পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8१३ YBBBD KBD BBBD DBe KL ইহার আর২ বৃত্তাস্ত ফরিয়াদীর উকীল শ্ৰীযুত উলিয়ম তামসন সাহেবের নিকটে অন্বেষণ করিলে জানা যাইবে । কলিকাতা । সুপ্রিম কোর্ট । মাষ্টর আফিস । ডবলিউ গ্রান্ট । ১৮ ফেব্রুজারি ১৮৩৯ ৷ মাষ্টর । ( ৭ জানুয়ারি ১৮৩২ ৷ ২৪ পৌষ ১২৩৮ ) সিঙ্ক ৫০০ পাঁচ শত টাকা পারিতোষিক – শ্ৰীযুত বাবু নবকিশোর সেন সকলকে জ্ঞাত করাইতেছেন তাহার শ্রীরামপুরের বাটহইতে গত ১৯ পৌষ সোমবার রাত্রে সিদ দিয়া বহুবিধ দ্রব্য লইয়া গিয়াছে. । হীরার কণ্ঠ । . ১ ছড়া বালা • • • • • • • • • • • • • • • • • • • • • • • • ১ জোড় সোণার কামারাঙ্গাহার . . .১ ছড়া রূপার হু কার খোল । • • • • • • • • • • • ১টা সোণার কোমরপাট্রা ১ ছড়া মাঠামাদুলি . ১ জোড়া মুড কিমাদুলি । ১ জোড়া ধানিমাদুলি · · · · · · · · · · · · · · · ১ জোড়া ( ১৮ জানুয়ারি ১৮৩২ ৷ ৬ মাঘ ১২৩৮) শ্ৰীযুত চন্দ্রিকাসম্পাদক মহাশয় –গত শুক্রবারের ইনকোয়েরর পত্রে লেখেন যে শ্ৰীযুত চন্দ্রিকাসম্পাদক মহাশয় সদর আমীনের পদপ্রাপ্ত্যাকাঙ্ক্ষী হইয়াছেন এবং লেখেন যে র্তাহার তৎপদপ্রাপ্তির বিলক্ষণ সম্ভাবনা আছে। অপর শ্ৰীযুত চন্দ্রিকাগ্রকাশক মহাশয়ের তৎকৰ্ম্মে যোগ্যতাবিষয়ে ঐ সম্পাদক যাহা লিখিয়াছেন তাহাতে আমরা সম্মত নহি অনেককালাবধি শ্ৰীযুত বাবু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমারদের আলাপ পরিচয় আছে এবং যদ্যপিও র্তাহার আমারদিগের সঙ্গে কোন পক্ষে সংপ্রতিপক্ষতাও থাকুক তথাপি সত্য কহিতে হইলে জ্ঞান বুদ্ধিতে তাহার তুল্য এতদ্দেশে অপর ব্যক্তি দুর্লভ। যদ্যপি তিনি তদুচ্চপদ প্রাপ্ত হন তবে স্বীয় বুদ্ধির নৈপুণ্যপ্রযুক্ত তৎকর্মের যে স্থসম্পাদন করিবেন এবং কৰ্ম্মস্থসম্পাদকতাদ্বারা গবর্ণমেণ্টের নিকটে এমত প্রশংসনীয় হইবেন যে উত্তরকালে তিনি প্রধান সদর আমীনের পদ প্রাপ্তিযোগ্য হইবেন এমত আমারদিগের দৃঢ় বোধ আছে। ( ১৮ জানুয়ারি ১৮৩৪ । ৬ মাঘ ১২৪০ ) * শ্ৰীযুত দর্পণসম্পাদক মহাশয় বরাবরেষু। আপনকার গত শনিবারের দর্পণ দেখিয়া অবগত হইলাম যে যশোহরের নিমক এজেন্টার সিরিশতাদার শ্ৰীযুত বাৰু তারাচাদ দত্তের আহুকূল্যে সভ্রাতৃক কৃষ্ণজীবন ] চন্দ্রিকাসম্পাদক কষ্টম হোসে কখন কৰ্ম্ম প্রাপ্ত হন নাই লিথিয়াছেন ইহাতে চমৎকৃত হওয়া গেল। কষ্টম হোঁসের দেওয়ানী কৰ্ম্মহইতে দেওয়ান অভয়চরণ ঘোষ অবসর হইলে কষ্টম