিকাতে র্তাহার পরিজন থাকেন ঐ অতিবৃহৎ স্বৰ্দশ্য অট্টালিকায় সোমবার রাত্রিতে অগ্নি লাগিয়া তাহার প্রায় সমুদায় দগ্ধ হইয়াছে । ঐ অট্টালিকা পাতরিয়াঘাটার অতি সঙ্কীর্ণ গলির মধ্যস্থপ্রযুক্ত অগ্নিনির্বাণার্থ পোলীস যে জলযন্ত্র প্রেরিত করিয়াছিলেন তাহ প্রায় কাৰ্য্যোপযোগী হইতে পারিল না । একটা কাঠের সিড়ির নিকটে পিনিসের নিমিত্ত এক পিপা তার ছিল সেই স্থানেই প্রথমতঃ অগ্নি লাগে পরে সেইস্থানহইতে অতিবিস্তারিত হইয়া চতুর্দিকুস্থ বারাণ্ডায় লাগিল । অনেক কাগজপত্র ও বহুমূল্য দ্রব্য ও নৃ্যুনাধিক তিন হাজার পুস্তক, দগ্ধ হইয়াছে কেবল দক্ষিণদিক্‌স্থ প্রকোষ্ঠ রক্ষণ পাইয়াছে । ( ৮ জুলাই ১৮৩৭ ৷৷ ২৬ আষাঢ় ১২৪৪ ) ইশতেহার —যে মোকদ্দমায় শ্ৰীমতী নবীনমণি দেবী ফরিয়াদী ও মৃত লাডলিমোহন ঠাকুরের পুত্র অথচ উত্তরাধিকারী ও উইলের টণি শ্যামলাল ঠাকুর ও হরলাল ঠাকুর আসামী সেই মোকদ্দমায় গত ২৫ মার্চ তারিখে সুপ্রিম কোর্টে যে ডিক্ৰী হয় সেই ডিক্রীর হুকুমক্রমে মৃত লাডলিমোহন ঠাকুরের মহাজনেরদিগকে এবং র্যাহারা তাহার সম্পত্তি দানদ্বারা প্রাপ্ত হইতে পারেন তাহারদের প্রতি হুকুম দেওয়া যাইতেছে যে উপরিউক্ত কোর্টে শ্ৰীযুত মাষ্টর সাহেবের আপীসে র্তাহার সমক্ষে আগামি অক্তোবর মাসের ১ তারিখে বা তাহার পূর্ব কোন তারিখে হাজির হইয়া আপন২ কর্জ বাবত পাওনা ও দানদ্বারা পাওনাবিষয় সাব্যস্ত করেন তাহা না করিলে উপরিউক্ত হুকুমের দ্বারা যে উপকার হইত তাহা হইবে না । মাষ্টর আপাস ১ জুন ১৮৩৭ ( ৬ এপ্রিল ১৮৩৯ । ২৫ চৈত্র ১২৪৫ ) স্থপ্রিমকোর্ট —সমাচার দেওয়া যাইতেছে যে যে মোকদ্দমায় শ্ৰীমতী নবীনমণি দেবী ফরিয়াদী ও শ্যামলাল ঠাকুর ও হরলাল ঠাকুর আসামী সেই মোকদ্দমায় গত জুলাই মাসের ১৮ তারিখের ডিক্ৰী অনুসারে আগামি আপ্রেল মাসের ১ তারিখ সোমবারে মধ্যাহ্ন ১২ ঘণ্টার সময়ে স্থপ্রিম কোর্টে মাষ্টর আফিসে পবলিক সেলে অর্থাৎ নীলামে উক্ত ডিক্রীর ফলসিদ্ধির নিমিত্তে নীচের লিখিত বিষয় বিক্রয় হইবেক । বিশেষতঃ জিলা পাবনার ও জিলা ফরিদপুরের কিয়ং অংশের শামিল ও তন্মধ্যস্থিত পরগনা মহিমশাহী নামে বিখ্যাত মৃত লাডলি মোহন ঠাকুরের ইষ্টেটের মধ্যে ষে এক তালুক তাহার সদর মালগুজারি জিলা যশোহরের কালেকটরীতে ১৭০১৫le/৮ টাক৷ দেওয়া ষায় ।