পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8NHෆ মঃৰাদপত্রে সেনকালের কথা প্রদানের অত্যুপযুক্ত পাত্রই বটেন। পক্ষাস্তরে অন্মদাদির বক্তব্য যে শ্ৰীযুক্ত বাৰু গোপীমোহন দেবকে শ্ৰীলশ্ৰীযুতকতৃক যে উপাধি প্রদত্ত হইয়াছে তাহাতে শ্ৰীলশ্ৰীযুতের অত্যন্ত সদ্বিবেচনাই দৃষ্ট হইতেছে। যদ্যপি সতীবিষয়ক অথবা ভারতবর্ষীয় মঙ্গলসূচক অন্যান্য বিষয়ে রাজা গোপীমোহন দেবের সঙ্গে আমারদের সম্পূর্ণ অনৈক্য থাকুক তথাপি আমরা সচ্ছন্দে কহিতে পারি যে তিনি কলিকাতার স্বদেশীয় ব্যক্তিরদের মধ্যে যেমন মান্য তেমন অন্য ব্যক্তি দুলভ অতএব তাহাকে এই উপাধি প্রদত্ত হওয়াতে যেমন সাধারণের সন্তোষ অন্যান্যকে উপাধি প্রদানে তাদৃশ নহে।. # ( ১১ সেপ্টেম্বর ১৮৩৩ । ২৭ ভাদ্র ১২৪০ ) দরবার ।... [কুরিয়র পত্ৰহইতে নীত ] গত বৃহস্পতিবার বেলা এগার ঘটিকার সময়ে গবর্ণমেণ্ট হোসে এক সাধারণ দরবার হইয়াছিল তৎকালে শ্ৰীশ্ৰীযুত যোদ্ধপরিচ্ছদধারণপূর্বক স্বীয় মোছাহেব আর পারসী দপ্তরের সেক্রেটরী শ্ৰীযুত মেকনাটন সাহেব এবং প্রাইবেট সেক্রেটরী শ্ৰীযুত পেকেনহাম সাহেব সমভিব্যাহারি হইয়। দরবার প্রকোষ্ঠে পদার্পণ করিলে অনেক চোবদার মোরছলবরদারপ্রভৃতি শ্ৰীশ্ৰীযুতের পশ্চাতে এক শ্রেণীবদ্ধপুরঃসর দণ্ডায়মান রহিল। গবর্নর জেনরল বাহাদুর মর্য্যাদানুযায়ি সভাস্থদিগের কুশলাদি জিজ্ঞাসাকালীন যুবরাজ শ্ৰীযুত রাজা কালীকৃষ্ণ বাহাদুরের নিকটে আগমন করিলে রাজা স্বীয় প্রস্তুত এক পুস্তক অর্পণ করিবাতে শ্ৰীশ্ৰীযুত আহলাদপূর্বক গ্রহণ করিয়া এক জন পারিষদের হস্তে ন্যস্ত করিলেন । g এতদুপলক্ষে পশ্চাল্লিখিত ভদ্রলোকের খেলায়ৎ সিরোপা হইল । শ্ৰীযুত রাজা কালীকৃষ্ণ রায় বাহাদুরকে সাত পার্চার খেলায়ৎ, জড়াও জিগা, সিরপেচ, মুক্তার মালা, ঢাল, তলওয়ার, প্রদত্ত হইল তৎকালে এক স্বর্ণের মিডিল রাজার জামার উপরিভাগে দোদুল্যমান দর্শন হইল । রাজা বাহাদুরের পুনরাগমন কালীন প্রায় ২৫ জন চোবদার সোটাবরদার বল্লমবরদার তৈনাতি ছিল আর চারি ঘোড়ার গাড়িতে এবঞ্চ দুই জন অশ্বারোহি সঙ্গে লইয়া স্বীয়াবাসে পুনরাগমন করিলেন । শ্ৰীযুত রাজা গোপীমোহন দেব খেলায়ৎ ও তদঙ্গের তুল্য সম্মান প্রাপ্ত হইলেন।. খ্ৰীযুত আতর ও পান দিয়া গমন করিলেন। (২৪ সেপ্টেম্বর ১৮৩৬ । ১০ আশ্বিন ১২৪৩ ) , সুপ্রিম কোর্ট —গত শুক্রবার ১৬ সেপ্তেম্বর তারিখে উক্ত আদালতের অকুজ্ঞাক্রমে মাষ্টর সাহেবের রিপোর্টমতে এলিয়াট মাকনাটন সাহেব শ্ৰীমন্মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর এবং প্রাপ্তাপ্রাপ্তবয়স্ক তন্তু তৃিগণের পৈতৃক স্থাবরাস্থাবর সমস্ত বিষয়ের রক্ষণাবেক্ষণকারণ রিসিবর অর্থাৎ তত্বাবধারকতা কৰ্ম্মে নিযুক্ত হইয়াছেন । এবং কোন পক্ষের বিন্যস্ত