পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8vely" BBDB EBB BBBD DBaLL করেন তাহার কারণ এই যে গোপনীয় বিষ প্রয়োগের ব্যাপার বৃদ্ধ মহারাজের গোচর ছিল না । কিন্তু যুবরাজ কদাচ সে ঔষধ গ্রহণ করিলেন না এবং এক হস্তীর উপর ডঙ্কা অন্য হস্তীতে আম্বারি বসাইতে হুকুম দিয়া তৎক্ষণাৎ গঙ্গাযাত্রা করিলেন । গঙ্গাযাত্রার প্রসঙ্গ শুনিয়া শ্ৰীমতী ছোট বধুরাণী যুবরাজকে স্বীয় মহলে আসিতে বলিয়া পাঠাইলেন তাহাতে যুবরাজ উত্তর করিলেন তাহার মহলে গেলেও আমার প্রাণ রক্ষণ হইবেক না । অতএব ছোট রাণী যদি আমার সহিত গমন করিতে পারেন তবে আসুন নতুবা সময়াস্তরে যদি ভগবান করেন তবে সাক্ষাৎ হইবে এই গঙ্গাযাত্রা কালে নুনাধিক সহস্ৰ লোক নবীনবাগে একত্র হইয়াছিল। এবং বোধ করি পরাণচন্দ্র বাবুও এ কথা অস্বীকার করিতে পরিবেন না যে প্রতাপচন্দ্র মহারাজ স্বাভাবিক রূপে বারদ্বারি হইতে নামিয়া হস্ত্যারোহণ পূৰ্ব্বক অম্বিকাতে গমন করিয়াছিলেন । রাজা অম্বিকাতে গিয়া পাচ দিবস ছিলেন তাহার পরে কেহ বলে মরিয়াছেন কেহ ইলে জলে অদৃষ্ট হইয়াছেন কিন্তু মরণ বা অদর্শন যাহা হউক শ্ৰীযুত বসন্তলাল বাবু নিশ্চয় বলিতে পারেন । কেননা তৎকালে তিনি ও ব্রহ্মানন্দ গোস্বামী ও ঘাসী পুরোহিত এই তিন ব্যক্তি নিকট ছিলেন বৃদ্ধ মহারাজও অস্বিকীয় যাইতে ছিলেন কিন্তু পথের মধ্যেই শুনিলেন রাজার অস্তেষ্টিক্রিয়া শেষ হইল । অতএব সেই স্থান হইতে ফিরে গেলেন এবং রাজবাটীতে গিয়া বধুরাণীদিগের হস্তে যে সকল চাবি ছিল তাহ লইয়া কহিলেন যুবরাজ মরিয়াছেন । তাহার পরে রাজবাটীর যেরূপ ব্যবহার অাছে পরিবারের মধ্যে কেহ মরিলে স্ট্রীলোকরণ একত্র বসিয়া নিয়মিত কয়েক দিন বক্ষস্থলে করাঘাত করেন সেক্ট ব্যাপার আরম্ভ হইল । রাজার মরণ বিষয়ে আর কেহ আন্দোলন করেন নাই এখন পতাকাচিহ্নিত অনিশ্চিত রাজার আগমনেতে এই সকল বিষয় উত্থাপন হইতেছে । এবং ইহাও ব্যক্ত আছে যুবরাজের মরণের পর এক দিবস বাৰু বাহির সর্বমঙ্গল পুষ্করিণীতে স্নানার্থ গমন করিয়াছিলেন কিন্তু চতুদিগে লোকের করতালিধ্বনিতে পান্ধীর কপাট দিয়া সত্বর আসিতে হইয়াছিল যাহা হউক ফলে নিশানধারি ব্যক্তি বৰ্দ্ধমানে গেলে সাধারণ লোক দ্বারা অনেক সাহায্য পাইবেন । এবং রাজবাটীস্থ প্রাচীন লোকেরাও র্তাহাকে পরীক্ষা করিতে পারেন আমার বোধ হয় অনিশ্চিত প্রতাপচন্দ্র প্রতাপচন্দ্রের মরণাবধারণার্থ যদি বৰ্দ্ধমানের হাকিমের নিকট সাক্ষ্য প্রমাপের আবেদন করেন তবে এবিষয়ের অনেক আন্দোলন হইবেক এবং মরণের কারণ গুপ্তাভিপ্রায় সকলই ব্যক্ত করিতে পারিবেন । ভ্রমণকারিণঃ । ( ৩১ মার্চ ১৮৩৮ । ১৯ চৈত্র ১২৪৪ ) « v , , বৰ্দ্ধমানের মোকদ্দম। —গত সপ্তাহে বদ্ধমানের রাণীরদের ব্যাপার বিষয়ে কলিকাতার মধ্যে অনেক আন্দোলন হইতেছে তৎপ্রযুক্ত আমরা কুরিয়র সম্বাদ পত্রহইতে তদ্বিবরণ গ্রহণ করিলাম। বৰ্দ্ধমানের রাজা দুই রাণী অর্থাৎ বড় রাণী শ্ৰীমতী কমলকুমারী ও ছোট শীরা