পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ 88ግ হওয়াতে শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ৫১০০০ একান্নহাজার টাকাতে ক্রয় করিয়াছেন ঐ বিষয়ের মূল্য পূৰ্ব্বে দেড় লক্ষ টাকার অধিক হইয়াছিল কিন্তু কলিকাতার প্রধান২ হোসসকল দেউলিয়াহওয়াতে এতাবৎ অল্প দামে ক্রয় হইয়াছে। আমরা শুনিতেছি যে শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ঐ স্থানে নৃতন আটালিকাদি প্রস্তুত করিয়া অতিমনোরম্য এক বাজার করিবেন এ স্থান এরূপ হইবেক যে প্রধান২ সাহেবলোক আপন স্বেচ্ছামতে ইঙ্গলণ্ডের ন্যায় বাজার করিতে আসিতে পারিবেন যদিও বাবুর ইহাতে কিছু ব্যয় হইবেক কিন্তু পরে সকল বাজারকে অন্ধ করিয়া এই বাজারদ্বারা বিশেষ লাভ করিতে পরিবেন ইতি । ( ৯ মে ১৮৩৫ । ২৭ বৈশাখ ১২৪২ ) এতদ্দেশীয় মাজিস্ত্রেট —হরকরাপত্রের দ্বারা অবগত হওয়া গেল যে নীচে লিখিতব্য এতদেশীয় ১২ জন মহাশয়কে বিনাবেতনে মাজিস্ত্রেটীকৰ্ম্ম নির্বাহীর্থ গবর্ণমেণ্ট অনুমতি করিয়াছেন । বিশেষতঃ শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর প্রসন্নকুমার ঠাকুর রামকমল সেন রাজচন্দ্র দাস রাজচন্দ্র মল্পিক রাজচন্দ্র দাস রাজা কালীক্লষ্ণ রসময় দত্ত রাধামাধব বঁড়িয্যে রাধাকা স্তু দেব রস্তমজি কাওয়াসজি । ( ১২ সেপ্টেম্বর ১৮৩৫ । ২৮ ভাদ্র ১২৪২ ) শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর —সমুদ্র পথহইতে জন মাসে শ্ৰীলশ্ৰীযুত লার্ড উলিয়ম বেটাঙ্ক সাহেব শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুরের নিকটে যে পত্র প্রেরণ করেন তাহা সংপ্ৰতি পহুছিয়াছে। ঐ পত্রের অভিপ্রায় এই যে শ্ৰীযুক্ত বাবু শ্ৰীলশ্ৰীযুতের নিকটে যে পত্র প্রেরণ করিয়াছিলেন তাহার উত্তর না দেওয়াতে ক্রটি স্বীকারকরণ । এবং ঐ বাবু ইউরোপীয় বাণিজ্য ব্যবসায়ি সাহেবেরদের সঙ্গে বাণিজ্য ব্যবসায়ে লিপ্ত হইয়া স্বদেশীয় লোকেরদিগকে ঐ ব্যাপারের যে প্রথম আদর্শ দর্শাইয়াছেন ইহাতে তাহার প্রশংসা করণ। ( ৩ ডিসেম্বর یہ باد ১৯ আগ্রহায়ণ ১২৪৩ ) শ্ৰীযুত বাৰু দ্বারকানাথ ঠাকুরের উদ্যানে মহাভেজ ও তামাসা –গত সোমবার রজনীতে শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর স্বীয় অত্যুত্তম উদ্যানে শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর ও অন্যান্য নৃানাধিক তিন শত সাহেব ও বিবি সাহেব লোককে মহাভোজন করাইয়া পরমসস্তোষক তামাসা দশাইলেন । বিশেষতঃ নৃত্যগীত বাদ্য ও বহ্ন্যুৎসবজনক ও অত্যুৎরুষ্ট বহুবিধ ভোজ্য সামগ্ৰী প্রস্তুত ছিল। রাত্রি অষ্টম ঘটিকার পরেই নিমন্বিত মহাশয়েরদের সমাগম হইতে লাগিল । অনন্তর বাদ্য বাদনারম্ভ হইয়া বাজিতে অগ্নি দেওয়া গেল ঐ ব্যাপার প্রায় দেড় ঘণ্টাপৰ্য্যন্ত হইল তাহা দর্শনে সমাগত সকলই