পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ শ্ৰীযুত দরবারগৃহে পদার্পণমাত্র তৎসম্মুখবৰ্ত্তি শ্রেণীবদ্ধ সৈন্যগণ সরাজপতাকা এবং বাদ্যদ্বারা অভিবাদন করিল পরে ভিন্ন২ রাজার উক্তিকার ও অন্যান্য মান্য জনগণ রীতিমত সাক্ষাদনন্তর এবঞ্চ কেহ২ খেলায়ৎ প্রাপ্ত হইলে দরবার ভঙ্গ হয়। শ্ৰীযুত রাজা রাধাকান্ত ও শ্ৰীযুত রাজা কালীকৃষ্ণ বাহাদুর স্বয় একত্রে চতুরখযোজিত শকটারোহণপূর্বক শরীররক্ষক অশ্বারোহীকতৃক শোভাবিশিষ্ট ছিলেন । ( ২৫ মার্চ ১৮৩৭ । ১৩ চৈত্র ১২৪৩ ) মহারাজ গোপীমোহন বাহাদুরের পরলোক প্রাপ্তি —আমরা মহাখেদপূৰ্ব্বক প্রকাশ করিতেছি এতন্ত্রগরনিবাসি অতিমিষ্টভাষী বহুদশী বাঙ্গল পার্সি আদি নানা বিদ্যার পারদর্শী বিচক্ষণাগ্রগণ্য দেশাধিপতিপ্রভৃতির মান্য অতিবদান্য বিজ্ঞতম ধৰ্ম্ম সভাধ্যক্ষৈক ধাৰ্ম্মিকবর মহারাজ গোপীমোহন বাহাদুর ৭৪ বৎসর বয়স্ক হইয়৷ উৰ্দ্ধগতি পীড়োপলক্ষে গত ৫ চৈত্র শুক্রবারে উত্তরায়ণে শুক্লপক্ষীয় একাদশী নন্দ তিথিতে পুষ্যানক্ষত্রে দিবা ৪ দণ্ডসময়ে বিলক্ষণ জ্ঞানপূর্বক গুরুপুরোহিত পুত্র পৌত্র প্রপৌভ্রাদি স্বজনগণ সাক্ষাতে মায়া মোহ পরিত্যাগ পুরঃসর শ্ৰীমন্নারায়ণ স্মরণকরণক শরীরাদ্ধ নারায়ণক্ষেত্রে অপরাদ্ধ কারণবারিতে বিন্যাস করিয়া নশ্বর দেহ ত্যাগ করত পরলোক প্রাপ্ত হইয়াছেন তৎকালে জাহ্নবীকুলে ধনিগুণি মানি আবাল বৃদ্ধ বনিতা লোক সমূহের সমারোহ হইয়াছিল মহারাজার মৃত্যুদর্শনে খেদ প্রকাশক হাহাকার ইত্যাদি শব্বোচ্চারণপূর্বক নয়ননীরে অভিষিক্ত হইয়াও ধন্য পুণ্যবান কহিয়াছিলেন যেহেতু সামান্য মৃত্যু নহে । যথা । শুক্লপক্ষে দিবা ভূমে গঙ্গায়ামুক্তরায়ণে ধন্য দেহং বিমুঞ্চস্তি হৃদয়স্থে জনাৰ্দ্দনে । এতাদৃশ ব্যক্তির মৃত্যু সম্বাদে কাহার না খেদ জন্মিতে পারে বিশেষতঃ রাজা বাহাদুর বৈকুণ্ঠবাসি মহারাজ নবকৃষ্ণ বাহাদুরের জ্যেষ্ঠ পুত্র তৎকর্তৃক স্বশিক্ষিত এবং তন্নিয়মান্থগামী হইয়া এতাবৎ কাল দৈবপিত্রাদি কৰ্ম্ম যথা কৰ্ত্তব্য অর্থাৎ শ্ৰীশ্ৰীদুর্গোৎসব এবং বাসষ্ঠীপ্রভৃতি পূজার ব্যয় ব্যসনে পূৰ্ব্বরীতির অন্যথামাত্র করেন নাই তদ্বিশেষ লিখনে প্রয়োজনাভাব যেহেতু প্রধান লোক মাত্রই বিদিত আছেন। অপর স্বদলস্থ ব্রাহ্মণ পণ্ডিতাদির বিশেষ মৰ্য্যাদা ও প্রতিপালনে তৎপর ছিলেন পরন্তু অতুগত আশ্রিত আত্মীয় আলাপিত পরিচিত ব্যক্তিদিগের কায়িক মানসিক বাচনিক এবং অর্থ ব্যয় দ্বারা সৰ্ব্বদা উপকারে যত্নবান হইতেন অধিকন্তু বিপক্ষপক্ষ লোকও পরামর্শ নিমিত্ত নিকট উপস্থিত হইলে সৎপরামর্শ দ্বারা তাহার হিত চেষ্টা করিতেন ইহাতেই স্বমন্ত্রিরূপে বিখ্যাত ছিলেন এনিমিত্ত রাজপুরুষেরাও সৰ্ব্বসাধারণের উপকার বা অপকার নিবারণ কারণ উপায় জিজ্ঞাসা করিতেন তাহাতে কত শত বার সৎপরামর্শ প্রদানজন্য ধন্যবাদ পাইয়াছেন তদ্বিশেষ লেখা লিপি বাহুল্য