পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা ›ማ প্রকাশ পাইতেছে না। তাহার কারণ আমরা অনুমান করিয়াছি গবর্ণমেণ্ট শুনিয়াছেন হিন্দুকলেজের কএক জন ছাত্র নাস্তিক হইয়াছে কেহ২ খ্ৰীষ্টীয়ান হইয়াছে কেহ২ কখন হিন্দু কখন মুসলমান কখন বা খ্ৰীষ্টীয়ান মতাবলম্বন করে ইহাতেই হিন্দু ভদ্র লোকমাত্র অত্যস্ত বিরক্ত হইয়াছেন হিন্দুকলেজের দ্বারা যে দেশের উপকার হইবেক তাহ প্রায় কেহ স্বীকার করেন ন। বরঞ্চ ধৰ্ম্মহানির সম্ভাবনা বুঝিয়া অনুপকারক জ্ঞান করিতেছেন এইহেতুক গবর্ণমেন্ট হিন্দুকলেজের বিষয়ে বিশেষ মনোযোগ করিবেন না যদি ছাত্ৰসকল শিষ্ট শাস্তরূপে ভদ্রসস্তানের মত ব্যবহার করেন অর্থাৎ সনাতন ধৰ্ম্ম যাহা পূৰ্ব্বপুরুষের ব্যবহৃত তাহাই আচরণ করেন এবং তাহাতে কোন সন্দেহ উপস্থিত বা আপত্তি না করেন তবে ভদ্রলোক সকলেই গবর্ণমেণ্টনিকটে প্রার্থনা করিতে পারেন এবং গবর্ণমেণ্টও তাহাতে আপত্তি করিতে পারেন যদিও গবর্ণমেণ্ট নিজহইতে টাকা আর না দেন অর্থাৎ ষে তিন হাজার টাকার অকুলান হইয়াছে ইহা দিতে অস্বীকৃত হন তথাচ এতদেশীয় প্রধান লোকের দ্বারা ঐ টাকা চাদ করিয়াও আদায় করাইতে পারেন কিন্তু এক্ষণে তাহ হইতে পারিবেক না কেননা কতকগুলিন পাষণ্ড ছাত্রদ্বারা যে কলঙ্ক কলেজের হইয়াছে ইহা মোচন না হইলে কেহই কলেজের নামও কর্ণে শুনিবেন না । যদি বল যদি এমতি অখ্যাতি হইয়াছে তবে কি কারণ ভদ্র লোকের সন্তানেরা অদ্যাপি কলেজে পাঠার্থ গমন করিতেছে । উত্তর অনেকেই কালেজ ত্যাগ করিয়াছে যাহারা আছে তাহারদিগের পিতা মাতা অত্যস্ত দমনে রাথিয়াছেন কোনপ্রকারে কিছুই করিতে পারে না কেহ২ আপন সস্তানদিগকে ঘরে সংস্কৃতাভ্যাস করাইতেছেন ইত্যাদি প্রকারে স্ব২ সাবধান থাকেন যদি ইঙ্গরেজী পড়াইবার আর এক উত্তম স্থান থাকিত তবে হিন্দু কলেজে সন্তান পাঠাইতে প্রায় অনেকে সম্মত হইতেন না। পরন্তু ষে সকল মহাশয়ের কালেজ স্থাপনার্থ অর্থ সামর্থ্যাদিদ্বারা বিশেষ যত্ন করিয়াছেন তাহারদিগের চেষ্টা হিন্দুকালেজ যাহাতে বজায় থাকে তাহ করেন কেননা বাঙ্গালির ইঙ্গরেজী শিক্ষিবার এমত উত্তম স্থান আর নাই অতএব আপন২ সস্তান উঠাইয়া লইলেই কালেজ ছিন্নভিন্ন হয় এ নিমিত্ত রাখিয়াছেন ইতি । ( বাঙ্গল সমাচার পত্রের মৰ্ম্ম । ) ( ৮ ডিসেম্বর ১৮৩২ । ২৪ অগ্রহণয়ণ ১২৩৯ ) হিন্দুকালেজ —ইনকোয়েরর সম্বাদপত্রের দ্বারা অবগত হওয়া গেল যে হিন্দুকলেজের তত্ত্বাবধারকতাকৰ্ম্মে শ্ৰীযুত ডাক্তর উইলসন সাহেবের পরিবর্ভে শ্ৰীযুত জেমস প্রিন্সেপ সাহেব নিযুক্ত হইয়াছেন । ( ১৫ ডিসেম্বর ১৮৩২ । ২ পৌষ ১২৩৯ ) - হিন্দুকলেজের সভা —শ্ৰীযুত ডাক্তর উইলসন সাহেব হিন্দুকলেজের যে পরম মঙ্গল করিয়াছেন তন্নিমিত্ত র্তাহার নিকটে কৃতজ্ঞতা স্বীকার কিরূপ করাযায় তদ্বিষয়ক